SEO শিখে আয় করার ১০টি সেরা ও কার্যকরী উপায়-এসইও শিখতে কতদিন লাগে

On Page SEO করার বাংলা গাইডলাইনআপনি যদি জানতে চান SEO শিখে আয় করার উপায়-এসইও শিখতে কতদিন লাগে তাহলে আর্টিকেলটি আপনার জন্যই। কারণ আজকের পুরো আর্টিকেল আলোচনা করা হয়েছে এ বিষয়গুলো সম্পর্কে। এছাড়াও আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন SEO শিখতে কি কি লাগে। তাই অবশ্যই আপনিও যদি এটিও শিখে টাকা ইনকাম করতে চান তাহলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বিস্তারিত জেনে নিন।
multiplebd-SEO -শিখে -আয়- করার -উপায়-এসইও -শিখতে -কতদিন -লাগে
মার্কেটপ্লেসে এসইও কাজ করে অনেক টাকা ইনকাম করা যায়। তাই আমরা এসইও শিখে টাকা ইনকাম করতে চাইলেও জানিনা কিভাবে এসেও শিখতে হবে। চলুন তাহলে আর্টিকেলটি পড়ে বিস্তারিত জেনে আসা যাক SEO শিখে আয় করার উপায়-এসইও শিখতে কতদিন লাগে।

ভূমিকা

বর্তমান সময়ে এসে অনলাইনে যতগুলো কাজ রয়েছে তার ভিতরে একটি অন্যতম কাজ হচ্ছে SEO করে টাকা ইনকাম করা। এজন্য আপনিও যদি জানতে চান কিভাবে আপনি এসেও শিখবেন এবং এইচএসসিও শিখে কিভাবে টাকা ইনকাম করবেন তাহলে আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

আজকের আর্টিকেলটি বাড়ার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন এসেও শেখার নিয়ম এবং কেন আপনি এই শহর শিখবেন সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত। চলুন তাহলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বিস্তারিত জেনে আসি

SEO এর কাজ কি

SEO শিখে আয় করার উপায়-এসইও শিখতে কতদিন লাগে এ বিষয়গুলো জানার পূর্বে চলুন প্রথমেই জেনে আসা যাক এসইও এর কাজ কি। আপনি যদি এসইও করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে জানতে হবে এসইও এর কাজ সম্পর্কে। আপনি যদি এ বিষয়ে সম্পর্কে না জেনে থাকেন তাহলে ঠিকভাবে কাজ করতে পারবেন না।

আরো পড়ুনঃ গুগল এডসেন্স থেকে আয় করার সেরা ও কার্যকারী উপায়

SEO কথাটির পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন কোন বিষয়ের সম্পর্কে গুগলে সার্চ করেন তখন গুগল আপনার সামনে অনেক তথ্য দিয়ে থাকে। এ তথ্যগুলো পাওয়ার সাজেশনই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। seo যদি আমরা ঠিকভাবে না করে তাহলে আমাদের ওয়েবসাইট গুলো কখনোই গুগল রেংকিং এ যাবে না।

এজন্য এসইও এর কাজ হচ্ছে আর্টিকেলের ভিতরে বিভিন্ন ধরনের এডিট, মডিফাই, কাস্টমাইজ,বিভিন্ন লিঙ্ক প্রোভাইড কিওয়ার্ড রিসার সিজদা দিয়ে বিষয়গুলো নিয়ে আর্টিকেলকে এমনভাবে উপস্থাপন করা যেন এটা গুগলে অনেক ভালো পজিশনে থাকে। seo সাধারণত প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে অন পেজ এসইও এবং অন্যটি হচ্ছে অফ পেজ এসইও।

অন পেজ এসইও করতে হয় আর্টিকেলের ভেতরে আর অফ পেজ এসইও করা লাগে আর্টিকেলের বাইরে থেকে ওয়েবসাইট থেকে। সর্বোপরি বলা যায় এসইওর কাজ হলো সেই জাদুকরের ভূমিকা যা আপনাকে google ranking এ নিয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন।

SEO কেন শিখবেন

আজকের আর্টিকেলের টাইটেল দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আর্টিকেলের আলোচনার প্রধান বিষয় seo.এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন এসইও শিখবেন এটা থেকে আপনার কি লাভ হবে। চলুন তাহলে এ বিষয়ে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি কেন আপনি SEO শিখবেন। প্রথমেই বলে রাখি যে একজন ফ্রিল্যান্সারের জন্য এসইও সেটা অনেক গুরুত্বপূর্ণ।

এর কারণ হলো যে কোন ধরনের প্রোডাক্ট অথবা ওয়েবসাইট গুলো রেংক করাতে অবশ্যই এসইও এর ভূমিকা অনন্য। আপনি যদি কখনো মার্কেটপ্লেস এ কাজ করার কথা ভেবে থাকেন তাহলে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি অবশ্যই চাইবেন আপনার ওয়েবসাইটটি সবার সামনে থাকুক। এক্ষেত্রে ওয়েবসাইটটি যদি সবার প্রথমে নিয়ে যেতে চান।

তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে এসিও করতে হবে। আপনি যদি সঠিকভাবে এসিও করতে পারেন তাহলে ওয়েবসাইটটি সবার সামনে থাকার কারণে খুব সহজেই মানুষজন এই ওয়েবসাইটে আসবে এবং প্রোডাক্ট গুলো নিতে পারবে। এজন্য আপনি এসইও শিখতে পারেন। আপনারা যারা ব্লগিংয়ের কাজ করেন তাদের জন্য এসইও করাটা সবথেকে বেশি প্রয়োজন।

এর কারণ হলো প্রত্যেকটা ব্লগার চায় যে তার ওয়েবসাইট যেন গুগল রেংকিং এ সব থেকে প্রথমে থাকে। এ নিয়ে প্রতিদিন হাজারো ব্লগারের ভেতরে প্রতিযোগিতার লেগে থাকে। চলনা আরো কয়েকটি পয়েন্টের সাহায্যে এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে কেন আপনি এসইও শিখবেন।

  • ওয়েবসাইট গুগল রেংকিং এ ভালো পজিশনে নিয়ে যেতে।
  • Seo করে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যাবে।
  • নিজের ওয়েবসাইটের পাশাপাশি আপনি যদি অন্য মানুষের ওয়েবসাইটে এসইও করে দেন তাহলে তার বিনিময়ে আপনি অনেক টাকা পেয়ে যাবেন।
  • ফ্রিল্যান্সিং কাজের জন্য এসইও শেখাটা অনেক গুরুত্বপূর্ণ।
  • আপনি যদি seo সম্পর্কে অনেক অভিজ্ঞ হয়ে থাকেন এবং প্রফেশনাল মানের seo করতে পারেন তাহলে মার্কেটপ্লেসে কাজ করে অনেক টাকা পেয়ে যাবেন।
  • অনেক বিদেশি বায়ার আছে যারা প্রফেশনাল মানে একজন এসিও এক্সপার্ট এর থেকে তাদের ওয়েবসাইটের এসইও করে নেই। এজন্য আপনি এসেও শিখলে ফাইবার কিংবা মার্কেটপ্লেস এবং ফ্রিল্যান্সিং এর কাজ করে প্রচুর পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন।

SEO শিখে আয় করার উপায় 

আপনি যদি SEO শিখে আয় করার উপায়-এসইও শিখতে কতদিন লাগে এ বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে চলুন প্রথমে এবার জেনে নিন কিভাবে আপনি এসইও শিখে টাকা আয় করতে পারবেন সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত। freelancing জগতে যতগুলো কাজ আছে তার ভিতরে একটি অন্যতম ইনকামের উপায় হচ্ছে SEO

এছাড়া বর্তমান সময়ে এসে মার্কেট প্লেসে এর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। যত দিন যাচ্ছে ততই SEO এক্সপার্ট এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ seo শিখে প্রচুর পরিমাণ টাকা আয় করা সম্ভব। seo এর কাজ জানলে আপনি মার্কেটপ্লেস এর বাইরেও কাজ করতে পারবেন। চলুন বিস্তারিতভাবে জেনেনিন কিভাবে আপনি এসইও শিখে আয় করবেন।
  • কন্টেন্ট লিখেঃ SEO এর কাজ যদি আপনি জেনে থাকেন তাহলে খুব সহজেই আর্টিকেল রাইটিং করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে। এর পাশাপাশি আপনি নিজের ওয়েবসাইটের বাইরে অন্য মানুষকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখে দিয়ে ইনকাম করতে পারবেন।
  • এডসেন্স থেকে ইনকামঃ আপনার যদি নিজস্ব কোন ওয়েবসাইট থাকে তাহলে সেখানে আপনি সঠিকভাবে এসিও করার মাধ্যমে খুব সহজেই গুগল এডসেন্সের মাধ্যমে লাখ টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও সেখানে গুগল থেকে যে সকল এড স্বভাবে সেখানে যদি মানুষজন ক্লিক করে তার বিনিময়েও আপনি টাকা পাবেন।
  • SEO এক্সপার্টঃ নিজেকে যদি একজন প্রফেশনাল মানের এইচইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে বিভিন্ন খুব সহজে অনলাইনে অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের ওয়েবসাইট গুলো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি সঠিকভাবে যারা এসেও করতে পারে এক কথায় যারা এসো এক্সপার্ট তাদের থেকে এসইও করিয়ে নেয়। এজন্য একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই।
  • লিঙ্ক বিল্ডিংঃ seo সম্পর্কে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন এর কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে খুব সহজেই অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে ব্লক কন্টাকিং, পোস্টিং এবং বিভিন্ন আরও উপায়ে আপনি লিঙ্ক বিল্ডিং করে খুব সহজে টাকা আয় করতে পারবেন। অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা কিনা লিংক-বিল্ডিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করছে।
  • এফিলিয়েশনঃ বর্তমান সময়ে এসে অনলাইনের মাধ্যমে প্রচুর পরিমাণ পণ্য সামগ্রী কেনাবেচা হয়। আপনি চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা কোম্পানির অনুমতি নিয়ে তাদের পণ্যগুলো সঠিকভাবে এসিও করে বিক্রি করতে পারবেন। সেখান থেকেও আপনি অনেক টাকা পেয়ে যাবেন।

SEO শিখে টাকা ইনকাম করার আরো কয়েকটি উপায়ঃ
  • আপনি এসইও শিখে ইউটিউব চ্যানেলে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
  • ই-কমার্স seo করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
  • SEO সম্পর্কে যদি আপনার অনেক দক্ষতা থাকে তাহলে আপনি যেকোনো ধরনের অফিসিয়াল এর মার্কেটিং করতে পারবেন খুব সহজেই আর এখান থেকে প্রচুর পরিমাণ টাকা পাবেন।
  • অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি sso শিখে টাকা ইনকাম করতে পারবেন।
  • দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানির গুলোতে কাজ করেও আপনি টাকা পেয়ে যাবেন seo করে দেওয়ার মাধ্যমে।

এসইও শিখতে কতদিন লাগে

অনেকে জানে না এসইও শিখতে কত দিন সময় লাগে। SEO শিখে আয় করার উপায়-এসইও শিখতে কতদিন লাগে এ বিষয়ে সম্পর্কে এখন আপনি বিস্তারিত ধারনা পেয়ে যাবেন। প্রথমে বলে রাখি যে SEO করতে আপনি যত সময় ব্যয় করতে পারবেন ঠিক তত আপনার জন্য সহজ হবে এসইও শেখা। এজন্য আপনাকে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।

আপনারা যারা একদমই নতুন এবং এশিয়ার সম্পর্কে কোন ধারণাই নেই তারা যদি এসইও শিখতে চান তাহলে কমপ্লিটভাবে এসেও শেখার জন্য সময় লাগতে পারে ২ থেকে ৩ মাস। আর যাদের ক্ষেত্রে এসইও সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে তাদের জন্য এসেও শিখতে সময় লাগতে পারে ১মাস। আর আপনি যদি মনে করেন নিজেকে অনেক অ্যাডভান্স এবং প্রফেশনাল মানের একজন এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন তাহলে এজন্য আপনাকে সময় ব্যয় করতে হবে ৬-১২ মাস।

তাহলে আপনি এই সময়ের ভিতরে একজন দক্ষ অভিজ্ঞ এবং প্রফেশনাল মানেরএকজন এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। যেকোনো কাজেই আপনি যত বেশি সময় দিবেন ততই আপনি কাজটি ভালোভাবে শিখতে পারবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এসইও শিখতে কতদিন লাগে এ বিষয় সম্পর্কে।

SEO কিভাবে শিখবো

অনলাইনে কাজ করার জন্য অথচ জগতে এসে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে এসইও সম্পর্কে। যারা ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার দেখতে চান তাদের জন্য এসইও লেখাটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন এবার বিস্তারিত ভাবে জেনে নিন কিভাবে আপনি এসিও শিখবেন।
multiplebd-SEO -শিখে -আয়- করার -উপায়-এসইও -শিখতে -কতদিন -লাগে
আপনি যদি পার্সোনাল মানের এসইও এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো মানের কোর্স করে এসেও শিখতে হবে। এজন্য আপনার নিকটতম আপনি একটা ভালো ফ্রিল্যান্সিং আইটি সেন্টারে গিয়ে এসিও শিখতে পারেন। কিছু শেখার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। চলুন তাহলে জেনে নিন কিভাবে আপনি এইচও শিখবেন এবং শিখতে হলে আপনাকে কি কি বিষয় গুলো জানতে হবে সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত।

Backline

আপনার ওয়েবসাইটের সঙ্গে যখন অন্য একটি ওয়েবসাইটের লিংক সংযুক্ত করবেন তখন এ বিষয়টিকে বলা হবে Backline. অর্থাৎ একটি ওয়েবসাইটে অন্য কোন ওয়েব সাইটে লিংক সংযুক্ত রাখার বিষয়টিকে বলা হয় ব্যাকলিংক। এই ব্যাকলিংক সম্পর্কে আপনাকে জানতে হবে এসইও শেখার জন্য।

Click -Throught- Rates ( CTR ) 

সি টি আর এই কথাটির পরিপূর্ণরূপ হচ্ছে ক্লিক থ্রো রেটস। আপনি যখন গুগল সার্চ কন্সরের ভেতরে যাবেন তখন আপনি এই আইকনটি দেখতে পাবেন অর্থাৎ কতজন মানুষ আপনার ওয়েবসাইটের সার্চ করে তার ভেতর থেকে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে প্রবেশ করেছে এটার পার্সেন্টেজ হচ্ছে সিটিআর।

Blasckhat SEO

যখন পথে অর্থাৎ অবৈধভাবে গুগলের নীতিবিরোধী কাজ করে ওয়েবসাইটগুলো র‍্যাঙ্কে নিয়ে আসে তখন এটাকে বলা হয় ব্ল্যাকহেট এসিও। আপনাকে দৃষ্টি রাখতে হবে আপনি যদি ফ্রান্সিংয়ের কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে কোন ভাবে আপনি দুই নাম্বার কাজ করতে পারবেন না। আপনি যদি এই ব্ল্যাকহেড এসইও করে আপনার ওয়েবসাইট রাঙ্কিং নিয়ে চলে যান তাহলে গুগল যদি কোন সময় বুঝতে পারে যে আপনি অবৈধ উপায়ে সকল কাজ করেছেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটটি ব্যান্ড করে দিবে।

White Hat SEO

আপনার ওয়েবসাইট সার্চ করার পর যদি google search result সবার প্রথমে পেয়ে যান তাহলে বুঝতে হবে আপনার ওয়েব সাইটে সঠিকভাবে এসেও করা রয়েছে। এভাবে যদি আপনি এসব শিখতে পারেন বা এসইও করেন তাহলে খুব সহজেই আপনার ওয়েবসাইট রেংক করাতে পারবেন।

 Indexing

আপনার ওয়েবসাইটে যখন আপনি আর্টিকেলগুলো পাবলিশ করেন তারপর সেটাও গুগলে যায় কিনা এ বিষয়টা জানার জন্য আপনাকে চেক করতে হয় যে পোস্ট ইনডেক্স হয়েছে কিনা। আপনার আর্টিকেলটি যদি ইনডেক্স না হয় তাহলে আপনি গুগল সার্চ কন্সেলে গিয়ে ইনডেক্স হওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন।

উপরে যে সকল দিক আলোচনা করা হয়েছে আপনি এ সকল দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টারে গিয়েও কোর্স করে  এসিও শিখে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। 

টেকনিক্যাল SEO কি

আপনি নিশ্চয়ই এতক্ষণ জেনে গিয়েছেন SEO শিখে আয় করার উপায়-এসইও শিখতে কতদিন লাগে। আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা জানিনা টেকনিক্যাল এসইও সম্পর্কে। তাই আমরা ভেবেছি যে আজকে আটকে এই পর্যায়ে এসে আপনাদেরকে বিস্তারিত ভাবে জানিয়ে দিব টেকনিক্যাল এসইও সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে আসা যাক।

টেকনিক্যাল এসিও হচ্ছে এমন একটি প্রক্রিয়ায় যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে টেকনিক্যাল ভাবে তার বৈশিষ্ট্যগুলোকে উন্নত করার মাধ্যমে ওয়েবসাইটের ইনডেক্সিং,পেজ লোডিং স্পিড, সন্ধান পদ্ধতি, লিংক স্ট্রাকচার ইত্যাদি বিষয় গুলোকে উন্নত করার উপায়ে কাজ করার মাধ্যমে ওয়েবসাইটটি ভালো পর্যায়ে নিয়ে যায়।

আরো সহজ ভাবে বলা যায় যে টেকনিক্যাল এসিও হচ্ছে সেই বিষয় যার মাধ্যমে একটি ওয়েবসাইটে টেকনিক্যালভাবে উন্নতি করার মাধ্যমে ওয়েবসাইটটি গুগোল রেংকিং এ নিয়ে যাওয়া যায়। আশা করছি আপনি এ বিষয়গুলোও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে টেকনিক্যাল এসইও কি।

SEO শিখতে কি কি লাগে

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা এসিও শিখতে থাকে কি কি লাগবে এ বিষয়ে সম্পর্কে জানেনা। আপনিও যদি এ বিষয়ে সম্পর্কে না জেনে থাকেন তাহলে চলুন বিস্তারিত জেনে নিন আর্টিকেল এই অংশটি পড়ার মাধ্যমে।

এসইও শিখতে যে সকল উপকরণ দরকার হয়

  • প্রথমত আপনি যদি এসিও শিখতে চান তাহলে অবশ্যই আপনার যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার। কারণ প্রফেশনাল মানে অবশ্যই আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকতে হবে।
  • এসইও শেখার জন্য আপনার নিজস্ব একটি ওয়েবসাইট থাকতে হবে যাতে করে আপনি সেই ওয়েবসাইটে দ্রুততম সময়ে এসেও বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন এবং ওয়েবসাইট সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন।
  • আপনি যেহেতু এসইও শিখবেন আর এটা যেহেতু একটি অনলাইন মাধ্যমের জন্য অবশ্যই আপনার ভালো নেট কানেকশন থাকতে হবে।
  • এসইও এর শিখার জন্য অবশ্যই এসইও রিলেটেড কিছু টুলস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনার দরকার হলে আপনি পেইড টুলস ব্যবহার করতে পারেন।

এসইও শেখার জন্য যেসব জানা প্রয়োজন

  • বেসিক সম্পর্কে আপনাকে কোডিং জানতে হবে।
  • কি ওয়ার্ড রিসার্চ।
  • আপনি যেহেতু এসইও শিখবেন এজন্য সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে।
  • অন পেজ অপটিমাইজেশন।
  • ভালো মানের কনটেন্ট রাইটিং জানতে হবে।
  • এসইও ফরকাস্টিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে।
  • এসইও টুলস ব্যবহার।

SEO করার নিয়ম

আজকে আর্টিকেলটি যদি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জেনে গিয়েছেন SEO শিখে আয় করার উপায়-এসইও শিখতে কতদিন লাগে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে এসইও করার নিয়ম কি কিভাবে এসে করতে হয়। এজন্য আর্টিকেলের এই অংশে এসে আমরা জানিয়ে দিব এসিও করার সঠিক নিয়ম সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে আসা যাক।
multiplebd-SEO -শিখে -আয়- করার -উপায়-এসইও -শিখতে -কতদিন -লাগে
  • আপনার ওয়েবসাইট লেখার জন্য সর্বপ্রথম আপনি ভালোভাবে রিসার্চ করে Allintile দিয়ে সাজ করে এক থেকে বিষের ভেতরে যে রেজাল্ট থাকবে সেটা আপনি কিওয়ার্ড হিসেবে বেছে নিন।
  • আপনার যেটা ফোকাস কিওয়ার্ড হবে সেটা আপনি টাইটেলে ব্যবহার করুন।
  • আপনার ফোকাস কিওয়ার্ড যেন ৫-১০ ওয়ার্ডের ভেতরে হয়ে থাকে।
  • আপনার ফোকাস কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনে দুইবার এবং পুরো আর্টিকেলে ৮ বার ব্যবহার করুন।
  • কনটেন্ট গুলো আপনি প্যারা করে লিখবেন। এজন্য ৩.৫ লাইন পর পর এভাবে বেড়া করে লিখুন।
  • আপনার ব্লগ পোস্টে URL লিংক ব্যবহার করুন।
  • আপনার ব্লগ পোস্টের ভেতরে ইমেজ ব্যবহার করুন এবং এটা সব সময় চেষ্টা করবেন অরজিনাল মাপে আপলোড করার। এছাড়াও এই ফটোর ভিতরে আপনার ফোকাস কিওর্য়াড লিখুন।
  • আপনার আর্টিকেলের ভেতরে ইন্টারনাল লিংক ব্যবহার করুন যাতে একটি পোষ্টের সাথে অন্য একটি পোস্ট সংযুক্ত থাকে।

লেখক এর মন্তব্য

আপনি যদি SEO সম্পর্কে ভালো জেনে থাকেন তাহলে ইনকাম করে নিতে পারবেন। এজন্য ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলতে পারি যে আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন। আর্টিকেলটি বুঝতে যদি কোথাও আপনার অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।

প্রিয় পাঠক, আজকে আর্টিকেলে আমরা আপনাদেরকে জানিয়েছি SEO শিখে আয় করার উপায়-এসইও শিখতে কতদিন লাগে। আশা করছি বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এ ধরনের তথ্য গুলো অন্য মানুষকে পেতে অবশ্যই আর্টিকেলটি বেশি বেশি শেয়ার করে দিন। আর নিয়মিত ভিজিট করুন আমাদের এই www.multiplebd.com ওয়েবসাইটে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url