অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন A To Z

বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করার উপায়অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন A To Z ধারণাগুলো নিতে আমরা বিভিন্ন সময়ে google সহ বিভিন্ন মিডিয়া গুলি সার্চ করি। কিন্তু তবুও সঠিক গাইডলাইন পাওয়া যায় না। আপনি যদি আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। এছাড়াও আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন অন পেজ এসইও তে কি কি করতে হয়? বিস্তারিত জানান আর্টিকেলে।
multiplebd-অন- পেজ -এসইও -কি -On -Page -SEO- করার- বাংলা- গাইডলাইন
অন পেজ এসইও এর ভেতরে কি কি বিষয়ে জড়িত আছে কিভাবে এ সকল করতে হবে এ বিষয়গুলো জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন আর বিস্তারিত জেনে নিন অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন A To Z।

পোস্ট সূচিপত্রঃ অন পেজ এসইও 

কোন একটি ওয়েবসাইটে seo যদি সঠিকভাবে করা থাকে তাহলে সেই ওয়েবসাইট থেকে ভালো মানের ইনকাম সম্ভব। আর এসেও যদি ভালোভাবে না করা থাকে তাহলে সেখান থেকে টাকা ইনকাম করা অনেক কষ্টকর। তাই আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি বিস্তারিতভাবে জেনে যাবেন কিভাবে আপনি এসইও করবেন এবং এসইও  করতে হলে কি কি করতে হবে। তাই অবশ্যই আপনার অজানা তথ্যপ্রধান থেকে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

এসইও কত প্রকার

অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন সম্পর্কে জানার আগে চলুন প্রথমেই আমরা জেনে আসি এসইও  প্রকারভেদ সম্পর্কে। আপনি যদি এসেও প্রকারভেদ সম্পর্কে জেনে থাকেন তাহলে খুব সহজেই সঠিকভাবে এসিও করতে পারবেন। চলুন তাহলে এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। সাধারণত এসইও হচ্ছে ২ প্রকার
  • অন পেজ এসইও(Of-page SEO)
  • অফ পেজ এসইও(Off-page SEO)
অন পেজ এসিও

অনেকেই ভেবে থাকেন on page seo বিষয়টা অনেক কঠিন। কিন্তু আপনি যদি একটা ধৈর্য সহকারে এটা মনোযোগ দিয়ে করেন তাহলে এটা খুবই সহজ। একটা ব্লগ তৈরি করা থেকে শুরু করে তার ভিতরে কাস্টমাইজেশন, কনটেন্ট রাইটিং এবং ডিজাইন থেকে শুরু করে সার্চ ইঞ্জিনে index করা পর্যন্ত যে সকল কাজগুলো করতে হয় এর সব কিছুই হলো on page seo এর অন্তর্ভুক্ত। 

অফ পেজ এসইও

অফ পেজ এসইও বিষয়টি হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে কার্যক্রম গুলো করতে হয় ওয়েবসাইটের বাইরে থেকে। এই কাজটি শুরু হয়ে যায় আর্টিকেলে যখন আপনি কোন কন্টেন্ট পাবলিশ করলেন তারপর থেকেই। ওয়েবসাইটে Backlink তৈরি এবং সোশ্যাল শেয়ারিং থেকে শুরু করে DA এবং PA বৃদ্ধি করতে যে সকল কার্যক্রম গুলো করতে হয় এই সব কিছুই পরে অফ পেজ এসইও এর ভেতরে।

অন পেজ এসইও কি 

সাধারণভাবে অন পেজ এর চেয়েও হচ্ছে কোন একটি ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক  বৃদ্ধি করতে যে ধরনের অপটিমাইজেশন গুলো করা হয় সেগুলোকেই বলা হয়। অন পেজ এসিও করার মাধ্যমে search engine ranking এ কোন একটি ওয়েবসাইট তার জন্য ওয়েবসাইটের ভেতরে যে ইমেজ এবং লিঙ্ক প্রোভাইড, টাইটেল,ইমেজ, মেটা ডিস্ক্রিপশন, ট্যাগ ইত্যাদি বিষয়গুলো প্রোভাইড করার প্রক্রিয়া হলো অন পেজ এসইও।

আপনি যদি অন পেজ এসইও ঠিকভাবে করেন তাহলে আপনার ওয়েবসাইটটি খুব সহজে রেংক করবে। এক কথায় বলতে গেলে সাচ ইঞ্জিনে যদি ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এসইও সঠিকভাবে করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান আর যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে এ বিষয়টি খুব ভালোভাবে জানতে হবে।

অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভেতরে অর্গানিক ভাবে ট্রাফিক বৃদ্ধি করার জন্য ওয়েবসাইটের ভেতরে যে অপটিমাইজেশন করা হয় তাকে বলা হয় ওন পেজ এসইও। অন পেজ এসিও যদি ঠিকভাবে করা হয় তাহলে গুগল সার্চ ইঞ্জিন ফলাফলে আপনার ওয়েবসাইট সবার উপরে শো করবে। আশা করছি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। 

অন পেজ এসইও তে কি কি করতে হয়?

আজকের আর্টিকেলে আমাদের আলোচনার প্রধান বিষয় অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন সম্পর্কে। আর্টিকেলের শুরুতে নিশ্চয়ই আপনি জেনে গিয়েছেন seo সম্পর্কে। আপনি যদি আপনার ওয়েবসাইটে এসইও করতে চান তাহলে কিভাবে করবেন এবং এসিওতে কি কি করতে হয় চলুন এ বিষয়গুলো সম্পর্কে এবার বিস্তারিত জেনে আসা যাক। 
  • কিওয়ার্ড রিসার্চ
  • টাইটেল এবং সাবটাইটেল অপটিমাইজেশন
  • মেটা ডিস্ক্রিপশন
  • আর্টিকেল রাইটিং
  • ইমেজ অপটিমাইজেশন
  • পেজ লোড অপটিমাইজেশন
  • ইন্টার্নাল লিঙ্ক
  • এক্সটার্নাল লিঙ্ক
আপনার ওয়েবসাইটে   এ সকল কাজগুলো সঠিকভাবে করার মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিন এ ভালো পর্যায়ে শো করবে। আপনি যদি এ বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেতে চান তাহলে অবশ্যই নিচের অংশগুলো পড়ুন। 

On Page SEO করার বাংলা গাইডলাইন

বলছিলাম অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন। আপনি যদি ওয়েবসাইটে কোন ব্লক পোস্ট তৈরি করেন আর এটা যদি সঠিকভাবে এসইও না করেন তাহলে আপনার কষ্ট গুলো বৃথা যাবে। এজন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে এসিও করতে হবে যাতে করে খুব সহজেই গুগলে আপনার ওয়েবসাইটটি ভালো পজিশনে শো করে।

একটা উদাহরণ দিলে আপনি বিষয়টি ভালো বুঝতে পারবেন, ধরুন আপনি বাইক চালাবেন কিন্তু যদি বাইকে তেল না থাকে তাহলে যেমন গাড়ি চলবে না ঠিক তেমনি আপনি যদি এসইও না করেন তাহলে সে ক্ষেত্রে আপনার ওয়েবসাইট গুগলে রেন্ক করবে না। আপনি যদি অন পেজ এসইও সম্পর্কে না জেনে থাকেন তাহলে চলুন নিচের অংশগুলো পড়ে বিস্তারিতভাবে জেনে আসা যাক on page seo সম্পর্কে।

কিওয়ার্ড রিসার্চ

অন পেজ এসইও করতে গেলে সবার আগে যে বিষয়টি চলে আসে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি যত বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো। মানুষ যে সকল বিষয়গুলো নিয়ে গুগলে সার্চ করে আপনি যদি সেগুলো রিচার্জ করে সে বিষয়ে সম্পর্কে পোস্ট লিখেন তাহলে এগুলো খুব সহজেই ব্যবহারকারীর সামনে যাওয়ার প্রবণতা বৃদ্ধি করে তুলে।

আপনি সে সকল ফোকাস কি ওয়ার্ড বেছে নেবেন যেগুলো সম্পর্কে মানুষ গুগলে বেশি সার্চ করে। এজন্য আপনি ব্যবহার করতে পারেন আন্ডার সাজেস্ট এক্সটেনশন। আপনি এমন বিষয় নিয়ে আর্টিকেল লিখলেন যেটা মানুষ সার্চ করেনা এজন্য সেটা কখনোই গুগলে রেংক কেউ আসবে না। এজন্য এ ধরনের আর্টিকেল নিয়ে যদি কাজ করেন।

তাহলে টাকা ইনকাম করার সম্ভাবনা খুবই কম থাকবে। এজন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে রিকভার রিসার্চ করতে হবে। চলুন তাহলে এবার জেনে আসা যাক কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড ব্যবহার করার কিছু ধাপ সম্পর্কে।
  • কনটেন্ট লিখার সময় অবশ্যই আপনি সার্চ ইঞ্জিন এর ভিত্তিতে আপনার যেটা ফোকাস কিওয়ার্ড হবে সেটা অবশ্যই আপনি সঠিক জায়গাতে ব্যবহার করবেন।
  • ইমেজ অপটিমাইজেশন, tag,url আপনার টার্গেটেড কিওয়র্ড গুলো ব্যবহার করুন।
  • ফোকাস কিওয়ার্ড হিসেবে যেটা বেছে নিয়েছেন সেটা অবশ্যই আপনার টাইটেল এবং মূল কনটেন্টসহ হেডিং এর ব্যবহার করুন।
  • আর্টিকেল লেখার সময় আপনি প্রকাশ কি ওয়ার্ড ব্যবহার করবেন এবং এর পাশাপাশি রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন এতে করে আর্টিকেল রেঙ্ক করা সম্ভাবনা বেশি থাকে।
  • ফোকাস কি ওয়ার্ডগুলো সব জায়গায় ব্যবহার করবেন না এতে করে যে সকল জায়গায় আপনি অযথা ভাবে ফোকাস কিভাবে ব্যবহার করছেন এর ফলে সেটা Keyword Stuffing হতে পারে।

টাইটেল ও সাব-টাইটেল অপ্টিমাইজেশন

আপনার ওয়েবসাইটে যে সকল কন্টাক আছে এগুলো যদি আপনি গুগল সার্চে দ্রুত ভাবে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবটাইটেল এবং টাইটেল গুলো সঠিকভাবে অপটিমাইজেশন করতে হবে। এজন্য আপনি এমনভাবে কনটেনের টাইটেল এবং সাবটাইটেল গুলো লিখবেন যাতে করে এগুলো সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি হয়।

এজন্য কিওয়ার্ড রিচার্জ করা হয়ে গেলে আপনার যেটা মূল ফোকাস কিওয়ার্ড হবে সেটা টাইটেলে বসাবেন। তবে এটা অবশ্যই আপনি ৫-১০ ওয়ার্ডের বেশি ব্যবহার করবেন না। ফোকাস কি ওয়ার্ডটি সব সময় এমনভাবে তৈরি করবেন যাতে এটা আকর্ষণ মূলক হয়ে থাকে যেমন - আপনার ফোকাস কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং শেখার উপায়।
এখানে আপনি ফোকাস কিওয়ার্ডটি আকর্ষণমূলকভাবে এভাবে ব্যবহার করতে পারেন যে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং শেখার সেরা উপায়। এভাবে যদি আপনি টাইটেল গুলো ব্যবহার করেন তাহলে খুব সহজেই ব্যাংক পেয়ে যাবেন।

ইমেজ অপ্টিমাইজেশন

আর্টিকেলটিতে আমরা জানাচ্ছিলাম অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন। on page seo করার জন্য ইমেজ অপটিমাইজেশন বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন যখন আপনি গুগলে কোন বিষয় সম্পর্কে সার্চ করেন তখন সে বিষয় সম্পর্কে ছবি চলে আসে। মূলত যারা ইমেজ এসিও সঠিকভাবে করে থাকে তাদের ইমেজ গুলো খুব সহজেই সবার সামনে শো করে থাকে।
multiplebd-অন- পেজ -এসইও -কি -On -Page -SEO- করার- বাংলা- গাইডলাইন
এখান থেকেও কিন্তু ওয়েবসাইটে ভালো মানের ট্রাফিক নিয়ে আসে সম্ভব। গুগলের BOT ইমেজ পড়তে পারবেন না এজন্য সেখানে আপনি ইমেজ টেক্সটে গিয়ে আপনার ফোকাস কিবোর্ড টি ব্যবহার করবেন। এতে BOT খুব সহজভাবে আপনার ইমেজের ভেতরে থাকা এই কিওয়ার্ডগুলো দেখে ইমেজগুলো ক্যাপচার করতে পারবে।

আপনি যখন কোন ইমেজ আপলোড করবেন সেখানে আপনি ইমেজ টুলস থেকে ফোকাস কি একটি সেট করে রাখবেন। চেষ্টা করবেন সব সময় অরজিনাল সাইজে ইমেজ আপলোড করার এবং ছবির সাইজ যত কম হবে ততই ভালো। চলুন জেনে আসা-যাক অন পেজ এসইও তো ইমেজ এসিও কিভাবে করবেন তার কয়েকটি দিক সম্পর্কে।
  • এমন ট্যাগ যুক্ত করবেন যেটা এসইও ফ্রেন্ডলি হবে।
  • লোডিং কার্যক্রম গুলো যেন দ্রুত সময় হয়ে থাকে এজন্য সঠিক ফরম্যাট এবং সঠিক ফাইল নির্বাচন করুন।
  • যেই ইমেজ গুলো ব্যবহার করলে এটা মোবাইল ফ্রেন্ডলি কিনে অর্থাৎ মোবাইল সাপোর্ট করে কেন সে বিষয়টি যাচাই করে নিন।
  • ইমেজ পরিবর্তনে আপনি ফাইলগুলো কাস্টমাইজ করে ফেলবেন।

ইন্টারনাল লিংক

একটি ওয়েবসাইটে সঠিকভাবে অন পেজ এসইও করতে গেলে যে বিষয়গুলো দরকার হয় তার ভিতরে একটি হচ্ছে ইন্টার্নাল লিঙ্ক। আপনার ওয়েবসাইটে যদি ইন্টার্নাল লিংক থাকে তাহলে এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যেতে এটা সাহায্য করবে। অর্থাৎ আপনি যদি আপনার কোন একটি আর্টিকেলে অন্য একটি আর্টিকেলের লিংক যুক্ত করেন।

তাহলে সেখানে ক্লিক করার সাথে সাথে ভিজিটররা সহজে অন্য একটি পোস্টে যেতে পারবে। এতে করে আপনার ওয়েবসাইটের ভিজিটরের সংখ্যাও বৃদ্ধি পাবে। এজন্য যখন আমরা আমাদের আর্টিকেলের ভেতরে ইন্টার্নাল লিংক ব্যবহার করে তখন গুগল সার্চ ইঞ্জিন খুব সহজে বুঝতে পারে যে আমাদের এই পোস্টের সঙ্গে আরও অন্য পোস্টে সংযোগ আছে। এজন্য আপনি কনটেন্ট এর ভিতরে অবশ্যই ইন্টারনাল লিঙ্কআপ করবেন।

এক্সটার্নাল লিংক

বলছিলাম On page seo সম্পর্কে। এসবের ভেতরে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নের লিংক হচ্ছে এমন একটি লিঙ্ক যেটা অন্য একটি ওয়েবসাইটের পেজে যুক্ত থাকে যেখান থেকে আপনার ওয়েবসাইটে মার্কেটিং করা হয়। অর্থাৎ গুগলে একটি ওয়েবসাইটের সঙ্গে আরেকটি ওয়েবসাইটের সম্পর্ক স্থাপন করে যে লিংক ব্যবহার করা হয় তাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক।

মূলত একটি ওয়েবসাইটের সঙ্গে আরেকটি ওয়েবসাইটের যে সম্পর্ক স্থাপন করার বিষয়টি করা হয় এটা মূলত হয়ে থাকে এক্সটার্নাল লিংক ব্যবহার করে। আপনার যতগুলো এক্সটার্নাল লিংক থাকবে ঠিক ততই বেশি আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি স্কোর বেশি পাবে এবং খুব সহজেই সার্চ ইঞ্জিনে বিভিন্ন ধরনের তথ্যগুলো প্রদান করতে সাহায্য করবে।

বড় বড় ওয়েবসাইট গুলো থেকে যদি আপনি এক্সটার্নাল লিঙ্ক পেয়ে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটটি খুব সহজেই বেশি মূল্য পাবে। এক্সটার না লিঙ্ক ব্যবহার করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিষেধ তুলে ধরা হলো।
  • আপনি এমন সকল পেজে এক্সটার্নাল লিঙ্ক প্রদান করবেন যেগুলো কিনা পাঠকের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।
  • কিন্তু আপনার যেটা ফোকাস কিওয়ার্ড হবে এ ফোকাস কিওয়ার্ড কম্পিউটার কোন সাইট লিংক প্রদান করবেন না।
  • যদি কোন ডাটা যুক্ত করেন তাহলে চেষ্টা করবেন সেখানে একাধিক সহ যুক্ত করার।
  • চেষ্টা করবেন সব থেকে ভালো মানের কনটেন্ট লিংকগুলোকে প্রোভাইড করার

অন পেজ এসইও এর গুরুত্ব

আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে নিশ্চয়ই আপনি জেনে গিয়েছেন অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে অন পেজ এসইও এর গুরুত্ব কি। তাই আজকে আর্টিকেলের শেষ অংশে এসে আমরা জেনে নেব অন পেজ এসইও এর গুরুত্ব সম্পর্কে।
multiplebd-অন- পেজ -এসইও -কি -On -Page -SEO- করার- বাংলা- গাইডলাইন
  • আপনি যদি সব ঠিকভাবে অন পেজ এসইও করতে পারেন তাহলে গুড ইউজার এক্সপেরিয়েন্স, বাউন্স রেট, ওয়েবসাইট লোড স্পিড, কীওয়ার্ড স্টাফিং এ বিষয়গুলো কম করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • অন পেজ এসইও করা হলে এটা কন্টেন্ট গুলোকে খুব ভালোভাবে সাজাতে সাহায্য করে এবং এটা পাঠকদের জন্য অনেক উপকারী।
  • আপনি যদি সঠিকভাবে অন পেজ এসইও করেন তাহলে গুগল সার্চ ইঞ্জিন তালিকা তে খুব সহজেই শীর্ষস্থানের জায়গা করে নিতে পারবেন।
  • on page seo যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে গুগল থেকে আপনি অনেক ভিজিটর পাবেন যেটা আপনার জন্য হেল্পফুল।
  • কোন ওয়েবসাইটে যদি সঠিকভাবে এসইও করা না থাকে তাহলে ওয়েবসাইটটি ভালোভাবে লিঙ্ক করবে না এবং সেখান থেকে ভালো মানের টাকা ইনকাম করা সম্ভব হবে না।
  • তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কেন এসইও করতে হবে আর এসেও করার গুরুত্ব কি। এজন্য আপনার ওয়েবসাইটে সব সময় on page seo সঠিকভাবে করবেন।

পোষ্ট রাইটার এর মতামত 

আজকে আর্টিকেলটি পরা মাধ্যমে নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন on page seo সম্পর্কে। seo করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে কনটেন্ট গুলো লিখছেন এগুলোর জন্য কপি পোস্ট না হয়। যদি কপি পোস্ট হয়ে থাকে তাহলে সঠিকভাবে এসিও করলেও কোন কাজ হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্ট করে জানাতে পারেন।

প্রিয় পাঠক, আজকে আর্টিকেলে আমরা আলোচনা করেছি অন পেজ এসইও কি -On Page SEO করার বাংলা গাইডলাইন। আর্টিকেলটি পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন। আর এ ধরনের তথ্য গুলো নিয়মিত পেতে ভিজিট কোন আমাদের এই www.multiplebd.com ওয়েবসাইটে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url