কোডোমো বেবি প্রোডাক্ট কেমন এবং উপকারিতা জানুন

নবজাতকের গায়ের রং পরিবর্তন হয় কেনকোডোমো বেবি প্রোডাক্ট কেমন এবং উপকারিতা কি বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আর্টিকেলটি আপনার জন্যই। কারণ আজকের পুরো আর্টিকেলে আমরা আলোচনা করেছি কোডোমো বেবি প্রোডাক্ট নিয়ে বিস্তারিত। বেবি ক্রিম কোনটা ভালো এবং কোডোমো বেবি প্রোডাক্ট কেমন  তথ্যগুলো জানবেন আজকের পুরো আর্টিকেলে। 

multiplebd-কোডোমো-বেবি-প্রোডাক্ট-কেমন-এবং-উপকারিতা

বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যাচ্ছে কিন্তু এগুলোর ভেতর থেকে সব ক্রিম কিন্তু ভালো না এজন্য শিশুর ত্বকের যত্নে অবশ্যই আপনাকে সঠিক ক্রিম ব্যবহার করতে হবে যা জানবেন আমাদের আজকের আর্টিকেলে। চলুন তাহলে আমরা বিস্তারিতভাবে জেনে নিই কোডোমো বেবি প্রোডাক্ট সম্পর্কে।.

ভূমিকা

জনসন্স এবং হিমালয়া বেবি ক্রিমের নাম শুনে থাকলেও আমরা অনেকেই জানিনা কোডোমো বেবি প্রোডাক্ট সম্পর্কে। এজন্য আজকে আর্টিকেল পরের মাধ্যমে আপনি বিস্তারিতভাবে জেনে যাবেন কোডোমোর বেবি প্রোডাক্ট গুলো সম্পর্কে। আরো জেনে যাবেন কোন উপকারীর দিকসহ আরো অনেক বিষয় নিয়ে বিস্তারিত। তে অবশ্যই আপনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো জানতে আর্টিকেলটা শেষ পর্যন্ত পড়ুন। 

কোডোমো বেবি প্রোডাক্ট কেমন

কোডোমো বেবি লোশন এর উপকারিতা থেকেই নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা ধারণা পেয়েছেন  কোডোমো বেবি প্রোডাক্ট কেমন হবে। শুধু বেবি লোশন নয় বরং বেবি ক্রিম এবং বেবি অয়েল সহ কোডোমোর  প্রতিটা বেবি প্রোডাক্টেরই রয়েছে অনেক উপকারী দিক। চলুন এ বিষয়ে সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে আসা যাক।

আরো পড়ুনঃ জনসন বেবি সাবান এর ৮টি সেরা উপকারিতা

multiplebd-কোডোমো-বেবি-প্রোডাক্ট-কেমন-এবং-উপকারিতা

  • কোডোমো বেবি প্রোডাক্ট কিন্তু গুনে এবং মানে প্রতিটা সেক্টরে রয়েছে এ ধরনের ভূমিকা। বিভিন্ন ওয়েবসাইট সূত্রে জানা গেছে ৩০ বছরেরও বেশি সময় ধরে কিন্তু এটা ব্যান্ড হিসেবে পরিচিত হয়ে আসছে। বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য কদমের বিভিন্ন প্রোডাক্টের উপরে কিন্তু হাতি, খরগোশ, সিংহ, জিরাপ ও ভালুকসহ বিভিন্ন প্রাণীর চরিত্র ব্যবহার করা হয়েছে।
  • কোডোমো দিবি প্রোডাক্ট আপনি শিশু ত্বকে গভীরভাবে পোস্টটি যোগানোর পাশাপাশি কিন্তু ত্বক ২৪ ঘন্টা পর্যন্ত মশ্চারাইজ রাখতে পারবে। আপনি যদি কদম ও বেবি ক্রিম ব্যবহার করেন তাহলে কিন্তু এটা তবে স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এছাড়াও বাচ্চা ত্বকের ph মাত্রা বজায় রাখতে পারে।
  • আপনি যদি কোডোমো বেবি প্রোডাক্ট ত্বকে ব্যবহার করেন তাহলে কিন্তু ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই বরং এটা শিশুর ত্বক রাখবে অনেক বেশি কমল ও মৃদু। এজন্য আপনারা নিঃসন্দেহে আপনার শিশুর ত্বকের যত্ন নেওয়ার জন্য কোডোমো বেবি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন।
এই উপকারের দিকগুলো ছাড়াও কিন্তু আরো অনেক উপকারীর দিক আছে যে কারণে আপনি সে সত্যকে যত্ন নেওয়ার জন্য আপনারা কোডোমোর বেবি প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন।

কোডোমো বেবি লোশন এর উপকারিতা

কোডোমো বেবি প্রোডাক্ট কেমন এর উপকারিতা জানলে কিন্তু আপনারা অনেকটা ধারণা পেয়ে যাবেন কোডোমো প্রোডাক্ট কেমন হবে। কোডোমোর যে বেবি প্রোডাক্ট রয়েছে এগুলো ব্যবহার করা কেমন হবে এ বিষয়গুলো জানার জন্য পূর্বে প্রথমেই আমরা জেনে নিব কোডোমো বেবি লোশন এর উপকারিতা সম্পর্কে।

আরো পড়ুনঃ তিসির উপকারিতা ও অপকারিতা

  • কোডোমো বেবি লোশন কেমন ব্যবহার করার ফলে এর ভেতরে যে উপাদান গুলো রয়েছে এগুলো খুব সহজে বাচ্চাদের ত্বক অনেক নরম করে। এছাড়াও বিশেষজ্ঞদের মতো কোডেমো বেবি লোশন বাচ্চাদের ব্যবহার করানো হলে থাকে আরামদায়ক এবং স্যাতঁসেতেঁ মুক্ত।
  • কোডোমো অনেক সুগন্ধময় যে কারণে চর্মরোগসহ অন্যান্য সকল রোগ সংক্রান্ত সমস্যার তৈরি করে না এছাড়াও শিশুকে রাখে তাজা ও সুগন্ধযুক্ত।
  • সংবেদনশীল ত্বকেও এটা ক্লিনিক্যালি প্রমাণিত বলে ফুসকরি এবং ত্বকের অন্যান্য সকল সমস্যা থেকে ত্বক রাখে নিরাপদ এবং মশ্চারাইজার হিসেবে কাজ করে।
  • বিশেষ করে বাচ্চাদের স্নানের পরে এবং ড্রাইপার পরিবর্তনের সময় ব্যবহারের উপযোগী যে কারণে ঝামেলা মুক্ত ভাবে ব্যবহার করা যায়।
  • এই তেলটিতে আছে অনেক ধরনের ভিটামিন বিশেষ করে ভিটামিন এবং সাকুরা পাতার নির্যাস যে কারণে এটা গভীরভাবে পুষ্টি দিতে পারে।

কোডোমো বেবি অয়েল দাম

আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন কোন দাম কেমন। এজন্য আর্টিকেলের এই অংশে এসে আমরা বিস্তারিতভাবে জেনে নিব সাইজ অনুযায়ী কোডোমো বেবি ওয়েল  দাম সম্পর্কে। কথা না বাড়িয়ে  চলুন তাহলে এবার বিস্তারিত জেনে আসা যাক। 

  • কোডোমো বেবি ওয়েল ১০০ মিলি দাম ৪৫০ টাকা 
  • কোডোমো বেবি ওয়েল ২০০ মিলি দাম ৮৬৭টাকা 

উল্লেখিত এ সকল দামে আপনারা কেডোমো বেবি অয়েল পেয়ে যাবেন তবে অনেক সময় স্থান কাল ও সময় ভেদে দামের কিছুটা কম বেশি হতে পারে। 

কোডোমো বেবি ক্রিম এর উপকারিতা

কমোডোর বেবি লোশন এর পাশাপাশি বেবি ক্রিমেরও রয়েছে কিন্তু অনেক উপকারীর দিক।যে কারণে আপনারা শিশু ত্বকের যত্ন নেওয়ার জন্য কোডমোর বেবি ক্রিম ব্যবহার করতে পারেন। আমি আশা করছি আপনি যদি অংশটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি বিস্তারিত ভাবে জেনে যাবেন কোডোমো বেবি প্রোডাক্ট কেমন।

multiplebd-কোডোমো-বেবি-প্রোডাক্ট-কেমন-এবং-উপকারিতা

প্রথমে বলে রাখি কোডোমো বেবি ক্রিম কিন্তু হতে পারে আপনার শিশুর ত্বকের যত্ন নেওয়ার জন্য সেরা একটি বেবি কেয়ারিং প্রোডাক্ট । শিশু ত্বকের যত্ন নেওয়ার জন্য এর রয়েছে আরো অনেক উপকারী দিক চলুন তাহলে এবার আমরা সেগুলো সম্পর্কে জেনে আসি। 

কোডোমোর ক্রিম ব্যবহার করলে যে সব উপকার  মিলবে

  • কোডোমো বেবি ক্রিম শিশুর ত্বকে ব্যবহার করা হলে এটা শিশুর ত্বক রাখে নরম এবং কোমল।
  • এই টিম টি হাইপো এলার্জেনিক অর্থাৎ এটি শেষে তাকে যদি ব্যবহার করা হয় তাহলে কোন ধরনের অ্যালার্জি কিংবা জ্বালো পড়ার সৃষ্টি করা সম্ভবনা নেই বললেই চলে।
  • শিশুর ত্বকে দ্রুত সুস্থ হয় বলে কোন ধরনের চটচটে ভাব তৈরি হয় না যে কারণে শিশুর ত্বকের জন্য এটা খুবই ভালো একটি বেবি কেয়ারিং ক্রিম হতে পারে।
  • কোডোমো বেবি ক্রিম শিশু ত্বকে ব্যবহার করা হলে শিশু ত্বকের যে পিএস লেভেল রয়েছে এই মাথাটা ঠিক রাখে।
  • শিশুর ত্বক মশ্চারাইজ রাখার জন্য এই ক্রিমটি খুবই উপকারী। এর জন্য আপনাকে কিন্তু কোডোমো বেবি ক্রিম ব্যবহার করতে পারেন।
  • সাকুরা পাতার নির্যাসসহ রয়েছে ভিটামিন-ই যে কারণে এটা শিশুর ত্বকের গভীরভাবে পুষ্টি জোগাতে পারে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।

কোডোমো বেবি লোশন দাম

প্রিয় পাঠক, আর্টিকেলটি পড়ার মাধ্যমে নিশ্চয়ই এতক্ষণ আপনি জেনে গেছেন কোডোমো বেবি প্রোডাক্ট কেমন হবে। এজন্য আপনারা শিশুর ত্বকের যত্ন নেওয়ার জন্য কদম ও বেবি প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন । অনেক সময় দেখা যায় আমরা বেবি লোশন এর সঠিক দাম ভুলে যায় আবার বাজারে আমাদের থেকে বেশি দাম নিয়ে ফেলে তাই কদম ও বেবি লোশন সঠিক দাম আমাদের জানা দরকার।

চলুন তাহলে কোডোমো বেবি লোশন এর দাম সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। তবে একটি কথা মাথায় রাখবেন বিভিন্ন সময় স্থান-কাল ও পরিস্থিতি ভেদের দামের কিছুটা কম বেশি হতে পারে। তাছাড়া সাধারণত কোডোমো বেবি লোশন আপনারা নিচে উল্লেখিত এ সকল দামে পেয়ে যাবেন।
  • কোডোমো বেবি লোশন পাউডার এক্সট্রা মাইল্ড ০+১০০ গ্রাম দাম ৩৫০ টাকা। যা আপনারা পেয়ে যাবেন  আগ্রোসারী বিডি ওয়েবসাইট থেকে।
  • কোডোমো বেবি লোশন পাউডার ১৮০ মিলি ৬৬৫ টাকা। যেটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বেবি কেয়ার ওয়েবসাইট থেকে। 
  • কোডোমো বেবি লোশন ০+২০০ মিলি দাম ৬৬০ টাকা। যেটা আপনারা পেয়ে যাবেন এগ্রো কেয়ার বিডি ওয়েবসাইট থেকে।
  • কোডোমো বেবি ক্রিম ১০০ মিলির দাম ৫০০ টাকা যা পেয়ে যাবেন উত্তরা স্টোর ওয়েবসাইট থেকে। 
বিদ্রঃ উল্লেখিত ওয়েবসাইট গুলো থেকে এ সকল দামে আপনারা কোডোমো বেবি লোশন গুলো পেয়ে যাবেন তবে বিভিন্ন সময় এই ওয়েবসাইট গুলো তাদের দামের কমবেশি করে থাকে। 

বেবি ক্রিম কোনটা ভালো

আজকের আর্টিকেলটি  যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জেনে গেছেন কোডোমো বেবি প্রোডাক্ট কেমন। কিন্তু বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যাচ্ছে এগুলোর ভিতরে বেবি ক্রিম কোনটা ভালো হবে এ বিষয়ে সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। বাচ্চাদের জন্য ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই মাথায় রাখবেন।

এই ক্রিম ব্যবহার করা হলে তা বাচ্চার জন্য কোন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কিনা। যদি মনে হয় এই ক্রিম ব্যবহার করলে বাচ্চার ক্ষতি হবে হতে পারে তাহলে অবশ্যই কিনে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে যে সকল কিরিম বাচ্চাদের ত্বকের জন্য সহনীয় এমন  সকল ক্রিম বেছে নিতে হবে বাচ্চাদের ত্বকের জন্য ।

বর্তমানে যে সকল ক্রিম  বাজারে পাওয়া যাচ্ছে এগুলোর ভেতর থেকে ভালো কিছু ব্যান্ডের এবং ভালো মানের কিছু ক্রিম আপনারা আপনাদের বাচ্চার জন্য ব্যবহার করতে পারেন। চলুন তাহলে এ সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।
  • জনসন্স বেবি ক্রিম 
  • কোডোমো বেবি ক্রিম  
  • হিমালয়া বেবি ক্রিম 
  • জনসন্স বেবি মিল্ক ক্রিম

আমাদের পরামর্শ 

আজকের পুরো আর্টিকেলে আমরা আপনাদেরকে জানিয়েছি কোডোমো বেবি প্রোডাক্ট কেমন। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন। 

প্রিয় পাঠক, ব্যক্তিগতভাবে আমাদের পরামর্শ থাকবে যে আপনি বেবি প্রোডাক্টগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখ চেক করে তারপরে ব্যবহার করবেন। কারণ বাচ্চাদের ত্বকের যত্নে অবশ্যই  আমাদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর হ্যাঁ এ ধরনের তথ্য গুলো পেতে নিয়মিত ভিজিট করুন  আমাদের এই www.multiplebd.com ওয়েবসাইটে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url