একদম সেরা ও কার্যকারী উপায়ে অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

ই পাসপোর্ট করবেন কিভাবে  -জরুরী পাসপোর্ট করার নিয়মআপনি যদি জানতে চান অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের পুরো আর্টিকেলে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি অনলাইনে বিমানের টিকিট কাটবেন সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত। এছাড়াও আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন কম টাকায় বিমানের টিকিট কাটার উপায়। বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

multiplebd-অনলাইনে -বিমানের- টিকেট -কাটার -নিয়ম
চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা জেনে আসি কিভাবে বিমানের টিকিট কাটতে পারব এবং অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম। বিস্তারিত জানতে অবশ্য আর্টিকেলটি শুরু থেকেই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। 

ভূমিকা 

বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে হয়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় সরাসরি কাউন্টারের গিয়ে অফলাইনে বিমানের টিকেট কাটা অনেক কষ্টকর তাই আপনি অনলাইনের মাধ্যমে বিমানের টিকিট কাটতে পারবেন। কিভাবে আপনি অনলাইনে বিভিন্ন টিকেট কাটবেন সে বিষয়ে সহ বিভিন্ন দেশে ভ্রমনের জন্য বিমানের টিকিট মূল্য সহ বিভিন্ন বিষয়ে জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

কম টাকায় বিমানের টিকিট কাটার উপায়

আমরা জানবো অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম। চলুন তার আগেই জেনে নেওয়া যাক আপনি কিভাবে কম টাকাতে বিমানের টিকিট কাটতে পারবেন সেই উপায় সম্পর্কে। বিমানের দাম বৃদ্ধি হতে অনেকের পক্ষেই সম্ভব হয় না অধিক দামে বিমানের টিকিট কাটায় এজন্য অনেকেই চাই কম টাকাতে বিমানে টিকিট কাটতে। চলুন তাহলে সে উপায় গুলো জেনে আসা যাক।

কয়েক মাস আগে বুকিং

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে একত্রে খরচ কমানোর সবথেকে একটি ভালো উপায় হচ্ছে আগে থেকে পরিকল্পনা করার মাধ্যমে বিমানের টিকিট আগে কেটে রাখা। আপনি যখন আন্তর্জাতিকভাবে ভ্রমণ করবেন তখন এক বছর আগেই টিকিট বুকিং করার সুযোগ পেয়ে যাবেন।

বিমানের টিকিট যখন এয়ারলাইন্সের ওয়েবসাইটে ছাড়া হয় সে অবস্থায় টিকিটের দাম অনেক কম থাকে। তারপর চাহিদা অনুযায়ী এর দাম কম বেশি হয় এজন্য আপনি বিশেষ মুহূর্তের অপেক্ষায় না করে ফ্লাইটের বুকিং আগেই দিয়ে রাখবেন এতে আপনার খরচ কম হবে।

তৃতীয় পক্ষীয় ওয়েবসাইট ব্যবহারঃ ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব কম টাকাতে বিভিন্ন টিকিট পেয়ে যাবেন। যদিও সব ওয়েবসাইট অথেন্টিক না কিছু ওয়েবসাইট খারাপ আছে কিন্তু অনেক ভালো ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে এই সেবা দিয়ে থাকবে।

বিদেশি এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব কম টাকার মাধ্যমে টিকিট কেটে ফেলতে পারবেন। যেমন -কায়াক,কিইউ, স্কাইস্ক্যানার। এভাবে আপনি এ সকল অ্যাপস বা ওয়েবসাইটের সাহায্য নিয়ে কম টাকায় বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন।

ট্যুরিজমবিষয়ক মেলার খোঁজ

আপনি যখন কোন পর্যটন বিষয়ক মেলাতে ভ্রমণে যাবেন তখন আপনি দেখতে পাবেন ভ্রমণ সম্পর্কিত অনেক তথ্য এবং এয়ারলাইন্স এর বিশেষ অফার ছাড়াও অনেক ধরনের টুর প্যাকেজ রয়েছে। বিভিন্ন সময় তো আবার এসব আয়োজনগুলোকে কেন্দ্র করে বিশেষ ছাড়ে বিমানের টিকিট সেল করে থাকে। এ ধরনের মেলা গুলোতে বিভিন্ন টিকিট অনেক কম দামে পাওয়া যাবে। এজন্য আপনি এ সকল ট্যুরিজম বিষয়ক মেলার খোঁজ করুন।

এয়ারলাইনসের অফারের খবর রাখা

বিভিন্ন এমন কিছু এয়ারলাইন্স আছে যেগুলো বছরের বিভিন্ন সময় বিশেষ স্যারের টিকিটের মূল্য কমায়। এজন্য আপনি মূল্য কত স্যার সম্পর্কে জানার জন্য অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এয়ারলাইন্সের পেজগুলোকে অনুসরণ করুন। তখন আপনার সামনে নতুন কোন অফার আসবে কম দামের টিকিটের অফার পেলে আপনার তৎক্ষণিক টিকিট কেটে ফেলবেন।

এই ক্ষেত্রে আপনি ট্রানজিনসিট ফ্লাইট ব্যবহার করতে পারেন। মনে করুন আপনি যেতে চাচ্ছেন মালয়েশিয়া কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইনের অফার চলছে।এক্ষেত্রে আপনি সরাসরি মালয়েশিয়া না গিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট বেছে নিতে পারেন তারপর সিঙ্গাপুর থেকে কম দামের টিকিট পেয়ে যাবেন মালয়েশিয়া যাওয়ার জন্য।

অগ্রিম টিকিট সংগ্রহ

ফ্লাইট ছাড়ার কমপক্ষে তিন সপ্তাহ আগে থেকেই আপনি টিকিট সংগ্রহ করে রাখুন। টিকিট যত আগে সংরক্ষণ করা রাখবেন ততই কম দামে টিকিট পেতে পারেন কারণ বিভিন্ন টিকিট যদি আগেই বুকিং দিয়ে রাখেন তাহলে আপনার নিজের ইচ্ছা মতো আসন পাবেন। এজন্য শুধুমাত্র ভ্রমণের দু একদিন আগে না বরং আপনি আগেই টিকিট কেটে ফেলবেন।

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

আপনি যদি অনলাইনে বিমানের টিকিট কাটতে চান তাহলে আপনাকে জানতে হবে অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম। বর্তমানে ডিজিটাল বাংলাদেশে আপনি লাইনে দাঁড়িয়ে কষ্ট করে মিনিট টিকিট কাটতে যাবেন কেন। আপনি চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন চলুন জেনে টিকিট কাটার নিয়ম গুলো।
  • সর্বপ্রথম আপনি অনলাইনে টিকিট কাটার জন্য আপনার কম্পিউটার অথবা ফোনের ওয়েব ব্রাউজারে দিয়ে সার্চ করুন flight expert।
  • সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটে আসবে সেখানে প্রবেশ করুন। এবার সেখান থেকে আপনি বিমান লোগোর উপরে ক্লিক করে বেছে নিন আপনি কি ধরনের ভ্রমণ করতে চাচ্ছেন অর্থাৎ কি ধরনের টিকিট কাটতে চাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফ্ল্যাট বাছাইয়ের জন্য একটা অপশন।
    multiplebd-অনলাইনে -বিমানের- টিকেট -কাটার -নিয়ম -যেনে -নিন
  • one way, round trip, multicity এ ধরনের অপশন গুলো আপনি পেয়ে যাবেন তার ভেতরে আপনি যে ধরনের ভ্রমণ করতে চাচ্ছেন সেটা বেছে নিবেন।
  • one way এর মানে হচ্ছে শুধুমাত্র যাওয়ার টিকেট। round trip এ কথাটির মানে হল যাওয়া এবং আসার টিকেট। multi-city এর মানে হলো আপনি একসাথে অধিক দেশে যাতায়াত করতে পারবেন যেমন - প্রথমে ব্যাংকক তারপরে বেলজিয়াম ইত্যাদি।
  • এগুলো বেছে নেওয়ার পরে আপনি আপনার গন্তব্য স্থান বেছে নিন এবং সেই সঙ্গে কত তারিখে যাবেন সেটা সিলেট করুন।
  • এবার আপনি কতজনকে নিয়ে ভ্রমণ করবেন ততজন সিলেট করুন এবং তার পরে মডিফাই সার্চ এ ক্লিক করুন।
multiplebd-অনলাইনে -বিমানের- টিকেট -কাটার -নিয়ম -যেনে -নিন

  • আপনি যে রুটে যেতে চাচ্ছেন সেইর সিলেক্ট করার পরে ওই রোডে কতগুলো বিমান চলে এবং টিকিটের মূল্যসহ বিস্তারিত সবকিছু আপনার সামনে চলে আসবে সেখান থেকে আপনি একটা সিলেক্ট করুন এবং Book now এ ক্লিক করুন।
multiplebd-অনলাইনে -বিমানের- টিকেট -কাটার -নিয়ম
  • তারপর আপনার সামনে একটা ডিটেলস আসবে সেখানে আপনার যদি কোথাও মিসটেক করে থাকেন তা পূরণ করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
  • সবকিছু ঠিকঠাক ভাবে করা হয়ে গেলে নিচের দিকে গেলে দেখতে পাবেন পেমেন্ট করার জন্য আপনার সামনে একটু অপশন আসবে আপনি কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা বেছে নিন তারপর পেমেন্ট করে দিন।
  • এবার এয়ারলাইন্স থেকে আপনাকে টিকিট দেয়া হবে সে টিকিট আপনি প্রিন্ট করে নিন অথবা ফোনে সংরক্ষণ করে নিন। যেদিন কে আপনি যাত্রা করবেন অবশ্যই সঙ্গে এ টিকিটটি আপনাকে নিয়ে যেতে হবে।
  • উপরের পয়েন্ট গুলো অবলম্বন করে আপনি খুব সহজে টিকিট কাটতে পারবেন। আশা করছি আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে আপনি টিকিট কাটবেন

অনলাইনে টিকেট কাটতে যা যা লাগবে

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম সম্পর্কে তো জানলেন। কিন্তু আপনি কি জানেন অনলাইনে টিকিট কাটতে কি কি দরকার হবে। যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে রাখা যাক অনলাইনে টিকিট কাটতে আপনার কি কি দরকার লাগবে সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত।
  • এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্র।
  • যাত্রা ষড়য সময় এবং গন্তব্য স্থান ও টিকিটের সংখ্যা।
  • অবশ্যই সঙ্গে বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট ও ভিসা থাকতে হবে।
  • মূল্য পরিশোধের জন্য আপনার ব্যাংক অথবা মোবাইল পেমেন্ট সিস্টেম বা কার্ডে টাকা থাকতে হবে।
  • আপনাকে আমরা ব্যক্তিগতভাবে সাজেশন দিতে পারি যে অনলাইনে টিকিট আবেদন করার ২৪ ঘন্টার ভিতরে টাকা পরিশোধ করে দিবেন না হলে আপনার টিকেট বাতিল হয়েও যেতে পারে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন।

অভ্যন্তরীণ বিমানের টিকিট কাটতে কী লাগে

বিভিন্ন সময় খুব দ্রুত সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। যা সাধারণত দেশের ভিতরে হয়ে থাকে তা এটাকে বলা হয় অভ্যন্তরীণ ভ্রমণ। আপনার যদি অভ্যন্তরীণ বিমানে টিকিট কাটতে হয় তাহলে কি কি প্রয়োজন হবে চলুন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।
  • পাসপোর্ট লাগে নাঃ অভ্যন্তরীণরুটে আপনি যদি আকাশ পথে যাতায়াত করতে চান এক্ষেত্রে একটি বড় সুবিধা হচ্ছে অভ্যন্তরীণ রুটের জন্য পাসপোর্ট দরকার হয় না। যখন আপনি আন্তর্জাতিক ভ্রমণ করবেন ঠিক তখনই আপনার পাসপোর্ট দরকার হবে।
  • জাতীয় পরিচয় পত্রঃ আপনি যদি অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিট কাটতে চান তাহলে এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র এবং জন্ম সনদের এগুলোর ভিতর যে কোন একটি ফটোকপি থাকলেই আপনি খুব সহজে বিভিন্ন টিকেট কাটতে পারবেন।
  • শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রঃ আপনাদের যাদের এখনো জাতীয় পরিচয় পত্র হয়নি তারা জাতীয় পরিচয় পত্র এবং জন্ম সনদ না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রের ফটোকপি দিয়েও খুব সহজে অভ্যন্তরীণ বিমানের জন্য টিকিট কাটতে পারবেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস

আজকের আর্টিকেলটি যদি আমি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জেনে গিয়েছেন অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম। এখন আমরা আপনাকে জানাবো আপনি যদি বিমানের টিকিট কাটতে চান তাহলে কত টাকা ব্যয় করতে হবে। চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে আসে যাক।

যাতায়াতের স্থান ও  টিকেট মূল্য
  • Dhaka to Jessore-৪১৩৬ টাকা(economy)
  • Dhaka to chattagram -৪১৩৬ টাকা(economy
  • Dhaka to Cox's Bazar -৫৪৮০ টাকা(economy)
  • Dhaka to Barishal ৩০০০-৩৫০০ টাকা(economy)
  • Dhaka to Saidpur -৫০৯৩ টাকা(economy)
  • Dhaka to Rajshahi -৪১৩৬ টাকা(economy)
  • Dhaka to sylhet -৪১৩৬ টাকা(economy)
বিশেষ দ্রষ্টব্যঃ আপনারা উপরে যে সকল টিকিটের দাম দেখছেন এগুলো টিকিট কাটার ন্যূনতম একমাস আগে বুকিং করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম আন্তর্জাতিক ভ্রমণ 

জীবিকার উদ্দেশ্যে অথবা ভ্রমণের জন্য বিভিন্ন কারণে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে হয়। আপনিও যদি দেশের বাইরে আন্তর্জাতিক ভ্রমণ করতে চান তাহলে এক্ষেত্রে বিমানে আপনার যেমন খরচ হবে চলুন সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। সাধারণত গন্তব্যস্থান এবং বিমান অনুযায়ী বিমানের টিকিট মূল্য নির্ধারণ হয়।
আন্তর্জাতিক যাতায়াতের স্থান 

যাতায়াতের স্থান ও  টিকেট মূল্য
  • ঢাকা থেকে দাম্মাম- ৫১ হাজার ১৭০ টাকা (economy)
  • ঢাকা থেকে আবুধাবি -৩২ হাজার ৩৬৫ টাকা (economy)
  • ঢাকা থেকে কুয়েত- ১ লক্ষ ৮২ হাজার টাকা (economy)
  • ঢাকা থেকে কাঠমুন্ডু -২৩ হাজার ২৯৫ টাকা (economy)
  • ঢাকা থেকে কুয়ালালামপুর -৫৬ হাজার ১৪৯ টাকা (economy)
  • ঢাকা থেকে দিল্লি -১৪ হাজার ৯৬১ টাকা (economy)
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের তালিকাতে আপনারা যে সকল টিকিটের মূল্য দেখছেন এগুলো ১ মাস আগে বুকিং করা হয়। এগুলো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনোমিক রাজ ক্যাটাগরি টিকিট মূল্য

বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের টিকিটের দাম ২০২৪

বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে দেশের বাইরে ভ্রমণ করতে হতে পারে। আপনি যদি বাংলাদেশে থাকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান তাহলে কোন দেশে যেতে হলে কত টাকা বিমান মূল্য দিতে হবে চলুন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে এসে যাক।

যাতায়াতের স্থান ও টিকেট মূল্য
  • ঢাকা থেকে সৌদি আরব -৫৬ হাজার টাকা (economy)
  • ঢাকা থেকে সিঙ্গাপুর- ৯৭ হাজার ৮০৫ টাকা ( বিজনেস ক্লাস)
  • ঢাকা থেকে কলকাতা-৮৬০৮ টাকা (economy)
  • ঢাকা থেকে দাম্মাম- ৫১হাজার ১৭০ টাকা (economy)
  • ঢাকা থেকে জেদ্দা -৭৯ হাজার ৭৮২ টাকা (economy)
  • ঢাকা থেকে লন্ডন -৭২ হাজার ৩৩৪ টাকা (economy)
বাংলাদেশ থেকে যতগুলো বিমান ব্যবস্থা চালু রয়েছে তার ভিতরে আন্তর্জাতিক ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় এবং অন্যতম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের দাম যে কোন সময় পরিবর্তন হতে পারে এজন্য বিমান টিকেট কাটার পূর্বে অবশ্যই আপনি যাতায়াতের স্থান বিমান ক্যাটাগরি এবং এগুলো ভালো করে দেখে নিবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

আর্টিকেলটি ফর মাধ্যমে নিশ্চয় আপনি জেনে গিয়েছেন অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম।টিকিট কাটার পরে ভ্রমণ করার জন্য সে টিকিট টি চেক করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট চেক করবেন যেভাবে চলুন সেই উপায় গুলো জেনে আসা যাক।

অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন টিকেট চেক
  • সর্বপ্রথম আপনাকে যেতে হবে https://www.biman-airlines.com/
  • তারপর সেখান থেকে আপনি "web check -In তবে ক্লিক করুন।
  • তারপর আপনার PNR CODE এবং LAST NAME/SURNAME প্রদান করুন।
  • এবার সেখানে থাকা Search বাটনে ক্লিক করুন।
  • এবার নিজের চোখে দেখে নিন আপনার টিকিটের বিবরণ যেমন - ফ্লাইট এর তারিখ সময় এবং গন্তব্যসহ যাত্রীদের তালিকা।
বিমান বাংলাদেশ মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট চেক করুন 
  • এজন্য আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে বিমান বাংলাদেশ মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ইন্সটল করতে হবে।
  • তারপর সেটা আপনার ফোনে লগইন করুন।
  • এবার " বুকিং মেনুতে প্রবেশ করুন।
  • তারপর আপনার এই টিকিট নম্বর এবং পরিবারের নাম প্রদান করুন।
  • পরবর্তী স্টেপে আপনি ক্লিক করবেন অনুসন্ধান বোতামে।
  • এবার আপনার সামনে সঠিকভাবে চলে আসবে আপনার টিকিটের বিবরণ।
অফলাইনে বিমান বাংলাদেশের টিকিট চেক 
আপনি অনলাইনের পাশাপাশি অফলাইনও বিমান বাংলাদেশ এর টিকিট চেক করতে পারবেন এজন্য আপনাকে বিমান বাংলাদেশের টিকিট কাউন্টারে যেতে হবে।
multiplebd-অনলাইনে -বিমানের- টিকেট -কাটার -নিয়ম -যেনে -নিন
  • আপনার নিকটস্থ বিমান বাংলাদেশের অফিসে যান।
  • সেখানে গিয়ে টিকিট কাউন্টারে একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন।
  • দায়িত্বরত কর্মীকে আপনার এই টিকিট নম্বর এবং পরিবারের নাম প্রদান করুন।
  • সেখানে থাকে এজেন্ট আপনার ঠিকিউটার আপনাকে সঠিকভাবে জানিয়ে দিবে এবং নিশ্চিত করবে আপনার ভ্রমণের কোনো সমস্যা আছে কিনা।

বিমানের টিকিট কাটার পর ফেরত দেয়ার নিয়ম

বিভিন্ন সময় এমন হয় যে বিভিন্ন টিকিট কাটার পরে সেটা ফেরত দিতে হচ্ছে। বিমানের টিকিট কাটার পর যদি ফেরত দেয়ার প্রয়োজন হয় তাহলে কিভাবে আপনি টিকিট ফেরত দেবেন চলুন এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।বিমানের টিকিট কাটার পর সেটা যদি ফেরত দিতে হয় তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বিমান ছাড়ার ২৪ ঘন্টা পূর্বে টিকিট ক্যানসেল করতে হবে।

অর্থাৎ আপনি যখন বিমানে টিকিট কাটলেন আপনার ভ্রমণের ডেট থেকে ২৪ ঘণ্টা পড়বে টিকিট ঠিক ক্যানসেল করে দিন। এজন্য আপনি যদি বিমানের টিকেট কাটার পরে সেটা যদি ফেরত দিতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে বিমান ছেড়ে দেওয়ার 24 ঘন্টা আগে এবং বাস ছাড়ার ৪ ঘন্টা আগে বাতিল করতে হবে তাহলে আপনি পুরোপুরি টাকা ফেরত পাবেন। আশা করছি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।

পোস্ট সম্পর্কে রাইটারের মন্তব্য

আজকের পুরো আর্টিকেলটি যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জেনে গিয়েছেন বিমানের টিকিট সম্পর্কে বিস্তারিত। আপনার যদি কখনো বিভিন্ন টিকিট কাটার প্রয়োজন হয় তাহলে আপনি চেষ্টা করবেন তার সাথে আগে থেকে টিকিট কাটা তাহলে এটা আপনার জন্য ভালো হবে। প্রিয় পাঠক,আজকে আর্টিকেলে আমরা আপনাকে জানিয়েছি অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম।

আশা করছি আপনি আর্টিকেলটি  পড়ার  মাধ্যমে সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন আর এ ধরনের তথ্যগুলোকে নিয়মিত ভিজিট করুন আমাদের এই  www.multiplebd.com ওয়েবসাইটে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url