ছাদে স্ট্রবেরি চাষ পদ্ধতি - স্ট্রবেরি বীজ বপন পদ্ধতি
কলা গাছের রোগ ও তার প্রতিকারছাদে স্ট্রবেরি চাষ পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আপনি যদি ভেবে থাকেন বাড়ির ছাদে স্ট্রবেরি চাষ করবেন তাহলে বিস্তারিত জানুন আজকের এই আলোচনায়। টবে
স্ট্রবেরি চাষ পদ্ধতি ও ছাদে স্ট্রবেরি চাষ পদ্ধতি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে আসি আর্টিকেলটি পড়ে।
আপনি যদি ভেবে থাকেন স্ট্রবেরি গাছ লাগাবেন এবং এখান থেকে ভালো ফল পেতে চান তাহলে
স্ট্রবেরি চাষ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত গাইডলাইট সম্পর্কে
জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে বিস্তারিত জেনে নিন।.
ভূমিকা
স্ট্রবেরি আমরা সকলেই খেয়ে থাকি এবং স্ট্রবেরি কিন্তু অনেক সুস্বাদু এবং
আর্থিকভাবেও রয়েছে অনেক চাহিদা। তাই আপনারা কিভাবে সঠিক নিয়মে স্ট্রবেরি চাষ
করবেন এবং স্ট্রবেরি বপন সহ স্ট্রবেরি চাষের সকল নিয়ম কানুন ও সঠিক সার ও
ব্যবস্থাপনা সহ স্ট্রবেরি চারা কোথায় পাবেন এবং বীজ বপন পদ্ধতিসহ সকল কিছু থাকছে
আমাদের আজকের এই আলোচনায়।
ছাদে স্ট্রবেরি চাষ পদ্ধতি
- ছাদে যদি স্ট্রবেরি চাষ করতে চান তাহলে সর্বপ্রথম ছাদের সেই অংশগুলোকে বেছে নিতে হবে যেগুলোতে পর্যাপ্তে পরিমাণে আলো বাতাস পাই। বায়ু চলাচল আছে কিনা সেটি খেয়াল রাখতে হবে।
- কিছু স্ট্রবেরি গাছ কিনতে হবে এটা আপনি চাইলে অনলাইন থেকেও কিনতে পারবেন এছাড়াও নার্সারি থেকেও নিতে পারবেন। ছাদে স্ট্রবেরি চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনি এমন জায়গায় বেছে নিবেন যেখানে কিন্তু সূর্যের অনেক আলো রয়েছে।
- ছাদে রোপন করার পূর্বে আপনাকে মাটি গুলো ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে।
- সঙ্গে কিছু জৈব পদার্থ এবং কম্পোস্ট সার যোগ করলে কিন্তু স্ট্রবেরি গুলোর বৃদ্ধি হল হবে।
- মাঠে যখন সঠিকভাবে প্রস্তুত করা হয়ে যাবে তখন আপনি স্ট্রবেরি গাছগুলো লাগাতে পারবেন। তবে হ্যাঁ গাছগুলোর দূরত্ব অবশ্যই সঠিক পরিমাণে রাখতে হবে যেন তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে।
- গাছ লাগানো হয়ে গেলে নিয়মিত ভাবে গাছে জল দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পর্যাপ্ত পরিমাণ জলের অভাবে গাছ মারা না যায়। এ বিষয়টিও লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত পানি না যাবে গাছের করাতে পচন রোগ সৃষ্টি হয় এবং গাছ মারা যায়।
- জৈব সার ব্যবহার করার পাশাপাশি আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন।
- এভাবে গাছ বড় হয়ে উঠলে ধীরে ধীরে আপনি সঠিকভাবে নিড়ানি দিবেন এবং পর্যাপ্ত পানি দিতে হবে। এসব পর্যায়ক্রমে সার প্রয়োগ করতে হবে।
স্ট্রবেরি চাষ পদ্ধতি
স্ট্রবেরি কিন্তু একাধিক ভাবে চাষ করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রবেরি
চাষ হয়ে থাকে আবাদি জমিগুলোতে। এছাড়া অনেকেই কিন্তু শখের বসে ছাদে স্ট্রবেরি
চাষ পদ্ধতি বেছে নেই। যেভাবেই আর যে পরিস্থিতিতে চাষ করা হোক না কেন স্ট্রবেরি
চাষ করার ক্ষেত্রে অবশ্যই সঠিক পন্থা অবলম্বন করতে হবে। সঠিক নিয়মে যদি
স্ট্রবেরি চাষ না করে থাকেন।
আরো পড়ুনঃ মাশরুম বীজ তৈরির পদ্ধতি
তাহলে এক্ষেত্রে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব না। বর্তমান সময় দেখা যাচ্ছে যে
গবেষকদের একাধিক প্রচেষ্টা করার মাধ্যমে দেশের অধিকাংশ অঞ্চল গুলোতে এখন
স্ট্রবেরি চাষে সফল হওয়া যাচ্ছে। বিশেষ করে দেশের যে অঞ্চলগুলোতে শীত বেশি এবং
বেশিদিন পর্যন্ত থাকে সেই এলাকাগুলোতে কিন্তু স্ট্রবেরি চাষ বেশি হয়ে থাকে।
চলুন এবার বিস্তারিতভাবে জেনে আসা যাক স্ট্রবেরি চাষের খুঁটিনাটি
পদ্ধতি।
উপযুক্ত মাটি
স্ট্রবেরি চাষ করার ক্ষেত্রে উপযুক্তে মাটির নির্বাচন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।
কারন সকল মাটিতে কিন্তু স্ট্রবেরি চাষ করা যাবে না। এজন্য বেলে দোআঁশ মাটি জৈব
সার প্রয়োগ করার মাধ্যমে কিন্তু স্ট্রবেরি চাষ করা যায়। খেয়াল রাখবেন যে সকল
জমিগুলোতে পানি জমে থাকে এসকল জমি যেন স্ট্রবেরি চাষ করার জন্য বেঁছে না নেওয়া
হয়।
চারা তৈরি
সঠিকভাবে চারা যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব। এজন্য
উপযুক্ত মাঠে নির্বাচন করা হয়ে গেলে যারা তৈরি করতে হবে। আপনি চাইলে কোন
নার্সারি থেকেও কিন্তু চার সংগ্রহ করতে পারবেন। এছাড়াও নিজে থেকে আপনি যে সকল
স্ট্রবেরি গাছের ঘোড়াগুলো একটু বেশি লম্বা এ ধরনের গাছ গুলোর লতা গুলো মাঠের উপর
দিয়ে কেটে নিবেন।
কারণ মাঠের স্পর্শে আসলে লতার এই গেটগুলো থেকে শেখর গজবে এবং শেখরযুক্ত এই গেট
গুলো থেকে কিন্তু যারা বের হবে। এভাবে কিন্তু একটা গাছ থেকে ১৮ থেকে ২০ টি চারা
পাওয়া সম্ভব।
জমি তৈরি
জমির তৈরির ওপর অনেকটাই নির্ভর করে স্ট্রবেরি ফল চাষ। কারণ জমি যদি সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া সম্ভব না। স্ট্রবেরি চাষ করার জন্য জমি ভালো করে চাষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং এগুলো যেন ৩০ সেন্টিমিটার গভীর হয়। স্ট্রবেরি গাছের শিকড় মাটির উপরের দিকে থাকার কারণে মাটির ঝরঝরা করে দিতে হবে এবং নির্ধারিত মাত্রই ভালো করে মাটিতে সার মেশাতে হবে।
চারা রোপন
স্ট্রবেরি চারা রোপন করার সময় হচ্ছে মধ্য অক্টোবর থেকে শুরু করে মধ্য ডিসেম্বর
পর্যন্ত। তবে হ্যাঁ নভেম্বর মাসেও কিন্তু স্টপ এটি চারা রোপন করা যায় এবং এটা
হতে পারে সব থেকে ভালো সময়। জমি সঠিকভাবে তৈরি করা হয়ে গেলে লাইন এবং দূরত্ব
ঠিক ভাবে দিয়ে সঠিকভাবে চারা রোপন করতে হবে।
যারা রোপন করার সময় বিষয়টি খেয়াল রাখবেন যেন একটি লাইন থেকে আরেকটি লাইন এর
দূরত্ব হয় পঞ্চাশ সেন্টিমিটার এবং প্রতি সারিতে দূরত্ব যেন থাকে ৩০ সেন্টিমিটার
দূরে দূরে।
সার প্রয়োগ ও সেচ
ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই আপনার সঠিকভাবে সার এবং শেষ দিতে হবে। অতিরিক্ত যদি
পানি জমে যায় তাহলে কিন্তু আবার গাছ মরে যাবে এর জন্য খেয়াল রাখতে হবে যেন
পানির পরিমাণ কম না হয় এবং খুব বেশিও না হয়। এজন্য আপনি ফল ধরা শুরু করলে দুই
থেকে তিন দিন পর পরই শেষ দিতে পারবেন। তবে হ্যাঁ বৃষ্টি যখন হবে তখন খেয়াল রাখতে
হবে যেন।
বৃষ্টির পানি অতিরিক্ত ভাবে খেতে জমানো হয়। ছার প্রয়োগ করার জন্য আপনি একর
প্রতি ৫০ থেকে ৬০ কেজি ইউরিয়া, ৮০ কেজিএমপি এবং টিএসপি স্যার দিতে পারেন। তবে
হ্যাঁ এই সারগুলো কিন্তু প্রথম ভাগ গুলো দিতে হবে ফুল আসার একমাস আগে এবং
দ্বিতীয় ভাগ গুলো দিতে হবে ফুল ফোটার সময়ে।
গাছের পরিচর্যা এবং অন্যান্য যত্ন
গাছ লাগানো হয়ে গেলে সঠিকভাবে কিন্তু গাছের পরিচর্যা করতে হবে। গাছ লাগানোর পরে
গাছের গোড়া তে এক ধরনের লতা বের হয়ে থাকে যে কারণে অবশ্য এই দিকগুলো খেয়াল
রাখতে হবে এবং গাছের গোড়াতে যেন অতিরিক্ত আকারে মাটি না গিয়ে গাছের গোড়া ঢেকে
না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে।
গাছ থেকে বেশি ফল পেতে চাইলে গাছে হরমোন করতে হবে এবং পাতায় স্প্রে করতে
হবে।ছাদে স্ট্রবেরি চাষ পদ্ধতি সম্পর্কে যদি না জেনে থাকে তাহলে নিচের দিকে পড়ে
বিস্তারিত জেনে নিন।
স্ট্রবেরি ফল কখন পাওয়া যায়
আপনারা যারা নতুনভাবে স্ট্রবেরি চাষ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রবেরি ফল
কখন পাওয়া যায় বিষয়টি জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ স্ট্রবেরি ফল পাওয়ার সময়
যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্রবেরি চাষ করা সঠিক
হয়েছে নাকি নিয়ম ভুল রয়েছে। স্ট্রবেরি ফল কখন পাওয়া যায়।
সাধারণত সঠিকভাবে যদি পরিচর্য করা হয় তাহলে স্ট্রবেরি গাছ লাগানোর ৬০ থেকে ৮০
দিনের ভেতরে কিন্তু ফল দিয়ে থাকে। এজন্য আপনি যদি টবে স্ট্রবেরি চাষ পদ্ধতি
কিংবা কিংবা জমিতে স্ট্রবেরি চাষ করে থাকেন তাহলে সঠিক পরিচর্যা করলে এ সময়ের
ভেতরে কিন্তু স্ট্রবেরি ফল পেয়ে যাবেন। আর কোন সময় যদি দেখেন স্ট্রবেরি গাছ
লাগানোর পরেও।
এই সময় গুলোর ভেতরে ফল আসছে না কিংবা ফুল ফুটছে না তাহলে আপনাকে বুঝতে হবে যে
আপনার পরিচর্যা ভুল রয়েছে। তাই এই সমস্যাগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি নিকটস্থ
কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে অনেক তথ্য দিয়ে দিবে।
স্ট্রবেরি বীজ বপন পদ্ধতি
পূর্বে আমরা বিস্তারিতভাবে জেনে গেছি যে ছাদে স্ট্রবেরি চাষ পদ্ধতি কিভাবে।
সঠিকভাবে যদি স্ট্রবেরি বীজ বপন করা হয় তাহলে এখান থেকে কিন্তু ভালো স্ট্রবেরি
চাষ করা সম্ভব। এজন্য আপনারা যারা জানেন না যে স্ট্রবেরি ব্রিজ কিভাবে বপন করতে
হয় তাদের জন্য থাকতে আর্টিকেলের এই অংশটি।
- স্ট্রবেরি বীজ বপন করতে উপকরণঃ বীজ থেকে যদি স্ট্রবেরি শুরু করতে চান তাহলে এই ক্ষেত্রে কিছু উপকরণ প্রয়োজন হবে এজন্য একটা ভালো ড্রেনিং পাত্র লাগবে। বীজের চেয়ে কিংবা ছোট একটি প্লাস্টিক পাত্র। জল দেওয়ার জন্য কেন অথবা স্প্রে বোতল। এবং এর সঙ্গে দরকার করা হবে কিছু সার।
- স্ট্রবেরি বীজ নির্বাচনঃ ভালো মানের স্ট্রবেরি বীজ নির্বাচন করতে হবে যাতে করে এখান থেকে সর্বোচ্চ ফলন পাওয়া যায় এবং। আপনি ভালো মানের জাত থেকে স্ট্রবেরি বীজ নির্বাচন করবেন।
- সময়ঃ আপনার এলাকায় হওয়ার শেষ প্রত্যাশিত তুষারপাত থেকে ৬ থেকে ৮ সপ্তাহ আগে বীজগুলো আপনার বাড়ির ভেতরে শুরু করবেন।
- বীজ মিশ্রণ প্রস্তুত করাঃ বীজগুলো ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। এজন্য আপনি ভালভাবে নিষ্কাশন করা এমন বীজ দিয়ে শুরু করবেন।
- বীজ বপনঃ স্ট্রবেরি চাষের ক্ষেত্রে স্ট্রবেরি বীজ ভবন বিষয়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সঠিকভাবে বীজ বপন না করা হলে কিন্তু ভালো ফলন সম্ভব নয় এজন্য মাঠের পৃষ্ঠে আপনি স্ট্রবেরি বীজগুলোকে বপন করবেন। এবং বীজ বপন করা হয়ে গেলে মাটিগুলোকে আলতো ভাবে চাপ দেন। তবে হ্যাঁ যেহেতু অঙ্কুরোদগম করার জন্য আলোর প্রয়োজন তাই এগুলোকে পুরোপুরি ঢাকবেন না।
- জল দেওয়াঃ বীজ বপন করা হয়ে গেলে মাটি গুলোকে ভালোভাবে আদর করতে হবে এবং বিজে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এক্ষেত্রে আপনি জল দেওয়ার জন্য জল দেওয়ার স্পে বোতল কিংবা কেন ব্যবহার করতে পারেন।
- ট্রে ঢেকে রাখাঃ সেগুলো প্লাস্টিকের মোরগ দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে এবং এর ভেতরে আর্দ্র পরিবেশ রাখতে হবে। কারণ অঙ্কুরোদগম করার জন্য কিন্তু আদ্রতা থাকা বেশ গুরুত্বপূর্ণ।
- অঙ্কুরোদগণঃ বীজের এই ট্রে টি উষ্ণ স্থলে রাখুন যেখানে তাপমাত্রা বজায় থাকতে পারবে। এক্ষেত্রে আপনি মাদুর ব্যবহার করতে পারেন। সাধারণত অঙ্কুরোদগম দুই থেকে চার সপ্তাহের ভেতরে হয়ে যায়।
- আলোঃ বীজগুলো যদি সঠিকভাবে অঙ্কুরিত হয়ে যায় তখন এখানে প্লাস্টিকের আবরণটিকে সরিয়ে ফেলবেন এবং কে কে এমন জায়গায় রাখছেন যেখানে রোদ উজ্জ্বল আবহাওয়া থাকবে। অন্ততপক্ষে প্রতিদিন ১২ ঘন্টা আলো সরবরাহ করতে হবে।
- পাতলা করাঃ স্ট্রবেরি বীজগুলো যখন অঙ্ক রোধ কম হয়ে যাবে তখন এর চারাগুলার ভেতরে অনেক পাতা থাকে এজন্য ভালো এবং শক্তিশালী পাতাগুলো রেখে সেগুলোকে পৃথক স্থাপন করতে হবে।
স্ট্রবেরি চাষের সময়
স্ট্রবেরি চাষ করার জন্য সময় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ স্ট্রবেরি চাষের ক্ষেত্রে সঠিক সময়ে চাষ করাটা বেশ জরুরী স্ট্রবেরি যে জাতগুলো রয়েছে এগুলো তিন ধরনের রয়েছে যেমন- জুন বিয়ারিং, ডে নিউট্রাল, এভার বেয়ারিং। চলুন এগুলো চাষের সঠিক সময় জেনে আসি।
- জুন বিয়ারিং স্ট্রবেরিঃ স্ট্রবেরি চার্জগুলো সাধারণত হয় থেকে বসন্তের শেষ দিক থেকে শুরু করে কৃষ্ণ করে শুরুতে। বসন্তকালের শুরু অর্থাৎ মার্চ থেকে এপ্রিল কিংবা গেস্ট মাস শেষ অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের সময় এ চারাগুলো রোপন করা যায়। চারাগুলো শীতের আগে যদি লাগানো হয়ে যায় তাহলে দেখা যায় পরবর্তী সময়ে বসন্তে এখান থেকে ফল পাওয়া সম্ভব।
- চিরন্তন স্ট্রবেরিঃ এবার বিয়ারিং অর্থাৎ চিরন্তন স্ট্রবেরি গুলো কিন্তু সাধারণত ক্রমবর্ধমান মৌসুম গুলোতে দুই থেকে তিন ভাবে ফসল উৎপাদন করা যায়। বসন্তের শুরু অর্থাৎ মার্চ থেকে এপ্রিল এর সময়গুলোতে চারাগাছ লাগানো যায়। বসন্তের শেষের দিকে সাধারণত এখান থেকে ফল পাওয়া যায় এবং এগুলো এবং শরৎকাল পর্যন্ত কিন্তু ফল ধরে রাখতে পারে।
- দিন নিরপেক্ষ স্ট্রবেরিঃ এ ধরনের স্ট্রবেরি গুলো কিন্তু দিনের দৈর্ঘ্য নির্বিশেষে প্রায়ই সমস্ত ঋতুরে কিন্তু ধারাবাহিকভাবে ফল দিতে পারে। তাই বসন্তের শেষভাগ থেকে শুরু করে শরৎকাল পর্যন্ত একটানা এ ধরনের জাতগুলো থেকে স্ট্রবেরি পাওয়া সম্ভব অর্থাৎ মাস থেকে এপ্রিলে এগুলো লাগাতে হবে।
- রোপন করার সময়ঃ রোপন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাটি গুলো একদম সঠিক এবং কার্যকর হয় না হলে কিন্তু উষ্ণ জলবায়ুতে লাগানো হলে এগুলো আরো বেশি নমনীয় হতে পারে।
টবে স্ট্রবেরি চাষ পদ্ধতি
স্ট্রবেরি ছাড়া টবে এবং জমিতে সহ ছাদে স্ট্রবেরি চাষ পদ্ধতি ব্যবহার করে ছাদেও
কিন্তু স্ট্রবেরি চাষ করা যায়। এজন্য আপনারা যারা জানতে চেয়েছিলেন যে তবে
কিভাবে স্ট্রবেরি চাষ করব চলুন এ বিষয়ে সম্পর্কে এবার বিস্তারিত জেনে নিন কিভাবে
আপনি টবে স্ট্রবেরি চাষ করবেন। তবে স্ট্রবেরি চাষ করার জন্য আপনার কিছু উপকরণগুলো
প্রয়োজন হবে যেমন -
- একটা সতেজ স্ট্রবেরি উদ্ভিদ
- মাঝারে আকারের একটা সিরামিক অথবা প্লাস্টিক পাত্র
- পাত্রে রাখার মাটি
- এবং টব রাখার জন্য একটা রৌদ্রোজ্জ্বল জায়গা
চাষ পদ্ধতি
সর্বপ্রথম একটা ভালো পাত্র বেছে নিতে হবে যেখানে আপনি স্ট্রবেরি চাষ করবেন এজন্য
পাত্রের আকার জন্য ১০ ইঞ্চি গভীর হয়। এক্ষেত্রে যদি প্লাস্টিকের পাত্র ব্যবহার
করার কথা ভেবে থাকেন তাহলে নিচের দিকে একটু ড্রেনেজ গর্ত রয়েছে কিনা তা খেয়াল
রাখবেন। আর ওপরের দিকে কয়েক ইঞ্চি ফাঁকা রেখে মাটি দিয়ে ঢেকে রাখুন।
- তারপর স্ট্রবেরি গাছ থেকে প্যাকেজিং থেকে খুলতে হবে। খেয়াল রাখতে হবে যেন খোলার সময় শিকড় গুলো ভেঙ্গে না যায় কিংবা খুব বেশি ছেড়ে না যায় এজন্য আলতো করে খুলতে হবে। পাত্রের মাঝখানে রাখবেন এবং মাটি দিয়ে ভালোভাবে পূরণ করবেন।
- সঠিকভাবে গাছ লাগানো হলে এখানে অবশ্যই আপনাকে পরিমাণ মতো জল দিতে হবে। পরে যদি জল না দেন তাহলে এক্ষেত্রে কিন্তু রসের অভাবে গাছ মারা যেতে পারে তাই বিষয়টি মাথায় রাখুন।
- পাত্রটিকে এবার রৌদ্রলউজ্জ্বল জায়গাতে রাখতে হবে। যেখানে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং আদ্রতা ঠিক থাকবে। বিশেষ করে শুকনো সহায়ক গুলোতে এখানে ভালোভাবে পানি দিতে হবে এবং প্রতি কয়েক সপ্তাহে আপনাকে এখানে পরে সার দিতে হবে।
- শুরুতে কিংবা বসন্তের শেষ দিকে আপনি স্ট্রবেরি গাছগুলো থেকে ফুল পেয়ে যাবেন এবং ফুল থেকে এগুলো অ্যাকচুয়েড ফলে পরিণত হবে। ভালো ফল যদি পেতে চান তাহলে অবশ্যই এখানে ভালো করে নিড়ানি দিতে হবে এবং অপ্রয়োজনীয় পাতা এবং লতা গুলো কেটে ফেলতে হবে।
- সর্বশেষে স্ট্রবেরি গাছ থেকে ফল সংগ্রহ করতে হবে। যে সকল ফলগুলো লাল এবং পাকা হয়ে আছে এগুলোকে আপনি তুলে নেবেন এবং উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের রেসিপি কিংবা খাবার হিসেবে।
স্ট্রবেরি চারা কোথায় পাওয়া যায়
স্ট্রবেরি চাষ করার জন্য কিন্তু ভালো মানের স্ট্রবেরি চারা দরকার হবে। আর
এই স্ট্রবেরি চারা গুলো যদি সঠিক সময়ে লাগাতে চান তাহলে অবশ্যই আপনাকে
স্ট্রবেরি চারা গুলো সংগ্রহ করতে হবে। অনেক সময় সঠিক সময় স্ট্রবেরি চারা চারা
পাওয়া যায় না। ছাদে স্ট্রবেরি চাষ পদ্ধতি তো জানলেন এবার চলুন জানা যাক
স্ট্রবেরি চারা কোথায় পাবেন।
- স্থানীয় নার্সারি এবং বাগানঃ আপনার এলাকায় থাকার নিকটস্থ স্থানীয় নার্সারী কিংবা বাগান থেকে কিন্তু আপনি স্ট্রবেরি চারা পেতে পারেন। তারা প্রায়ই এ ধরনের স্ট্রবেরি চারা গুলো রোপন মৌসুমে বিক্রি করে থাকে।
- কৃষকদের বাজারঃ স্থানীয় কৃষকরা বাজারে স্ট্রবেরি চারা বিক্রি করে থাকে আপনি সেখান থেকে কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলে সরাসরি তাদের মাধ্যমে স্ট্রবেরি যারা পেয়ে যাবেন।
- অনলাইন প্লাটফর্মঃ অসংখ্য অনলাইন প্লাটফর্ম বিক্রয় গুলো খুঁড়তে ভাবে কিন্তু সরাসরি আপনার বাসায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকে এ ধরনের স্ট্রবেরি চারা গুলা। আপনি স্ট্রবেরি চারা গুলো সংগ্রহ করতে পারেন।
- কমিউনিটি গার্ডেনঃ বিভিন্ন ইভেন্টে কমিউনিটি গার্ডেন গুলো তাদের উদ্ভিদগুলো স্থানীয় সদস্যদের সঙ্গে কিন্তু বিনিময় করে থাকে এজন্য সেখান থেকে আপনি স্ট্রবেরি চারা পেতে পারেন।
- সমবায় সম্প্রসারণঃ আপনার এলাকায় থাকার নিকটস্থ কৃষি সমবয় সম্প্রসারণ পরিষেবা গুলো থেকে খুব সহজেই কিন্তু তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি স্ট্রবেরি যারা পেয়ে যাবেন।
লেখক এর মতামত
প্রিয় পাঠক বন্ধুরা আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে নিশ্চয়ই আপনারা
বিস্তারিতভাবে জেনে গেছেন যে কিভাবে স্ট্রবেরি চাষ করবেন। উল্লেখিত নিয়ম গুলো
ফলো করে আপনারা স্ট্রবেরি চাষ করতে পারবেন সঠিক নিয়মে। তবে আমাদের মতামত থাকবে
স্ট্রবেরি চাষ করার ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে বীজগুলো ভালোভাবে সংগ্রহ করবেন।
বন্ধুরা, যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আর্টিকেলটি বেশি বেশি শেয়ার করে দিন। আর হ্যাঁ এ ধরনের তথ্য সেবা গুলো নিয়মিত
যদি পেতে চান তাহলে অবশ্যই ভিজিট করুন আমাদের
এই www.multiplebd.com ওয়েবসাইটে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url