মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় - মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম
মোবাইল দিয়ে টাকা আয় করার ১০ টি সেরা উপায় জানতে চাপ দিনআপনি কি জানেন মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় - মোবাইল হারিয়ে গেলে
জিডি করার নিয়মকি ? যদি না জেনে থাকেন তাহলে আর্টিকেলটি আপনার জন্যই। আর্টিকেলটি
পড়লে বুঝে যাবেন কিভাবে আপনি হারানো মোবাইল ফোন খুজে পাবেন। এছাড়াও আর্টিকেলটি
পরে আপনি আরো জানতে পারবেন মোবাইল হারিয়ে গেলে করণীয় কি। বিস্তারিত জানুন আর্টিকেলে।
আমরা যদি না জেনে থাকি মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় - মোবাইল হারিয়ে
গেলে জিডি করার নিয়ম সম্পর্কে তাহলে আমরা মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশা ছাড়া
আর কিছুই করতে পারবো না। চলুন তাহলে মোবাইল ফোন ফিরে পেতে এই উপায় গুলো জানার
জন্য আর্টিকেলটি আমরা শেষ পর্যন্ত পড়ে আসি।
ভূমিকা
আমরা যে মোবাইল ফোন গুলো ব্যবহার করি অনেক সময় এগুলো হারিয়ে যায় এজন্য
আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা এগুলো খুঁজে পেতে পারি বা হারিয়ে গেলে করণীয়
কি। যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আজকের এই আর্টিকেলের ভেতরে। আমি নিশ্চিত যে
আপনি যদি আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনার যদি মোবাইল ফোন হারিয়ে যায়
তাহলে আপনি এ পদ্ধতিগুলো অবলম্বন করে খুঁজে পেতে পারেন খুব সহজেই। তাই বিস্তারিত
জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
মোবাইল হারিয়ে গেলে করণীয় কি
মোবাইল ফোন হারিয়ে যাওয়া নির্ধারিত কোন সময় নেই। আমাদের ব্যবহার করা এ মোবাইল
ফোনগুলো আমাদের থেকে হারিয়ে যেতে পারে যে কোন সময়। তাই অবশ্যই আমাদের জানতে হবে
মোবাইল ফোন হারিয়ে গেলে আমাদের কি করতে হবে। আচ্ছা আপনি কি জানেন মোবাইল হারিয়ে
গেলে করণীয় কি ? যদি না জেনে থাকেন তাহলে বিস্তারিতভাবে জেনে নিন।
- আপনার ব্যবহার করা মোবাইল ফোন যখন চুরি কিংবা হারিয়ে যাবে তখন আপনি সঙ্গে সঙ্গে আপনার ব্যবহার করা যে অপারেটর অর্থাৎ টেলিকম অপারেটরকে কল দিয়ে বলবেন যে আপনার ফোন হারিয়ে গেছে এজন্য যেন তারা সাময়িক সময়ের জন্য আউটগোয়িং বন্ধ করে দেয়।
- এজন্য আপনারা হারিয়ে যাওয়া ফোনটি পাওয়ার জন্য আপনার নিকটস্থ থানাতে গিয়ে জিডি করুন। এর কারণ হচ্ছে আপনার ফোনে ব্যবহার করা যে সিম রয়েছে সেই সিম দিয়ে যেকোনো ধরনের গুরুতর অন্যায় অপরাধগুলো করলেও তার দায়ভার আপনার উপর পড়তে পারে কারণ সিম তো আপনার।
- এবং আপনি লোকেশন ট্যাগ করে আপনার ফোনটি সার্চ করতে পারবেন। এজন্য আপনাকে আপনার android ফোনের ফাইন্ড মাই মোবাইল সার্ভিস থেকে লোকেশন ট্যাগ করার মাধ্যমে সার্চ করে নিতে পারেন।
- আপনি যখন শিওর হয়ে যাবেন যে আপনার ফোন হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে তাহলে আপনার ফোনের find my device ব্যবহার করার মাধ্যমে ফোনের যে ডাটা গুলো রয়েছে সেগুলো আপনি রিমুভ করে নিবেন।
- আপনি যখন বুঝতে পারবেন আপনার ফোনটি হারিয়ে গেছে কিংবা আপনার হাতের নাগালে চলে গেছে এজন্য সর্বপ্রথম যত ধরতে পারবেন আপনি আপনার এই ফোনের আই এম আই যে নাম্বার রয়েছে সেটা ব্লক করে দিন।
মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায়
আজকের আটকেলে আমাদের আলোচনার মুখ্য বিষয় ছিলমোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার
উপায় - মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম সম্পর্কে। আর্টিকেলটি পড়ার মাধ্যমে
এতক্ষণ তো আপনি জানতে পারলেন মোবাইল ফোন যদি হারিয়ে যায় তাহলে আপনার করনীয়
কিংবা মোবাইল ফোন হারিয়ে গেলে কি করতে হবে।
চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক হারানো মোবাইল ফোন খুঁজে পাওয়ার উপায়
সম্পর্কে। আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় তাহলে আপনি এজন্য বেশ কটি উপায়
অবলম্বন করতে পারেন। মোবাইল ফোন হারিয়ে গেলে আপনি থানায় জিডি করার মাধ্যমে
মোবাইল ফোন খুজে পেতে পারেন। এর পাশাপাশি আপনি জিমেইল আইডি ব্যবহার করেও হারিয়ে
যাওয়া মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন।
এজন্য আপনি জিমেইল একাউন্টের মাধ্যমে যদি মোবাইল খুজে পেতে চান তাহলে আপনাকে
জিমেইল একাউন্টে গিয়েই সেখানে security অপশনে যাওয়ার পর বিভিন্ন পদক্ষেপণ করার
মাধ্যমে খুঁজে বের করতে হবে। এ বিষয়গুলো জানার জন্য আর্টিকেলটি নিচের অংশে পড়তে
থাকুন। তাহলে আপনি বিস্তারিতভাবে জেনে যাবেন।
জিমেইল একাউন্টের মাধ্যমে মোবাইল খুজে পাওয়ার উপায়
আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় তাহলে আপনি একটি মোবাইল ফোনটি ফিরে পেতে পারেন
জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। আপনি হয়তো বা ভাবছেন কিভাবে গুগল একাউন্ট দিয়ে
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া যাবে সত্যিই এটা সম্ভব কিনা ? হ্যাঁ
বন্ধুরা গোল একাউন্টের মাধ্যমে আপনি লোকেশন ট্র্যাক করে মোবাইল ফোন খুজে পেতে
পারেন।
যেহেতু আপনি জিমেইল একাউন্টের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে
চাচ্ছেন তাহলে এজন্য অবশ্যই যে ফোনটি হারিয়ে গিয়েছে সেই ফোনে একটি জিমেইল
অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে। জিমেইল একাউন্টের মাধ্যমে মোবাইল খুজে পেতে চাইলে
এক্ষেত্রে আপনাকে ওই জিমেইল আইডির পাসওয়ার্ড জানতে হবে।
যে ফোনটি আপনি লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন সেই বোনের লোকেশন এবং ইন্টারনেট
কানেকশন চালু থাকা জরুরি। নয়তো আপনি ট্যাগ করতে পারবেন না। জিমেইল আইডি দিয়ে
আপনার হারিয়ে যাওয়া মোবাইল ট্যাগ করার জন্য আপনাকে যে পদক্ষেপগুলো অনুসরণ করতে
হবে সেগুলোর নিচে উল্লেখ করা হলো -
- সর্বপ্রথম আপনাকে আপনার জিমেইল আইডিতে যেতে হবে এবং সেখানে খেয়াল করে দেখতে পারবেন manage your Google account এই নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে।
- এবার খেয়াল করে দেখুন অনেকগুলো অপশন রয়েছে তার ভেতরে একটি অপশন রয়েছে security নামে।
- এবার আপনি এই security অপশনে ক্লিক করুন। দেখবেন অনেকগুলো অপশন রয়েছে তার ভেতরে যেখানে লেখা আছে your device।
- এবার আপনি এই your Device এর ভেতর থেকে বেছে নিন find a lost device. এই অপশনটিতে ক্লিক করুন।
- খেয়াল করে দেখুন আপনার জিমেইল আইডি আপনার যতগুলো মোবাইল ফোন নিয়ে ব্যবহার করা হয়েছে সে মোবাইল ফোনের নাম উল্লেখ করছে।
- এবার আপনি হারিয়ে যাওয়া মোবাইল ফোনের ডিভাইসটির নাম বেছে নিন।
- এবার দেখুন আপনার সামনে ছবির মত একটা অপশন আসছে এবং সেখানে লোকেশন দেখাচ্ছে।
- এবার আপনি লোকেশনে যে মার্ক করা স্থান দেখাবে সেখানে আপনি ক্লিক করুন আর দেখে নিন লোকেশন। এভাবে ট্যাগ করে ফিরিয়ে নিতে পারবেন।
আইনের সহযোগিতায় মোবাইল ফোন খুঁজে পাওয়ার উপায়
উপরে যে টিক্স এর কথা বললাম আপনার মোবাইল ফোনে যদি ইন্টারনেট কানেকশন এবং লোকেশন
অন করা না থাকে তাহলে আপনি এর উপরে মোবাইল ফোন খুজে বের করতে পারবেন না। যে কারণে
আপনি আইনের সহযোগিতা নিয়ে মোবাইল ফোন খুজে পেতে পারেন। এজন্য আপনি মোবাইল ফোন
হারিয়ে গেলে আপনার নিকটস্থ থানেতে গিয়ে ।
মোবাইল ফোনের যে imei নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে আপনি থানায় জিডি করতে
পারবেন। বর্তমান সময়ে আইএমই নাম্বারের সাহায্যে খুব সহজেই থানায় জিরি করে
মোবাইল ট্র্যাক করার মাধ্যমে উদ্ধার করা সম্ভব হচ্ছে। আপনিও এ পদ্ধতি অবলম্বন
করতে পারেন।
মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম
এতক্ষণ আমরা জেনেছি মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় - মোবাইল হারিয়ে
গেলে জিডি করার নিয়ম। মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম কি এটা অনেকেটে
অজানা। উপরের অংশ পড়ার মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে মোবাইল ফোন হারিয়ে গেলে
জিডি করার মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন।
চলুন তাহলে আমরা জেনে আসি কিভাবে আপনি মোবাইল ফোন হারিয়ে গেলে জিডি করবেন।
আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যাই এজন্য আপনি যদি থানে যদি করতে চান তাহলে
সর্বপ্রথম আপনাকে নিকটস্থ থানায় যেতে হবে। এজন্য আপনাকে একটি gd form কিংবা
জিডি আবেদন লিখতে হবে। সেখানে বিস্তারিত ভাবে আপনার মোবাইলে তথ্য তুলে ধরতে
হবে।
আপনার মোবাইল ফোন কিভাবে কখন হারিয়ে গেছে এ বিষয়গুলোও উল্লেখ থাকতে হবে।
এগুলো সব কিছু বিস্তারিতভাবে লিখে আপনি থানায় সে ফর্মটি ফিলাপ করে দিলেই আপনার
যদি সম্পন্ন হবে। মোবাইল ফোন হারিয়ে গেলে আপনি যদি থানে জিডি করতে চান তাহলে
আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন হবে -
- যে সময় আপনার মোবাইল ফোন হারিয়ে গেছে সেই সময় এবং সেদিনকে তারিখ।
- আপনি যদি হারানো মোবাইলের মালিক হয়ে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের কপি।
- আপনার মোবাইল ফোনে যে দুইটা IMEI নাম্বার রয়েছে সেই নাম্বার।
- আপনার মোবাইলের বিভিন্ন তথ্য যেমন ব্র্যান্ড, মোবাইলের রেম কত রোম কত ইত্যাদি।
- আপনার মোবাইলে কি কালার।
- মোবাইলে যে সিম ব্যবহার করা হতো সেই সিমের ফোন নাম্বার।
- জরুরী প্রয়োজনে যার সাথে যোগাযোগ করবে সেই ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার
- এবং আপনার মোবাইল ফোনটা কিভাবে কখন হারিয়ে গেছে এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য।
IMEI নাম্বার দিয়ে মোবাইল লোকেশন
আর্টিকেলটি পড়ে আমরা জানার চেষ্টা করছিলামমোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার
উপায় - মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম। আপনি কি জানেন নাম্বার দিয়ে
মোবাইল লোকেশন দেখা সম্পর্কে ? যদি না জেনে থাকেন তাহলে বিস্তারিত জেনে নিন।
কারণ আমরা এখন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আমাদের মোবাইল ফোন যখন হারিয়ে যায় তখন যে মোবাইলটি চুরি করে সে মোবাইল ফোনের
সিম পরিবর্তন করতে পারে কিংবা মোবাইল ফোন বন্ধ করতে পারে। কিন্তু IMEI নাম্বার
কখনোই পরিবর্তন করতে পারে না। তাই আপনি চাইলে খুব সহজেই এই নাম্বারটি দিয়ে
লোকেশন ট্র্যাক করতে পারবেন। তবে আমরা সাধারণ জনগণ IMEI নাম্বার দিয়ে মোবাইল
লোকেশন চেক করতে পারবো না।
এজন্য আমাদের পুলিশ প্রশাসন কিংবা আইনের সহায়তা নিতে হবে। এজন্য আপনাকে থানায়
জিডি করতে হবে এবং আপনার এই IMEI নম্বর দিতে হবে। থানায় জিডি করা হলে তারাই
আপনাকে এই নাম্বার ব্যবহার করার মাধ্যমে লোকেশন ট্র্যাক করবে এবং মোবাইল পাওয়া
গেলে তো আপনাকে ফিরিয়ে দিবে।
অনেক সময় যেহেতু মোবাইল হারিয়ে যাওয়ার পর তোর মোবাইল বন্ধ করে রাখে এজন্য
মোবাইল বন্ধ থাকা অবস্থায় লোকেশন ট্র্যাক সম্ভব না হওয়ার কারণে আপনার মোবাইল
পেতে দেরিও হতে পারে। এজন্য উত্তেজিত না হয়ে ধৈর্য ধরে বসে থাকতে হবে।
হারিয়ে যাওয়া ফোন লক করবেন যেভাবে
আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের ভেতরে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং
ফটো ও ভিডিও থাকতে পারে। কিন্তু তোর মোবাইল ফোন চুরি করার মাধ্যমে সে
গুরুত্বপূর্ণ ফাইল কিংবা তথ্যগুলো খুব সহজে অন্য সবার মাঝে ছড়িয়ে দিতে পারে
কিংবা এগুলো দিয়ে অন্যায় কিছু করতে পারে। তাই এজন্য আপনাকে ফোন লক করে দিতে
হবে।
চলুন জেনে আসা যাক হারিয়ে যাওয়া ফোন লক করবেন যেভাবে।
- আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনের যে জিমেইল আইডি ছিল সেই gmail আইডি আপনি কোন একটি ডিভাইসে লগইন করুন।
- my account.google.com এ আপনার জিমেইল আইডি দিয়ে লগইন করেন।
- এবার দেখুন নিচের দিকে লিখা আছে Find your phone. এখান থেকে আপনি get started করে দিন।
- এবার আপনি যে অপশন গুলো আসবে সেখান থেকে আপনার হারিয়ে যাওয়ার ডিভাইসটি সিলেক্ট করুন।
- খেয়াল করে দেখুন এখানে lock your phone নামে একটি অপশন রয়েছে।
- আপনি এবার এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন তিনটা বক্স রয়েছে। প্রথমে থাকা অর্থাৎ প্রথম বক্সে লক কো নামে একটি অপশন রয়েছে সেখানে যদি আপনি আপনার পাসওয়ার্ড দিন তাহলে চোর এ যাওয়া ফোনের ভিতরে যেতে পারবেনা।
- দুই নম্বর বক্সে লেখা আছে কমেন্ট এর জন্য। তৃতীয় বক্সে আপনার মোবাইল নাম্বার দিন এমন একটা
- তথ্য আছে। এজন্য আপনি সেটা বেছে নিন।
- এ পদ্ধতি গুলো অনুসরণ করার মাধ্যমে আপনি যদি আপনার ফোন লক করেন তাহলে চোর ফোন ব্যবহার করতে পারবে না।
- এভাবে যদি ফোন লোক করে থাকেন তাহলে চোর আপনাকে ব্যতীত অন্য কাউকে কল করতে পারবে না।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার উপায়
আমরা তো জানলাম মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় - মোবাইল হারিয়ে গেলে
জিডি করার নিয়ম। অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন মোবাইল নাম্বার দিয়ে
লোকেশন বের করার উপায়। তাই আজকের আর্টিকেলের এই অংশে আমাদের আলোচনার বিষয়
কিভাবে আপনি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করবেন। চলুন তাহলে এবার এই বিষয়
সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
- ট্রুকলারঃ কেউ যদি বারবার আপনাকে ফোন দিয়ে বিরক্ত করে কিংবা অচেনা নাম্বার থেকে যদি বারবার আপনার পরিচয় জানতে চায় তাহলে এক্ষেত্রে আপনি ট্রুকলার ব্যবহার করার মাধ্যমে তার লোকেশন জানতে পারবেন এবং সার্থক করতে পারবেন। এজন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে সার্চ করতে হবে ট্রুকলার।এবার অনেকগুলো অ্যাপ থাকবে সেখান থেকে আপনার কাঙ্খিত অ্যাপ বেছে নিয়ে সেটা ইন্সটল করে নিয়ে মোবাইল নাম্বার দিয়ে সাইনআপ করে নিন। এবার আপনার কন্টাক্ট লিস্টে থাকা সকল ব্যক্তিত্ব দেখতে পারবেন এছাড়াও আপনার কাছে যে অচেনা নাম্বার থেকে কল আসবে সেই মোবাইল নাম্বারের তথ্য জানতে পারবেন তবে এক্ষেত্রে মোবাইলে নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে।
- WhatsApp: বর্তমানে সময়ে এসে ফেসবুকে মোট পাশাপাশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। আপনি যদি অচেনা কোন নাম্বার সম্পর্কে বিস্তারিত জানতে চান এজন্য আপনি সেই নাম্বারটি মোবাইলে সেভ করে whatsapp এ এসে সেই নাম দিয়ে সার্চ করুন। ওই নাম্বার দিয়ে যদি কোন হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন নাম ও ছবিসহ বিস্তারিত তথ্য।
- imo: ইমু ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এজন্য আপনি imo অ্যাপস ডাউনলোড করে নিয়ে সেখানে সাইনআপ করে দিয়ে আপনি যে নাম্বার দিয়ে লোকেশন জানতে চাচ্ছেন সেই নাম্বার সেভ করে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন বিস্তারিত। সেখানে যদি কোন ছবি থাকে আপনি সেই ছবিসহ তাকে সনাক্ত করতে পারবেন।
আশা করছি আপনি বিস্তারিতভাবে জানতে পেরেছেন কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন
বের করবেন।
বন্ধ সিমের লোকেশন জানার উপায়
অনেকে জানতে চেয়েছেন বন্ধ সিমের লোকেশন জানার উপায় কি । আসলে বন্ধ সিমের লোকেশন জানার উপায় নেই। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন চেক করতে চান তাহলে অবশ্যই এক্ষেত্রে নাম্বারটা চালু করতে হবে। নাম্বার যদি চালু করে না থাকে তাহলে আপনি location খুঁজে পাবেন না। তবে এক্ষেত্রে আপনি IMEI নাম্বার দিয়ে লোকেশন চেক করতে পারবেন। এজন্য আপনি থানায় জিডি করে IMEI নাম্বার দিয়ে লোকেশন চেক করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন।
IMEI নাম্বার দেখে কিভাবে? How to check IMEI
মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় - মোবাইল হারিয়ে গেলে জিডি করার
নিয়মএর মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে IMEI নাম্বার। যেটা ব্যবহার করে আপনি
আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনের লোকেশন দেখতে পারবেন এমনকি খুঁজে পেতে পারবেন।
কিন্তু অনেকে জানে না কিভাবে মোবাইল ফোনের এই IMEI নাম্বার দেখতে হয়। চলুন তাহলে
এ বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে আসুন
আপনার ফোনের IMEI নাম্বার দেখতে পারবেন বিভিন্নভাবে। যেমন -
ডায়াল করে IMEI নাম্বার চেক
- আপনি ডায়াল করার মাধ্যমে জেনে নিতে পারেন ফোনের IMEI নাম্বার।
- এজন্য আপনাকে ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করতে হবে *#06#।
- এবার দেখে নিন ফোন স্ক্রিনে ভেসে উঠেছে আপনার IMEI নাম্বার।
ফোনের বক্স ও বিল
আপনি যদি ফোনটি নতুন অবস্থায় কিনে থাকেন বা যার থেকেই কিনে থাকেন না কেন দেখবেন
ফোনের একটা বক্স রয়েছে সে বক্সের গায়ে লিখা আছে IMEI নাম্বার। এজন্য
আপনার ফোন যদি চুরি হয়ে যায় তাহলে আপনি ফোনের বক্সে থাকা এই IMEI নাম্বার দিয়ে
ফোন লোকেশন ট্র্যাক করতে পারবেন।
ফোনের সেটিং থেকে IMEI নাম্বার চেক
- সর্বপ্রথম প্রবেশ করুন setting মেনুতে।
- এবার খেয়াল করে দেখুন About নামক অপশন।
- নিচের দিকে গিয়ে দেখে নিন IMEI number.
আইফোনে IMEI নাম্বার দেখার উপায়
- আপনি উপরের দুইটি ধাপ ছাড়াও ফোনের সেটিং থেকেও দেখে নিতে পারবেন IMEI নাম্বার।
- এজন্য ফোনের সেটিং মেনুতে প্রবেশ করুন।
- এরপর ক্লিক করে ফেলুন General অপশনে।
- তারপর সিলেক্ট করুন About নামক অপশন।
- এবার নিচের দিকে একটু স্ক্রল করুন আর দেখে নিন IMEI নাম্বার।
লেখকের শেষ কিছু কথা
মোবাইল ফোন হারিয়ে যেতে পারে যেকোনো সময় এগুলো আমাদের সচেতন তো থাকতে হবে।
আপনার যদি মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে খুঁজে পাওয়ার জন্য আপনি বিলম্ব না করে
থানায় জিডি করুন আর IMEI নাম্বার দিয়ে ট্যাগ করুন। মোবাইল হারিয়ে গেলে যেন
ফোনকে ব্যবহার করতে না পেরে এজন্য ফোনটি অফ করে ফেলুন। কিভাবে অফ করবেন এটা জানার
জন্য আপনি উপরে পড়ে আসুন।
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আপনারা জেনেছেনমোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার
উপায় - মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম। আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে
থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন। আর হ্যাঁ এ সকল তথ্য সেবা গুলো
নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের এই www.multiplebd.com ওয়েবসাইটটি। এতক্ষণ ধৈর্য
ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url