নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম

মোবাইল দিয়ে টাকা আয় করার ১০ টি সেরা উপায় জানতে চাপ দিনআপনি কি জানেন নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম ? যদি না জেনে থাকেন তাহলে আর্টিকেলটি পড়ার  মাধ্যমে বিস্তারিত জেনে নিন । এছাড়াও আর্টিকেলটি পরে আপনি আরো জানতে পারবেন জিমেইল পাসওয়ার্ড রিকভারি সম্পর্কেও। তাই অবশ্যই আপনার অজানা এবং প্রয়োজনীয় এ সকল তথ্যগুলো জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
multiplebdনতুন -জিমেইল -একাউন্ট- খুলব- গুগল- একাউন্ট -ডিলিট- করার -নিয়ম
অনেক সময় আমাদের জিমেইল একাউন্ট ডিলিট করতে হয় এবং একাধিক অ্যাকাউন্ট লগইন করতে হয়। তাই আমাদের জানতে হবে নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম। বিস্তারিত জানুন আর্টিকেলে।

ভূমিকা 

বর্তমান সময়ে এসে প্রত্যেকটা মানুষের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আর এই ফোনগুলো ব্যবহার করার জন্য আপনার দরকার হবে জিমেইল অ্যাকাউন্ট। কিভাবে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ডিলিট করবেন সে বিষয়গুলো সহ বিভিন্ন বিষয় নিয়ে আজকে আর্টিকেল আলোচনা করা হয়েছে। তাই আপনি এ সকল বিষয়গুলো না জেনে থাকলে আর্টিকেলটি পড়ার মাধ্যমে বিস্তারিত জেনে নিন।

জিমেইল কি? (What is Gmail)

বর্তমান সময়ে এসে gmail ব্যবহার করেনা এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এর কারণ হলো প্রত্যেকটা এন্ড্রয়েড ফোন গুলো ব্যবহার করতে হলে একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হয়। এজন্য জিমেইল অ্যাকাউন্টের সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু তবুও আমরা অনেকেই জানিনা জিমেইল কি? যে বিষয়টায় আমাদের জানতে হবে।

চলুন তাহলে আমরা এবার এ বিষয়ে সম্পর্কে জেনে আসি। জিমেইল কথাটি সাধারণত একটি ইংরেজি শব্দ Gmail. এটি গুগলের অন্যতম একটা পরিষেবা। এবং এটি সরবরাহ হয়ে থাকে গুগল থেকে। জিমেইলের ইউআরএল রয়েছে আর তা হল: www.gmail.com.আমরা বিভিন্ন ধরনের ইমেইল গ্রহন কিংবা পাঠাতেও পারে জিমেইল ব্যবহার করে।

নতুন জিমেইল একাউন্ট খুলব

আজকের আর্টিকেলে আমাদের আলোচনার প্রধান বিষয় ছিল নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম। আমরা তো এতক্ষণ পর্যন্ত জানতাম জিমেইল কি। নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। বিভিন্ন সময় আমাদেরকে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। জিমেইল অ্যাকাউন্ট না থাকলে আমরা এন্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারি না।

এজন্য আমাদের জানতে হবে কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয়। অনেক নতুন ইউজার রয়েছে যারা জিমেইল অ্যাকাউন্ট সম্পর্কে জানেনা। আপনিও যদি না জেনে থাকেন কিভাবে জিমেইল একাউন্ট খুলবেন তাহলে চিন্তার কারণ নেই। কারণ এখন আমরা বিস্তারিতভাবে জানবো কিভাবে আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। চলুন তাহলে শুরু করা যাক।

একটি নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য আপনাকে যেকোন ব্রাউজার থেকে গুগলে গিয়ে ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে আপনি একটি নতুন জিমেইল একাউন্ট খুলবেন এ বিষয়গুলো জানার জন্য নিচের অংশটুকু গুরুত্ব সহকারে পড়ুন।

নিউ জিমেইল অ্যাকাউন্ট কিভাবে বানাবো

আপনি কি নিউ জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন? ভেবে পাচ্ছেন না কিভাবে কি করবেন। তাহলে একদিন জায়গা মত এসেছেন। কারণ আপনি এই পোস্ট পড়ার মাধ্যমেই জানতে পেরে যাবেন কিভাবে একটি নিউ জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। নিউ জিমেইল অ্যাকাউন্ট কিভাবে বানাবো এ প্রশ্নটা অনেকেরই। তাই চলুন দেরি না করে আমরা এবার এ বিষয়ে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি।
  • আপনি যদি নিউ জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এজন্য আপনাকে ফোন অথবা যে ডিভাইস থেকে জিমেইল একাউন্ট খুলবেন সেখানে গিয়ে google application টি ওপেন করে ফেলুন।
  • আর আপনার যদি পূর্বের কোন জিমেইল অ্যাকাউন্ট নাই থাকে তাহলে এজন্য আপনি গুগল থেকে creat Gmail account লিখে সার্চ করুন।
  • এবার আপনি creat gmail account এ ক্লিক করুন। এবার আপনি একাউন্টটি কার জন্য খুলতে চাচ্ছেন, অর্থাৎ যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে for myself আর যদি অন্য কারো না হয় তাহলে অন্য অপশনগুলো সিলেক্ট করুন ।
  • দেখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামে অপশন আছে। এখানে আপনি যে নাম দিয়ে জিমেইল একাউন্ট খুলতে চাচ্ছেন সেটার ফাস্ট এবং লাস্ট নেম বসিয়ে দিন।
  • এবার দেখবেন কিছু বেসিক ইনফরমেশন গুলো চাচ্ছে। যেমন আপনার জন্ম সাল, মাস, তারিখ,আপনার gender এগুলো বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
  • এবার খেয়াল করে দেখুন গুগল থেকে আপনাকে কিছু ইউজারনেম দিয়েছে আপনি চাইলে সেখান থেকে একটি বেছে নিতে পারেন কিংবা নিজের মত করে creat Your own Gmail address এ ক্লিক করে নিজের মতো করে বানিয়ে ফেলতে পারেন।
  • এবার আপনার জিমেইল একাউন্টের জন্য ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন।খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি যেন কঠিন হয়।
  • এবার আপনার দেওয়া ফোন নাম্বারে জিমেইল ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি নির্দিষ্ট স্থানে বসিয়ে নেক্সট ক্লিক করুন।
  • দেখবেন একটি পলিসি নামে নোটিশ রয়েছে সেখানে I Agree তে ক্লিক করুন। এইতো এভাবে আপনি একটি সফল জিমেইল অ্যাকাউন্ট খুললেন।

গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম

নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম এগুলো অবশ্যই জানা দরকার এন্ড্রয়েড ফোন ব্যবহার করার ক্ষেত্রে। এতক্ষণ আমরা তো জানলাম কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয়। চলুন তাহলে এবার আমরা জেনে আসি গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম।

সর্বপ্রথম আপনি যে জিমেইল একাউন্টটি ডিলিট করবেন সেই একাউন্টে প্রবেশ করুন। আর ওই অ্যাকাউন্টটি যদি আপনার লগইন করা না থাকে তাহলে লগইন করে নিন।
এবার আপনি setting নামক অপশনটিতে প্রবেশ করুন।
multiplebdনতুন -জিমেইল -একাউন্ট- খুলব- গুগল- একাউন্ট -ডিলিট- করার -নিয়ম


তারপরে আপনি প্রবেশ করুন Manage your Google Account  এখানে ক্লিক করুন। 
এবার খেয়াল করে দেখেন উপরে অনেকগুলো অপশন রয়েছে সেখান থেকে Data and privacy ওপশনে ক্লিক করুন।
multiplebdনতুন -জিমেইল -একাউন্ট- খুলব- গুগল- একাউন্ট -ডিলিট- করার -নিয়ম
এবার স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখুন Delete your Google account এখন নামে একটি অপশন রয়েছে। সেখানে প্রবেশ করুন।
multiplebdনতুন -জিমেইল -একাউন্ট- খুলব- গুগল- একাউন্ট -ডিলিট- করার -নিয়ম
gmail একাউন্টে ডিলিট করার জন্য আপনি যে পাসওয়ার্ড দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলেছিলেন সে পাসওয়ার্ডটি ব্যবহার করুন।
এবার সে পাসওয়ার্ডটি দেওয়ার পরে box এর ভেতরের ঠিক দিন। অর্থাৎ তারা জানতে চাইছে যে আপনি আপনার জিমেইল একাউন্টে ডিলিট করতে চাচ্ছেন কিনা।

multiplebdনতুন -জিমেইল -একাউন্ট- খুলব- গুগল- একাউন্ট -ডিলিট- করার -নিয়ম

আপনি একাউন্ট ডিলেট করতে চাইলে এই ঘরগুলো পূরণ করে Delete Account এ ক্লিক করুন।এইতো এভাবে আপনি আপনার জিমেইল একাউন্ট ডিলিট করে ফেললেন।

জিমেইল আইডির ব্যাবহার

জিমেইল আইডির ব্যাবহার কি প্রশ্নটা আমাদের অনেকেরই। অনেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে জিমেইল একাউন্ট কিভাবে ব্যবহার করা যাবে এর ব্যবহার কি। তাই এখন আমরা আলোচনা করব জিমেইল আইডির ব্যবহার সম্পর্কে। আর আপনি নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম গুলো। চলুন এবার আমরা জিমেইল আইডি ব্যবহার সম্পর্কে জেনে আসি।
  • gmail id ব্যবহার করার মাধ্যমে আপনি কোন টাকা পয়সা খরচ না করে বিনামূল্যে পেয়ে যাচ্ছেন আনলিমিটেড স্টোরেজ।
  • জিমেইল আইডি ব্যবহার করার মাধ্যমে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন এছাড়াও ফেসবুক একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করার মাধ্যমে আপনি আরো শক্তিশালী করতে পারবেন।
  •  জিমেইল আইডি দিয়ে প্লে স্টোর ব্যবহার সহ যেকোনো ধরনের গেম অ্যাপ সহ সফটওয়্যার থেকে শুরু করে সবকিছু আপনি ডাউনলোড করতে পারবেন।
  • এছাড়া আপনি যখন কোন ব্রাউজার কিংবা ওয়েবসাইট ব্যবহার করতে যাবেন তখন আপনার জিমেইল অ্যাকাউন্ট দরকার হবে।
  • আপনি যদি এন্ড্রয়েড ফোন ব্যবহার করতে চান তাহলে জিমেইল আইডি ছাড়া এন্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবেন না।
  • এছাড়াও আপনি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে গুগল ফটো ব্যবহারের মাধ্যমে সেখানে আনলিমিটেড ফটো কিংবা ভিডিওগুলো রাখতে পারবেন।
  • এছাড়াও গুগল ড্রাইভ ব্যবহার করার মাধ্যমে আপনার প্রয়োজনীয় সকল তথ্য সমূহগুলোকে আপনি ড্রাইভ আকারে রাখতে পারেন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে।
  • শুধু তাই নয় আপনি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ইউটিউব ব্যবহার করতে পারবেন।

জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ

আমরা অনেকেই জানিনা কিভাবে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। বিভিন্ন সময় আমাদের জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। এক্ষেত্রে আপনি যদি না জেনে থাকেন gmail আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা সম্পর্কে তাহলে password চেঞ্জ করতে পারবেন না। চিন্তার কোনই কারণ নেই আপনি আর্টিকেলটি পড়ার মাধ্যমে জেনে যাবেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন।চলুন তাহলে শুরু করা যাক।
  • সর্বপ্রথম আপনাকে আপনার gmail account এ যেতে হবে।
  • এবার সেখান থেকে আপনি setting থেকে security নামক অপশনে প্রবেশ করুন।এবার নিচের দিকে গিয়ে দেখুন password নামে অপশন রয়েছে। আপনি এবার এখানে প্রবেশ করুন।
  • এক্ষেত্রে তারা শিওর ভাবে দেখে নিতে পারে যে আপনি এই একাউন্টের মালিক কিনা এজন্য আপনাকে সর্বপ্রথম অ্যাকাউন্টটি লগইন করে নিতে হতে পারে। এজন্য আপনি পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নিন।
  • এবার আপনার সামনে একটু অপশন আসবে সেখানে লেখা আছে New password এই অপশনটিতে আপনি নতুন যে পাসওয়ার্ডটি ব্যবহার করতে চাচ্ছেন সেটা বসিয়ে দিন।
  • এবার খেয়াল করে দেখুন নিচের দিকে অপশন রয়েছে Confirm new Password. এখানে আপনি পুনরায় সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিন।
  • এবার আপনি change password এ ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিন। আশা করছি আপনি বিস্তারিতভাবে জানতে সক্ষম হয়েছেন।

জিমেইল আইডির সুবিধা

প্রিয় পাঠক এতক্ষণ আমরা বলছিলাম জিমেইল আইডির ব্যবহার সম্পর্কে। আমরা তো জিমেইল আইডি ব্যবহার করেই থাকি। কিন্তু আমরা অনেকেই জানিনা জিমেইল আইডির সুবিধা গুলো। তাই এখন আমরা জানবো কি কি সুবিধা পাবেন gmail আইডি ব্যবহার করে। চলুন তাহলে এ সম্পর্কে আবার জেনে আসা যাক। নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম এগুলো নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন।
multiplebdনতুন -জিমেইল -একাউন্ট- খুলব- গুগল- একাউন্ট -ডিলিট- করার -নিয়ম
  • আপনি যদি জিমেইল আইডি ব্যবহার করেন তাহলে তাৎক্ষণিক পেয়ে যাচ্ছেন ১৫ জিবি স্টোরেজ। যেখানে আপনি ইচ্ছেমত ভিডিও কিংবা ফটো সহ যেকোনো ধরনের ফাইল আপলোড করে রাখতে পারবেন।
  • gmail account ব্যবহার করার মাধ্যমে আপনি google drive এ যে তথ্যগুলো রাখবেন সেগুলো আপনি যেকোনো সময় যে কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজেই।
  • ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন জিমেইল আইডি ব্যবহার করে।
  • এছাড়া আপনি জিমেইল একাউন্ট ব্যবহার করার মাধ্যমে প্লে স্টোর ব্যবহার করতে পারবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় সকল সফটওয়্যার,এপস গেম ইত্যাদি ডাউনলোড করতে পারবেন।
  • আপনি ইউটিউব ব্যবহার করার জন্য জিমেইল আইডি ব্যবহার করতে পারবেন।
  • আপনার যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজেই পৃথিবীর যে কোন জায়গা যে কোন স্থান যে কোন পথ সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যাবেন গুগল ম্যাপের জিপিএস এর সাহায্যে।
  • শুধু এসবই না আপনি চাইলে জিমেইল ব্যবহার করার মাধ্যমে যেকোনো ধরনের তথ্য আদান-প্রদান করতে পারবেন।
  • এছাড়াও অনলাইনের বিভিন্ন ধরনের কাজগুলো যেমন আপনি যদি ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে এক্ষেত্রে জিমেইল দরকার হবে।
  • আশা করছি আপনি বিস্তারিতভাবে জেনে গেছেন জিমেইল আইডির সুবিধাগুলো।

 জিমেইল পাসওয়ার্ড রিকভারি

নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম এগুলো তো আমরা জানলামই। বিভিন্ন সময় আমাদের প্রয়োজন পড়ে জিমেইলের পাসওয়ার্ড রিকভার করার। কিন্তু আমরা অনেকেই জানিনা জিমেইল পাসওয়ার্ড রিকভারি সম্পর্কে। আজকে আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করব জিমেইল পাসওয়ার্ড সম্পর্কে ।
  • এজন্য সর্বপ্রথম আপনাকে যে ইমেইল একাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে চাচ্ছেন সেই ইমেইল একাউন্টে প্রবেশ করুন।
  • এবার খেয়াল করে দেখুন সেখানে Forgot password নামে একটি অপশন রয়েছে।
  • আপনি যেহেতু আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন সেজন্য আপনি forgot password এ ক্লিক করুন।
  • এবার দেখুন একটা অপশন এসেছে সেখানে লেখা আছে get a verification code আপনি সেটা সেন্ড করে দেন।
  • কিছুক্ষণ পর দেখবেন আপনার সেই email address এ verification code গিয়েছে।
  • এবার আপনি এই কোর্ট থেকে নিয়ে এসে account recover পেজে Enter code এর ভেতরে বসিয়ে next করে দিন।
  • এবার আপনি চাইলে নতুন একটি পাসওয়ার্ড সেখানে দিতেও পারবেন অথবা পাসওয়ার্ডটি কনফার্ম করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার জিমেইল এর পাসওয়ার্ড রিকভার করবেন।

আমাদের শেষ কথা

আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে নিশ্চয়ই জেনে গেছেন নতুন জিমেইল একাউন্ট খুলব- গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম। এছাড়াও কোথাও বুঝতে সমস্যা হলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। জিমেইল আইডি ব্যবহার করে যেহেতু আপনার সমস্ত কিছু কন্ট্রোল করা সম্ভব। সে কারণে জিমেইল আইডির পাসওয়ার্ড দেওয়ার সময় সতর্ক থাকবেন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। যাতে করে অন্য কেউ আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করতে না পারে এবং হ্যাক করতে না পারে।

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন কিংবা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন। আর হ্যাঁ সকল তথ্য সেবা গুলো পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের এই www.multiplebd.com ওয়েবসাইটটি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url