ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে-ফেসবুক বুস্টিং কি
মোবাইল দিয়ে টাকা আয় করার ১০ টি সেরা উপায়আমরা অনেকেই কনফিউশনে থাকি যে ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে-ফেসবুক
বুস্টিং কি। অনেকেই আবার ভেবে থাকেন ফেসবুকে পোস্ট করার জন্য খুব বেশি টাকা
দরকার। এজন্য তাদেরকে সকল ধারণা এবং সঠিক তথ্য প্রদান করা হচ্ছে আজকের আর্টিকেলের
উদ্দেশ্য। এ ছাড়া আর্টিকেলটি পড়লে আপনি আরো জানতে পারবেন ফেসবুক পেজ বুস্ট করার
নিয়ম সম্পর্কেও।
এজন্য আপনার অজানা সকল তথ্য বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে চলেছেন আজকের
আর্টিকেলটি পড়ার মাধ্যমে। তাই অবশ্যই আপনি যদি জানতে চান ফেসবুক পেজ বুস্ট
করতে কত টাকা লাগে-ফেসবুক বুস্টিং কি তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ
দিয়ে পড়ুন।
ভূমিকা
ফেসবুক পেজে পোস্ট করার মাধ্যমে খুব সহজেই অধিক জনগণের সামনে পণ্য বা সেবা গুলো
উপস্থাপন করার মাধ্যমে বেশি টাকা উপার্জন করা সম্ভব। আপনি যদি না জেনে থাকেন
ফেসবুক পেজ কিভাবে বুস্ট করতে হয় তাহলে আর্টিকেলটি পরে বিস্তারিত জেনে নিন। এর
পাশাপাশি আপনি আরো জানতে পারবেন ফেসবুক পেজ বুস্টিং এবং ফেসবুক পেজ বুস্ট করলে কি
হয় সে বিভিন্ন বিষয় সম্পর্কে।
ফেসবুক বুস্টিং কি
যারা ব্যবসায়িক উদ্দেশ্যে ফেসবুক পেজ করেছেন তাদেরকে বিভিন্ন সময় ফেসবুকে
বুস্ট করতে হয়। এজন্য আজকের আর্টিকেলে আমরা জানবো ফেসবুক পেজ বুস্ট করতে কত
টাকা লাগে-ফেসবুক বুস্টিং কি। যারা ফেসবুক পেজে একেবারে নতুন তাদেরকে ফেসবুক
বুস্টিং সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। চলুন তাহলে এ সম্পর্কে বিস্তারিত
জেনে আসা যাক।
ফেসবুক বুস্টিং বিষয়টি এভাবে বলায় যে ফেসবুকের অন্তর্গত যে সকল পেজ আছে
সে সকল পেজের পোস্ট অথবা বিভিন্ন ধরনের ভিডিও গুলো দর্শকদের সামনে আকর্ষণ এবং
ভিউ বাড়ানোর জন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে এটাকে পরিচালিত করা যে যে মাধ্যমে
এটা দর্শকদের সামনে বেশি বেশি উপস্থাপন হয় এবং ভালো মানের প্রফিট পাওয়া যায়।
ফেসবুক কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের সবকিছুই ফলো করে যেমন তাদের আচার-আচরণ
তাদের বিধি নিষেধ তাদের লাইফ স্টাইল তারা কোনগুলোতে বেশি আসক্ত সবকিছু
সম্পর্কে ফেসবুক ধারণা রাখে । আর এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যখন ফেসবুক
পেজ বুস্ট করা হয় তখন ফেসবুক কর্তৃপক্ষ ঐ সকল দর্শকদের সামনে সকল
পোস্ট কিংবা ভিডিও গুলো নিয়ে যাই যাদের কাছে এই পণ্যটি খুব দরকার।
বিষয়টি একটি উদাহরণ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। ধরুন একটা মানুষের
টি-শার্টের বিজনেস আছে এখন তিনি চাচ্ছেন তার এই টিশার্টগুলো ফেসবুকের মাধ্যমে
বিক্রি করবেন এবং সেই অনুযায়ী তার ফেসবুক পেজে এগুলো বুস্ট করে দিল। এ বুস্ট
করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার আগে।
এভাবে যখন ফেসবুকে পোস্ট করা হয় তখন এগুলো দর্শকদের সামনে তাদের হোম পেজে শো
করে। এভাবে যারা টি-শার্ট সম্পর্কে বেশি আগ্রহী বা কিনতে চায় তাদের ফেসবুক
ওয়ালে ফেসবুক কর্তৃপক্ষ এ সকল পণ্য বেশি বেশি উপস্থাপন করে । আর এই
প্রক্রিয়াটিকে বলা যায় ফেসবুক বুস্ট অথবা ফেসবুক পেজ বুস্ট ।
ফেসবুক পেজ বুস্ট করলে কি হয়
আমাদের অনেকেরই প্রশ্ন যে ফেসবুক পেজ বুস্ট করলে কি হবে। এজন্য এখন আমরা জেনে
নিব ফেসবুকে পেজ বুষ্ট করা হলে এর কাজ কি সে বিষয় সম্পর্কে। ফেসবুক পেজ বুষ্ট
করলে কি হবে সে বিষয়ে সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম একটি কথা বলতে হয় যে যখন
আপনি ফেসবুক পেজ বুস্ট করবেন তখন এটা আপনার অনলাইন বিজনেস এর পরের থেকে আরও
বেশি বৃদ্ধি করবে।
একটি উদাহরণ দিলে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। ধরুন আপনার বন্ধুর
বাজারে একটি দোকান আছে সেখানে সে নিত্যদিনের বেচা কেনা করে। ঠিক তেমন একইভাবে
অনলাইনে যদি আপনি বিজনেস করার কথা ভাবেন সে ক্ষেত্রে ফেসবুকে যদি ফেসবুক করেন
তাহলে সেখান থেকেও আপনি প্রতিদিনের একটা নির্দিষ্ট পরিমাণ সেল করতে পারবেন।
অর্থাৎ বাজারে যখন দোকান নিয়ে সেখানে একটা স্কয়ার ফুটে যেমন ভাড়া দিয়ে
আপনাকে ব্যবসা করতে হয় ঠিক তেমনি আপনার পার্সোনাল ভাবে একটি ফেসবুক পেজ তৈরি
করে সেই পেজে পণ্যের ভিডিও গুলো প্রতিদিন পোস্ট করার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ
সেল করতে পারবেন। ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে-ফেসবুক বুস্টিং কি
সম্পর্কে জানার পাশাপাশি।
আপনাকে তাই জানতে হবে ফেসবুক পেজ বুস্টিং করলে কি হবে সে বিষয় সম্পর্কেও। চলুন
তাহলে এবার বিস্তারিতভাবে জেনে আসা যাক ফেসবুক পেজ বুষ্ট করলে কি কি সুবিধা
পাওয়া যাবে সেই বিষয়গুলো সম্পর্কে।
- আপনার যদি বাজারে কোন দোকান থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি ফেসবুকে যদি বুস্ট করেন তাহলে একসঙ্গে দুই জায়গা থেকে মুনাফা পাওয়ার সুযোগ রয়েছে।
- ফেসবুক পেজ যদি পোস্ট করা হয় তাহলে সেখানে অটোমেটিকলি ফলোয়ার বৃদ্ধি পায় এবং পরবর্তীতে আপনার পণ্যের ভিডিও আপলোড করা হলে সেখানে রিয়েল কাস্টমার গুলো খুঁজে পাওয়ার সুবিধা থাকে। এর পাশাপাশি পণ্য বিক্রি হয়।
- যখন ফেসবুক পেজ বুষ্ট করা হয় তখন যে ট্রাফিক গুলো আসে সেগুলো আপনার পেজেনর অথেন্টিক কাস্টমার হিসেবে ট্র্যাকিং করা যায়।
- ফেসবুক পেজ যদি বুস্ট করা হয় তাহলে সব সময় পেজটি সবার উপরে থাকবে এক কথায় রেংকে থাকবে।
- ফেসবুক পেজে যদি পোস্ট করা হয় তাহলে এক্ষেত্রে আপনার পরিচিত এবং অপরিচিত সবাই আপনার পেজ দেখতে পারবে। এভাবে পেজের ভিউ বাড়তে থাকবে।
- আশা করছি আপনি নিশ্চয় বিষয়গুলো বুঝতে পেরেছেন যে ফেসবুক পেজে বুস্ট করলে কি হবে। এজন্য আপনার যদি কোন ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অবশ্যই সেটা বুস্ট করার মাধ্যমে ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারেন।
ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে
আপনার যদি একটি ফেসবুক পেজ থেকে থাকে আর সেখানে যদি আপনি বুস্ট করতে চান তাহলে
আপনাকে জানতে হবে ফেসবুক বুস্ট করার জন্য টাকার বিষয়টা। মূলত আপনার ফেসবুক পেজের
পোস্ট করার বিষয়টি পুরোপুরি ভাবে নির্ভর করে থাকে ডলারের উপরে। চলুন তাহলে এ
বিষয়ে সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।
ডলারের রেট যদি বেশি থাকে তাহলে এক্ষেত্রে ফেসবুক পেজে পোস্ট করার জন্য খরচ বেশি
পরে আর ডলারের রেট যদি কম থাকে তাহলে এক্ষেত্রে ফেসবুক বুস্ট করা হলে খরচ কম হয়।
এজন্য ফেসবুক পেজ বুষ্ট করার জন্য টাকার বিষয়টি পুরোপুরি ভাবে নির্ভর করে
বর্তমান সময়ের ডলার রেট হিসেবে। এর পাশাপাশি যখন আপনি ফেসবুক পেজ বুস্ট
করবেন।
তখন আপনাকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ভ্যাট দিতে হয় ১৫% হারে। আপনি যদি মনে
করেন শুধু মাত্র ৫ ডলার পোষ্ট দিয়ে একদিনের জন্য পেজের পণ্যের ভিডিও গুলো পোস্ট
করবেন তাহলে সে ক্ষেত্রে আপনার অনেক ক্লিক আসবে এবং সেল সম্ভব হবে। মূলত আপনি
ফেসবুক কর্তৃপক্ষকে যত টাকা প্রদান করবেন আপনার ভিডিওতে ঠিক তত পরিমাণে ভিউ আসবে
এবং ক্লিক আসবে।
কেউ যদি ৫০০ ডলার চার দিন সময়ের জন্য পোস্ট করে থাকে তাহলে সে ক্ষেত্রে আনুমানিক
ক্লিক আসতে পারে ৩০০০০ এর মত। আপনার পেজের ভিউ যত বেশি বৃদ্ধি পাবে অর্ডারের
পরিমাণ ঠিক তত বাড়তে থাকবে। ফেসবুকে আপনি জয় পরিমাণ বুস্ট করতে চান তার 15%
আপনাকে ফেসবুক কর্তৃপক্ষকে ভ্যাট দিতে হবে।
এজন্য বলা যায় আপনি যদি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাহলে সে ক্ষেত্রে পেজ
বুস্ট করার মাধ্যমে ভালো মানের ইনকাম করতে পারবেন।
ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম
আজকের পুরো আর্টিকেল জুড়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ফেসবুক পেজ বুস্ট
করতে কত টাকা লাগে-ফেসবুক বুস্টিং কি। কিন্তু অনেকেই জানিনা ফেসবুক পেজ কিভাবে
বুস্টিং করতে হয়। তাই আমরা ভেবেছি যে আজকের আর্টিকেলে এই পড়বে এসে আপনাদেরকে
জানিয়ে দেব ফেসবুক পোস্ট করার সেরা নিয়ম সম্পর্কে। চলুন তাহলে বিস্তারিত জেনে
এসে যাক।
- আপনার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনাকে অবশ্যই নিয়মিত পোস্ট করা লাগবে।
- প্রতিদিন একই ধরনের কনটেন্ট পোস্ট না করে আলাদা আলাদা কনটেন্ট ক্যাটাগরি পোস্ট করতে হবে।
- জনপ্রিয় বিষয়ে বেছে নিয়ে সেই বিষয়টির উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে।
- অন্যান্য বিভিন্ন ধরনের গ্রুপগুলোতে আপনার পেজ বেশি বেশি শেয়ার করতে হবে।
- অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার পেজ প্রমোট করুন।
- যখন আপনি কোন স্ট্যাটাস আপলোড দিবেন বা ভিডিও আপলোড দেবেন তখন অবশ্যই আপনাকে Hashtag (#) এর ব্যবহার করতে হবে।
- কনটেন্ট পোস্ট করার সময় খেয়াল রাখতে হবে যেন সে কনটেন্ট গুলো একদম সঠিক হয়।
- ফেসবুক পেজের যে সকল সেটিং আছে প্রতিটাই আপনি কি কাস্টমাইজ করতে হবে এবং প্রফেশনাল মানে তৈরি করতে হবে।
- ফেসবুক পেজ থেকে যদি পূর্ণ সেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করতে হবে।
-
আপনার পেজ সম্পর্কে আপনার চেনা এবং পরিচিত লোকদেরকে বলতে হবে যেন তারাও এই
পেজে বেশি বেশি ভিজিট করে এবং পেজ শেয়ার করে।
ভিসা কার্ড দিয়ে ফেসবুক বুস্ট
আপনি যদি আপনার ফেসবুক পেজে পোস্ট করতে চান তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনার
ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। এছাড়াও ক্রেডিট কার্ড ব্যবহার করেও ফেসবুক
পেজ বুষ্টিং করা যায়। পাসপোর্ট এর মেয়াদের উপর নির্ভর করেই মাস্টারভিসা এবং
ভিসা কার্ড প্রদান করা হয়ে থাকে। এজন্য ডুয়েল কারেন্সি কার্ড গুলোতে
নির্দিষ্ট পরিমাণ ডলার এনডোস হয় শুধুমাত্র পেজ বুস্ট করার জন্য।
আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড এন্ডোর্স করতে চান তাহলে এক্ষেত্রে
সর্বোচ্চ ১ বছরের জন্য আপনি ৫০০০ ডলার পর্যন্ত কার্ডে এনডোস করতে পারবেন।
ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে-ফেসবুক বুস্টিং কি সেটা নিশ্চয়ই আপনি
জেনে গেছেন। আপনি যদি একটা মাস্টার অথবা ভিসা কার্ড দিয়ে ফেসবুক পেজ বুস্ট
করতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে যে সকল পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে তার
নিচে তুলে ধরা হলো।
- সর্বপ্রথম আপনাকে নিজের ফেসবুক পেজে প্রবেশ করা লাগবে।
- আপনার ফেসবুক পেজের যে পোস্ট অথবা ভিডিওটি আপনি বুস্ট করবেন সেই পোস্ট অথবা ভিডিওর নিচে দেখবেন লিখা আছে "Bost Post" নামক বাটন। সেখানে আপনি ক্লিক করে দিন।
- আপনার বোস্তকৃত পোস্ট অথবা ভিডিও থেকে আপনি কোন ধরনের ফলাফল আশা করছেন সে বিষয়টা আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেমন - ওয়েবসাইট থেকে ভিজিটর পাওয়া, কাস্টমারের থেকে অধিক মেসেজ পাওয়া, ফোন কল পাওয়া ইত্যাদি। এছাড়াও অটোমেটিক সিলেক্ট করার অপশনও আপনি পেয়ে যাবেন ।
- কাস্টমার পর্যায়ে আপনি কোন ধরনের অপশনটি শো করাবেন সেটা আপনাকে সিলেক্ট করে বেছে নিতে হবে যেমন - order now, WhatsApp, call now, send message এগুলোর ভেতরে আপনি যেকোন একটা বেছে নিন।
- একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পণ্যের ধরন অনুযায়ী অডিয়েন্টস সিলেক্ট করা। এক কথায় বলতে হয় আপনি যে ধরনের পণ্য সেল করেন সেই অনুযায়ী আপনার কাস্টমার সিলেক্ট করে নিতে হবে।
- এবার আপনি কোন সময়ে পোস্ট করতে চান সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। মূলত সিলেট করার জন্য আপনি অনেক ধরনের অপশন পেয়ে যাবেন সেটা আপনি পছন্দ অনুযায়ী বেছে নিন।
- তারপর আপনার নির্দিষ্ট পরিমাণ বিট অথবা বাজেট অনুযায়ী অর্থাৎ প্রতিদিন আপনি কি পরিমাণ অর্থ ফেসবুক কর্তৃপক্ষকে দিবেন সেটা সিলেক্ট করুন।
- সেজদাতে এসে ফেসবুক পেজটি পোস্ট করার প্রক্রিয়াটা পুনরায় যাচাই করুন এবং সর্বশেষ "Bost Post Now" অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক পেজ বুস্ট পক্রিয়াটি সম্পন্ন হবে।
বিকাশ দিয়ে পেজ প্রমোট
আর্টিকেলটি পড়ার মাধ্যমে নিশ্চই আপনি জেনে গিয়েছেন ফেসবুক পেজ প্রমোট করার
জন্য আপনার ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড প্রয়োজন। অনেকে
আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন বিকাশ দিয়ে পেজ প্রমোট করা যায় কিনা।
চলুন তাহলে এ বিষয়ে সম্পর্কে এবার বিস্তারিত জেনে আসা যাক।
প্রথমেই বলতে হয় যে সরাসরি ভাবে আপনি কোনভাবে বিকাশ দিয়ে পেজ প্রমোট অথবা
ভিডিও বুস্ট করতে পারবেন না। তবে হ্যাঁ আপনি বিকাশ দিয়ে যেকোন একটা ডিজিটাল
মার্কেটটাকে অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কে টাকা দেওয়ার মাধ্যমে তাদের
থেকে আপনার ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন।
তাদের থেকে বিকাশ পেমেন্ট করে আপনি খুব সহজে পেজ বুস্টিং অথবা প্রমোট করে নিতে
পারবেন। বিকাশ কর্তৃপক্ষ কখনো কোনভাবে সরাসরি ভাবে ফেসবুক পেজ এবং পেজের ভিডিও
পোস্ট করার ক্ষমতা রাখেনা। এজন্য আপনি যদি বিকাশ দিয়ে পেজ প্রমোট করার কথা
ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সে ভাবনা-চিন্তাগুলো ভুলে যেতে হবে।
তাহলে নিশ্চয়ই এ বিষয়টি আপনি পুরষ্কারভাবে বুঝতে পেরেছেন যে ফেসবুক পোস্ট
করার জন্য আপনি বিকাশ দিয়ে কাজ চালাতে পারবেন না এজন্য আপনার প্রয়োজন হবে
ডুয়াল কারেন্সি কার্ড। আপনি যদি জানতে চান ফেসবুক পেজ কেন বুস্ট করা প্রয়োজন
তাহলে নিচের অংশটি পড়ুন।
ফেসবুক পেজ বুস্ট কেন করা প্রয়োজন
আর্টিকেলটি পড়ার মাধ্যমে ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি ফেসবুক পেজ বুস্ট করতে কত
টাকা লাগে-ফেসবুক বুস্টিং কি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে
ফেসবুক পেজ বুস্ট করা কেন প্রয়োজন। আপনার মাথাতেও যদি এই চিন্তা ঘুরপাক করে
তাহলে চলুন এবার সে প্রশ্নের উত্তর জেনে আসা যাক।
ফেসবুক পেজ বুস্ট করা হতে পারে কোন ব্যক্তি বা সংস্থার কাছে একটি অন্যতম কৌশলগত
পদক্ষেপ যার মাধ্যমে তারা দর্শকদের নিকট তাদের বিষয়ে বস্তুকে প্রচার করতে
চাচ্ছেন। ফেসবুক পেজ বুস্ট করা হলে এটা আপনার পণ্য বা ভিডিওগুলো একটা নির্দিষ্ট
বয়সের মানুষের কাছে একটা নির্দিষ্ট অবস্থান কিংবা নির্দিষ্ট বিষয়ে সম্পর্কে
আগ্রহী ব্যক্তিদের কাছে পৌঁছে দিবে।
যেখান থেকে আপনার পেজের পণ্য অথবা ভিডিও অথবা কনটেন্ট গুলো বেশি বেশি উপস্থাপন
করার মাধ্যমে বেশি ক্লিক ও সেল এর মাধ্যমে আপনি বেশি ইনকাম করতে পারবেন। এজন্য
ফেসবুক পেজ বুস্ট করার মাধ্যমে আপনার ব্যবসা কে আপনি নিয়ে যেতে পারবেন হাই
লেভেলে। এজন্য বৃহত্তর জনসংখ্যার নিকট আপনার এসকল সেবা।
বা প্রচারগুলো পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে পেজ বুষ্ট করা হয়। পৃথিবীতে যতগুলো
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম আছে তার ভিতরে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হচ্ছে
ফেসবুক যেখানে আপনি পেজ বুস্ট করে হিউজ পরিমাণ বেনিফিট পেয়ে যাবেন। তাহলে
নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গিয়েছেন ফেসবুক পেজ বুস্ট করা কেন প্রয়োজন।
ফেসবুক পেজ বুস্ট করার জন্য সর্বনিম্ন খরচ কত টাকা
আপনারা যারা ফেসবুকে বিজনেস করেন তাদের ক্ষেত্রে ফেসবুক পেজ বুস্ট করতে হয়
প্রায় সময়ই। কিন্তু ফেসবুক পেইজে যারা এক ধরনের নতুন যারা ফেসবুক পেজ পোস্ট
করা সম্পর্কে কিছুই জানে না তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে ফেসবুক পেজ
বুশ করা হলে সর্বনিম্ন খরচ কত টাকা হবে। চলুন এই বিষয় সম্পর্কে বিস্তারিত
জেনে আসা যাক। মূলত ডলার রেটের উপর ভিত্তি করে ফেসবুক পেজ বুস্ট খরচ আসে।
এক কথায় বলতে হয় যখন যেরকম ডলার রেট ঠিক সেরকম ভাবেই আপনার খরচ হবে। আপনি
যদি ফেসবুক পেজ বুস্ট করতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে ১৫% ভ্যাট দিতে হবে।
এজন্য ফেসবুক ফেসবু করার সর্বনিম্ন খরচ হচ্ছে আপনার ডলার এর সঙ্গে ১৫% ভ্যাট।
অর্থাৎ আপনি যত ডলার বুস্ট করবেন তার সঙ্গে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষকে ১৫%
ভ্যাট দিতে হবে।
শেষ কিছু কথা
আমি আশা করছি আজকের আর্টিকেলটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন
তাহলে নিশ্চয়ই আপনি জেনে গেছেন ফেসবুক বুস্ট বিষয়ে সম্পর্কে। আমি আশা করছি
আপনাকে এই তথ্যগুলো ফেসবুক পেজ বুষ্ট করতে অনেক সাহায্য করবে। তবুও আজকের
আর্টিকেলটি যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে
জানাতে পারেন।
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে জানিয়েছি ফেসবুক পেজ বুস্ট করতে
কত টাকা লাগে-ফেসবুক বুস্টিং কি। আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই বেশি
বেশি শেয়ার করে দিন। আর হ্যাঁ এ সকল তথ্য সেবা গুলো পেতে নিয়মিত ভিজিট করুন
আমাদের এই
www.multiplebd.com ওয়েবসাইটটিতে।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url