মোবাইল গরম হওয়ার ১০টি কারন -মোবাইল গরম হলে করণীয় কি
ভূমিকা
বিভিন্ন সময়ে আমাদের মোবাইল ফোন গরম হয়ে যায়। এর পেছনে রয়েছে কিছু কারণ। মোবাইল ফোন গরম হলে আমাদের কিছু করণীয় রয়েছে। যে বিষয়গুলো বিস্তারিতভাবে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। মূলত আমাদের কিছু অসচেতনতা এর পেছনে দায়ী। যে বিষয়গুলো থাকছে আর্টিকেলের ভেতরে। তাই অবশ্যই বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
মোবাইল গরম হওয়ার কারন কি
বর্তমানে মোবাইল ব্যবহার করে না এরকম মানুষ খুব কম রয়েছে। আমরা মোবাইল করার সময় বিভিন্ন সময়েই মোবাইল গরম হয়ে যায়। তাই আমাদের মনে প্রশ্ন জাগে মোবাইল গরম হওয়ার কারন কি। এজন্য আজকের আর্টিকেলের এই অংশ আলোচনা করা হয়েছে কেন মোবাইল গরম হয়। চলুন তাহলে বিস্তারিত জেনে নিন।
দুর্বল নেটওয়ার্কঃ নেটওয়ার্ক কানেকশন যদি দুর্বল হয় তাহলে এক্ষেত্রে ফোন গরম হতে পারে। মোবাইলের যদি নেট কানেকশন টা চালু হয় বা আপডেট করে তাহলে এক্ষেত্রে মোবাইলের কাজ করার শক্তির প্রয়োজন পরে অনেক।আর যে কারণে ফোনের চার্য খুব তাড়াতাড়ি শেষ হয়। এছাড়াও অনেক পেশারে যদি কাজ করা হয় তাহলে মোবাইলের প্রসেসরও তা চাপ ফেলে এবং মোবাইল গরম হয়।
Low RAM ও Cash : মোবাইল গরম হওয়ার পেছনে যতগুলো কারণ আছে তার ভেতরে হচ্ছে একটি কারণ হচ্ছে Random Access Memory অর্থাৎ রাম যদি ফুল হয়ে যায় কিংবা রামের যদি জায়গা কমে যায় এছাড়াও Cash কম হয়ে যাওয়ার জন্য ফোন গরম হতে পারে।
প্রসেসরঃ আপনি নিশ্চয়ই জানেন প্রসেসর কি। যদি না জানেন তাহলে আমি বলছি। ফোনের একটি মূল ফাংশন হলো প্রসেসর। যা নিয়ন্ত্রণ করে ফোনে থাকা অন্য সকল ফাংশনকে। যে কারণে আপনি ফোন ব্যবহার করেন বা না করেন এই ফাংশনটি সব সময় তার কাজগুলো করতেই থাকে। এ প্রসেসরের ভিতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন গুলো।
ফোন কাজ করার সময় উত্তপ্ত হওয়ার ফলে দীর্ঘক্ষণ আপনি যদি মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করে গেম কিংবা বিভিন্ন ধরনের ডাউনলোড করেন তাহলে এক্ষেত্রে এ প্রসেসর সিস্টেমে মোবাইল গরম হয়।
ভাইরাসঃ আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেই মোবাইল ফোনে যদি সিকিউরিটি ব্যবস্থা ভালো না থেকে অথবা অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি সংযুক্ত না হয় তাহলে এক্ষেত্রে খুব সহজেই ফোন আক্রান্ত হতে পারে ম্যালওয়ার এবং ভাইরাস দিয়ে। আর যে কারণে অল্প সময়ের ভেতরেই ফোন গরম হয়ে যায়।
মোবাইলের কভারঃ আপনার মোবাইলে থাকা ব্যাক পার্ট কিংবা ব্যাক কভার বিভিন্ন সময় কারণ হতে পারে মোবাইল ফোন গরম হওয়ার। আপনি যদি ঠিকঠাক কভার ব্যবহার না করেন তাহলে এক্ষেত্রে তাপ শোষণ করতে না পারার কারণে এই ব্যাগ পাট বা ব্যাক কভার এর জন্য হতে পারে আপনার মোবাইল ফোনটি গরম।
লো চার্জঃ ফোনে যখন চার্জ কম থেকে সে অবস্থায় যদি ফোনে কোন কিছু ইন্সটল কিংবা ডাউনলোড অথবা অপারেটর চালু করা হয় তাহলে বিভিন্ন সময়ে ফোন গরম হতে পারে।
দীর্ঘক্ষণ চার্জ দেওয়াঃ আমরা অনেকে রাতে ঘুমানোর সময়ে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যাই। এর ফলে আমরা যদি মোবাইল ফোন চার্জ হয়ে গেলে যদি ডিসকানেক্ট না করে তাহলে এক্ষেত্রে চার্জিং আমি তাকে দীর্ঘ সময় ধরে। আর যে কারনে ঠিক সময়ে ডিসকানেক্ট না করার ফলে ব্যাটারি ক্ষতি হয় এবং মোবাইল গরম হয়।
একাধিক অ্যাপ অন রাখাঃ মোবাইল ফোন গরম হওয়ার পেছনে যতগুলো কারণ রয়েছে তার ভিতরে একটি অন্যতম কারণ হচ্ছে মোবাইলে একাধিক অ্যাপ অন করা। একসাথে যদি আপনি একাধিক অ্যাপ ব্যবহার করেন তাহলে এক্ষেত্রে ফোনের Cpu গরম হওয়ার মাধ্যমে মোবাইল ফোন গরম হতে পারে।
সঠিক চার্জার ব্যবহার না করাঃ অনেক সময় আমরা মোবাইল ফোন চার্জ করার সময়ে মোবাইল ফোনের জন্য নির্দিষ্ট চার্জার ব্যবহার না করে অনেক ধরনের চার্জার ব্যবহার করি। আর যে কারণেও মোবাইল ফোন গরম হতে শুরু করে।
চার্জ দিলে মোবাইল গরম হয় কেন
- মোবাইল চার্জিং অবস্থায় ব্যবহার করাঃ আমরা অনেকেই আছি যারা ফোন চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করি। যার ফোনের ব্যাটারিকে দ্রুত সময়ের ভেতরে গরম করে ফেলে। কারণ চার্জ অবস্থায় মোবাইল ব্যবহার করলে তা একই সময় চার্জিংও হচ্ছে আবার ডিসচার্জিং হচ্ছে। এজন্য ফোন চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার না করাই ভালো।
- খারাপ ব্যাটারিঃ আপনার ব্যবহার করা ফোনের ব্যাটারি যদি খারাপ কিংবা পুরনো হয় ফলের চার্জ দেওয়া হলে তা খুব সহজেই গরম করে তুলতে পারে। এজন্য ব্যাটারি বদলিয়ে ফেলাই ভালো।
- গরম পরিবেশঃ কখনো কখনো গরম পড়ে বেশি মোবাইল চার্জ করা হলে তা খুব সহজেই বাড়িয়ে তুলতে পারে তাপমাত্রা কে। এর জন্য চেষ্টা করবেন শীতল পরিবেশে ফোন চার্জ করা। বিশেষ করে গরমের দিনগুলোতে দুপুর বেলাতে ফোন করলে এ সমস্যাটি সৃষ্টি হয়।
- সফটওয়্যার সমস্যাঃ কিছু কিছু ক্ষেত্রগুলোতে ফোনে সফটওয়্যার এর যদি সমস্যা হয় তাহলে এক্ষেত্রে ফোন চার্জ করার সময় ফোনকে গরম করে তুলতে পারে। আপনার ফোনে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি সফটওয়্যারটি আপডেট করতে পারেন এছাড়াও রিপোর্ট করার মাধ্যমেও সমস্যাটি নিরাময় করতে পারেন।
- ব্যাকগ্রাউন্ড কোন অ্যাপ চালু থাকলেঃ অনেক সময় ফোনে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থাকা অবস্থাতেই আমরা ফোন চার্জে দেই। তার মানে হল অ্যাপ চালু তো ডিভাইস সিস্টেমও চালু থাকলো। এর ফলে আপনার ফোনে তাপমাত্রাও আরো বেড়ে যাবে।
- চার্জ অবস্থায় ডাটা চালু থাকাঃ বিভিন্ন সময় আমরা ফোন চার্জ করা অবস্থায় ফোনের ওয়াইফাই কিংবা ডাটা অন রাখে। এ কারণে ফোন গরম হতে পারে।
- অনুপযুক্ত চার্জার কিংবা তার ব্যবহারঃ বিভিন্ন সবাই ফোন চার্জ করার সময়ে অনেকে ফোনের মূল চার্জার ব্যবহার না করে ভিন্ন ভিন্ন চার্জার ব্যবহার করে। এর ফলে অন্যান্য কেবল বা অন্যান্য চার্জার দিয়ে ফোন চার্জ করলেও বিভিন্ন সময়ে চার্জের তাপের কমবেশ এর কারণে ফোন গরম হতে পারে।
মোবাইল চার্জ দিলে গরম হওয়া রোধের উপায়
- মোবাইল ফোন চার্জ দিলে গরম হওয়ার রোধ উপায় করার জন্য চার্জ দেওয়ার সময় অবশ্যই নির্ধারিত ব্যান্ডের চার্জারটি ব্যবহার করুন। অর্থাৎ মোবাইলে সাথে থাকা যে চার্জিং আ্যডাপ্টার আছে সেটা ব্যবহার করুন।
- গরম পরিবেশে সাজনা করে ফোনটি শীতল এবং ঠান্ডা পরিবেশে চাষ করুন। কারণ এর ফলে ফোন ধরতে গরম হয়।
- অনেকে রয়েছে যারা মোবাইল ফোন চার্জ করা অবস্থায় ব্যবহার করে। কিন্তু এটা মোটেও ঠিক না। এজন্য মোবাইল ফোন চাষ করা অবস্থায় ব্যবহার করা যাবে না। শুধু জরুরী বাত্রা এবং ইমারজেন্সি কর গুলো রিসিভ করুন।
- আপনি যখন মোবাইল ফোন চার্জে দিবেন তখন মোবাইলে ব্যাক পার্ট অথবা কভার টেস্টে খুলে চার্জ দিন।
- মোবাইল চার্জ করা অবস্থায় খেয়াল রাখবেন যেন ব্যাকগ্রাউন্ড ভাবে কোন অ্যাপ চালু না থাকে।
- মোবাইল চার্জ করার সময় অবশ্যই ডাটা বন্ধ করে রাখুন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন মোবাইল ফোন চার্জ দিলে গরম হওয়ার রোধের উপায় গুলো সম্পর্কে।
মোবাইল গরম হলে করণীয় কি
- সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে ফোন যদি গরম হয়ে যায় তাহলে তো আর ব্যবহার না করা। কারণ এই অবস্থাতে যদি ব্যবহার করা চালিয়ে যাওয়া হয় তাহলে তা ফোনের প্রশাসকের ক্ষতি করতে পারে।
- মোবাইল ফোন যদি গরম হয়ে যায় তাহলে ব্যাকগ্রাউন্ড যে অ্যাপ গুলো চালু রয়েছে সেগুলো সঙ্গে সঙ্গে ক্লোজ করে দিন। এটি করার ফলে দ্রুত সময়ের মধ্যে ফোন ঠান্ডা হতে শুরু করবে।
- মোবাইল যদি অতিরিক্তই বেশি গরম হয়ে পড়ে তাহলে আপনি কিছু মিনিটের জন্য স্ট্যান্ড বাই মুড অন করে রেখে দেন। এর ফলে মোবাইল ঠান্ডা থাকবে।
- মোবাইল গরম হয়ে গেলে অপ্রয়োজনীয় যেসব অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো আনইন্সটল করে দিন।
- বিভিন্ন সময় অনেক ভারী application ব্যবহার করা হলে তা ফোন গরম করে তুলতে পারে। এজন্য প্রয়োজন ব্যতীত বাড়ি অ্যাপ্লিকেশন গুরু ইন্সটল করা যাবে না।
- অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড কভার ব্যবহার করা থেকে বিরত থাকুন। বিভিন্ন সময় ওদের তো কেস গুলো ব্যবহার করা হলে তা ফোন থেকে গরম হাওয়া গুলোকে বের করতে না পারার কারণে ফোন গরম হয়। এই সমস্যা হলে শুধুমাত্র ফোনের ব্যাক কভার টি ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত কভার ব্যবহার করা যাবে না।
- ফোনে পর্যাপ্ত পরিমাণে চার্জ রাখুন। চেষ্টা করবেন এক্ষেত্রে ৩৫ থেকে ৪০ % এর উপরে চার্জ রাখার।
- অনেকে আছেন যারা মোবাইল ফোন ব্যবহার করে চার্জে থাকা অবস্থাতেও। যা মোবাইল ফোন গরম হওয়ার একটি কারণ। তাই এই সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবেনা।
- চার্জিং অবস্থায় ফোন বেড কিংবা সোফাতে না রাখাই ভালো।
- আপনার ফোনের মেমরি অথবা র্যাম এবং ক্যাশ মেমোরি পরিষ্কার রকম। অপরজনের যে মেসেজ আছে সেগুলো ডিলিট করুন।
- ফোনে কোন অ্যানিমেশন অবস্থায় থাকলে তা বন্ধ করুন।
মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার
ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন
মোবাইল ফ্রিজে রাখলে কি হয়
মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় কেন
নিচে মোবাইল হঠাৎ বন্ধ হওয়ার কারণগুলো আলোচনা করা হলো।
- অপর্যাপ্ত মেমোরির কারণেঃ বিভিন্ন ক্ষেত্রে মেমোরি যদি অপর্যাপ্ত থাকে তাহলে এক্ষেত্রে হঠাৎ করে মোবাইল ফোন বন্ধ হতে পারে। মেমরি যখন পরিপূর্ণ হয়ে যায় তখন এক্ষেত্রে অতিরিক্ত ডাটা কে প্রক্রিয়া করতে ব্যর্থ হওয়ার জন্য মোবাইল বন্ধ হয়। এজন্য মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে প্রতিনিয়ত মোবাইল ফোন চেক করা এবং অপ্রয়োজনে ফাইলগুলো ডিলিট করে দেওয়া উচিত।
- মোবাইল অধিক গরম হয়েঃ আপনি যদি মোবাইল ফোনে দীর্ঘ সময়ের ধরে হাই লেভেলের গেম খেলেন,ভারে এপ্লিকেশনগুলো চালাতে থাকেন এর ফলে খুব সহজে ডিভাইসে তাপমাত্রা গুলো বেড়ে যায় এবং মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
- মোবাইল অ্যাপ এর কারনেঃ আপনি এমন কিছু অ্যাপ ইন্সটল করলেন যেটা আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সনে চলে না। এক্ষেত্রে ফোন হ্যাং হবে এবং বন্ধ করে দিতে পারে কাজ কর।
- ব্যাটারি দুর্বল কিংবা পুরনো হলেঃ হঠাৎ করে মোবাইল ডিভাইস বন্ধ হওয়ার জন্য অন্যতম একটি সবথেকে বড় কারণ হচ্ছে মোবাইলের ব্যাটারি পুরনো কিংবা দুর্বল হয়ে যাওয়া। এটা প্রভাব ফেলতে পারে ফোন হঠাৎ করে অফ বা অন হওয়ার ক্ষেত্রে। ব্যাটারে যদি অফ পর্যাপ্ত হয় তাহলে এক্ষেত্রে খুব দ্রুত চার্জ শেষ হয় এবং কোন অফ হতে পারে।
- কোন কারনে যদি পারার বাটন আটকে থাকেঃ অনেক সময়ই পাওয়ার বাটন আটকে থাকে। যে কারণে হঠাৎ করে মোবাইল বন্ধ হতে পারে। মোবাইলের যদি পায়ের বাটনটি আটকে থাকে তাহলে এক্ষেত্রে মোবাইলটি ভাই চালু হয় না। এজন্য মোবাইল ফোন অফ হলে আপনি পরীক্ষা করে নিবেন যে পাওয়ার বাটনটি আটকে রয়েছে কিনা।
- ভাইরাস আক্রমণ করলেঃ মোবাইল ডিভাইসে যদি ভাইরাস আক্রমণ করে তাহলে হঠাৎ করেই মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। এ ভাইরাসগুলো ক্ষতি করে মোবাইলের অপারেটিং সিস্টেমকে। এজন্য আপনি আপনার ফোনে এন্টিভাইরাস অ্যাপ ইন্সটল করে রাখবেন।
- ফামওয়ারের প্রবলেমের জন্যঃ মোবাইল সফটওয়্যার অথবা ফামওয়ার জনিত সমস্যার কারণেও হতে পারে মোবাইল ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। ফামওয়ার হচ্ছে সেই সফটওয়্যার যা ফোনে আগে থেকে ইন্সটল থাকে এবং এটা পরিচালনা করা হার্ডওয়ার এবং সফটওয়্যার এর উপাদানগুলিকে।
- একটানা ইন্টারনেট ব্রাউজ ও গেম খেললেঃ মোবাইল বন্ধ হওয়ার ক্ষেত্রে অন্যতম একটি কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণের গেম খেলার কারণের ডিভাইসের উপর প্রভাব পড়ার জন্য। ফোন ব্যাকগ্রাউন্ডে কমাগতভাবে অ্যাপস চালানোর জন্যও এটা হয়ে থাকে।
- মাদারবোর্ডের সমস্যা থাকলেঃ মাদারবোর্ডে যদি সমস্যা হয় তাহলে এক্ষেত্রে হঠাৎ করেই মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। কারণ মাদারবোর্টি হচ্ছে মেরুদন্ড পড়ে ডিভাইসের। এজন্য মাজার বডি যদি কাজ করতে ব্যর্থ হয় তাহলে এই ক্ষেত্রে পুরো সিস্টেমই ত্রুটিপূর্ণ হওয়ার কারণে হতে পারে হঠাৎ করে মোবাইল ফোন বন্ধ।
- ত্রুটিযুক্ত মাইক্রো এসিড কার্ড ব্যবহার করলেঃ হঠাৎ করেই মোবাইল ফোন বন্ধ হওয়ার যতগুলো কারণ আছে তার ভেতরে একটি হচ্ছে ত্রুটিপূর্ণ মাইক্রো এসিড কার্ড। এই মাইক্রো এইচডি কার্ডগুলো ব্যবহার হয় মাল্টিমিডিয়া সামগ্রী বিভিন্ন তথ্য সঞ্চয় বা পরিচালনা করতে। এই কার্ডটি যদি ভাইরাস আক্রান্ত হয় তাহলে খুব সহজেই অপ্রত্যাশিত ভাবে মোবাইল কাজ করা বন্ধ করে।
অতিরিক্ত গরম হওয়া মোবাইলের সমস্যা
- মোবাইলের মেমরি নষ্ট হওয়াঃ মোবাইল ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে মোবাইল ফোনের মেমোরি কে নষ্ট করে দিতে পারে।
- ব্যাটারির ক্ষতিঃ মোবাইল অতিরিক্ত গরম হওয়ার ফলে ব্যাটারির গরম হয়ে তা নষ্ট হতে পারে এবং কার্যক্ষমতা ও হ্রাস করতে পারে।
- মোবাইল বন্ধ হয়ে যাওয়াঃ অতিরিক্ত গরম হলে মোবাইলে যে সকল সমস্যা হয় তার ভেতরে একটি অন্যতম হচ্ছে মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়া।
- অন্যান্য হার্ডওয়ার্ডের ক্ষতিঃ মোবাইল অতিরিক্ত গরম হলে তা চিপসেট,প্রসেসর এবং অন্যান্য সকল হার্ডওয়ারের ক্ষতি করতে পারে।
- মোবাইল হ্যাং হওয়াঃ মোবাইল হ্যাং হয়ে যেতে পারে অতিরিক্ত গরম হওয়ার কারণে। আশা করছি আপনি বিস্তারিতভাবে জানতে পেরেছেন।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url