অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪ নতুন উপায়ে
বিকাশ মার্চেন্ট একাউন্ট এর সুবিধা জানতে চাপ দিনআপনি কি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে
একদম জায়গা মত এসেছেন। কারণ আজকের আর্টিকেলে আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি
বিকাশে একাউন্ট খুলবেন অ্যাপ ছাড়াই। বর্তমানে লেনদেনের জন্য খুবই জনপ্রিয় একটি
ব্যবস্থা হচ্ছে বিকাশ। প্রায় প্রত্যেকটি পরিবারেই এখন বিকাশ ব্যবহার করে।
অ্যাপ দিয়ে বিকাশ খোলার সহজ হলেও কিন্তু অনেকের এন্ড্রয়েড ফোন না থাকার কারণে
বিকাশ করতে হয় অ্যাপ ছাড়া। তাই এ পোস্টে আমরা জানবো কিভাবে আপনি অ্যাপ ছাড়া
বিকাশ একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও এই পোস্টটি আমরা আপনাকে আরো জানাবো বিকাশ
একাউন্ট দেখার নিয়ম সম্পর্কেও। তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
ভূমিকা
বিকাশ ব্যবহার করে আমরা খুব সহজেই লেনদেন করতে পারি। মোবাইল রিচার্জ সেন্ড মানি,
ক্যাশ আউট লেনদেন ব্যবস্থা আরো সহজ করা তুলেছে বিকাশ। আপনি চাইলে বিকাশ অ্যাপ
ছাড়াও অ্যাকাউন্ট খুলতে পারেন। যা আলোচনা করা হয়েছে আজকের এই পোস্ট জুড়ে।
এছাড়াও জানতে পারবেন বিকাশ একাউন্ট খুলতে কি কি প্রয়োজন হয় সহ বিভিন্ন কিছু
নিয়ে।
বিকাশ কি ?
বিকাশ খোলার আগে তার আগে সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক করে যে বিকাশ টা আসলে কি ?
আপনিও কি জানেন না বিকাশ কি ? তাহলে চলুন এবার জেনে আসা যাক বিকাশ সম্বন্ধে বিকাশ
সম্বন্ধে। বিকাশ হচ্ছে একটি একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা মোবাইল ফোনে
ব্যবহার করা বিভিন্ন স্থানে টাকা লেনদেন করি। বিকাশ হচ্ছে একটি ব্র্যাক ব্যাংক
প্রতিষ্ঠান। ২০১১ সালে যাত্রা শুরু হয় বিকাশের। আমাদের বাংলাদেশসহ বিশ্বের আরো
অনেক দেশে ব্যবহার হচ্ছে বিকাশ।
বিকাশ একাউন্ট দেখার নিয়ম
বিকাশ একাউন্ট থাকার পরেও অনেক সময় আমরা ভুলে যাই কিভাবে বিকাশে একাউন্ট দেখতে
হয়। আপনিও কি বিকাশে একাউন্ট দেখতে পাচ্ছেন না ? চিন্তার কারণ নেই কারণ এখন আমরা
আপনাকে জানাবো বিকাশ একাউন্ট দেখার নিয়ম।প্রচলন এবার শুরু করা যাক। দুইটা উপায়ে
আপনি বিকাশে একাউন্ট দেখতে পারবেন। ডায়াল করে অথবা বিকাশ অ্যাপস দিয়ে।
ডায়াল করেঃ অনেকেরই অ্যান্ড্রয়েড ফোন না থাকার কারণে অ্যাপ দিয়ে বিকাশ
একাউন্ট চেক করতে পারেনা। চিন্তার কারণ নেই এক্ষেত্রে আপনি আপনার ফোনে ডায়াল করে
দেখে নিতে পারবেন বিকাশ একাউন্ট। এর জন্য আপনাকে ফোন থেকে ডায়াল করে নিতে হবে
*২৪৭#। অর্থাৎ এটি লিখে আপনি কল বাটনে চাপদিন। তারপর আপনার ফোনে আরেকটির নতুন
অপশন আসবে সেখান থেকে চেক ব্যলান্সে গিয়ে আপনার বিকাশ পিনটি দিয়ে দেখে নিন
আপনার অ্যাকাউন্ট।
বিকাশ অ্যাপ দিয়েঃ ডায়াল করে বিকাশ একাউন্ট দেখার থেকে অ্যাপ দিয়ে দেখা
অনেক সহজ। এজন্য আপনাকে আপনার ফোনে ডাউনলোড করতে হবে বিকাশ অ্যাপ। ডাউনলোড হয়ে
গেলে এবার আপনাকে লগইন করে নিতে হবে আপনার একাউন্টি। লগইন করার পর আপনাকে আপনার
বিকাশ নাম্বারটা দিতে হবে ।
তারপর আপনাকে আপনার 5 ডিজিটের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। তারপর যখন আপনি
বিকাশ একাউন্টে যাবেন সেখানে লিখা আছে ব্যালেন্স দেখুন। এবার সেখানে চাপ দিন আর
দেখে দিন আপনার বিকাশের একাউন্ট ব্যালেন্স।
বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন
আপনি কি বিকাশ একাউন্ট খোলার কথা ভাবছেন ? কিন্তু আপনি কি জানেন না কি কি
প্রয়োজন হবে বিকাশ একাউন্ট খুলতে ? চিন্তার কারণ নেই এখন আমরা আপনাকে জানাবো
বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন।
- বিকাশ অ্যাকাউন্ট খুলতে আপনার একটি মোবাইল থাকতে হবে।
- আপনার জাতীয় পরিচয় পত্র কিংবা ভোটের আইডি কার্ড।
- আপনার ১ কপি ছবি লাগবে এবং তার মাপ হবে পাসপোর্ট সাইজ।
- আপনার কাছে যদি এ সকল ডকুমেন্ট থাকে তাহলে আপনি খুব সহজে যেকোনো উপায়ে খুলতে পারবেন বিকাশ একাউন্ট। বিস্তারিত জানতে নিচের দিকে পড়ুন।
মোবাইল মেনু অ্যাক্টিভেট করে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
অনেকে জানতে চেয়েছেন কিভাবে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায়। আপনার যদি
বিকাশ অ্যাপ না থাকে তাহলে আপনি বিকাশ একাউন্ট খুলতে পারবেন মোবাইল ফোনে ডায়াল
করার মাধ্যমও। তাহলে চলুন এবার জেনে আসি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
- আপনার ফোন থেকে ডায়াল করে নিন *২৪৭#
- তারপর আ্যক্টিভেট মোবাইল মেনুটা বেছে নিতে হবে।
- আপনার বিকাশ একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে একটি পিন সেটআপ করতে হবে এটা হয় ৫ ডিজিট।
- তারপর আবার আপনাকে সেই একই পিন সেট করে কনফার্ম করতে হবে।
- এ সকল কার্যক্রম যদি সঠিকভাবে করে থাকেন তাহলে আপনার ফোন নম্বরটি বিকাশ নাম্বার হিসেবে গণ্য হবে। খেয়াল রাখতে হবে আপনি যে পিন নাম্বারটি দিয়েছেন সেটা যেন কারো সাথে শেয়ার করার না হয়। নয়তো আপনার বিকাশ একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে।
- আপনার এই বিকাশ একাউন্ট দিয়ে যদি সেন্ড মানি করতে চান তাহলে আপনাকে এক্ষেত্রে KYC ফ্রম যাচাই করতে হবে। এটা যদি ঠিকভাবে করে থাকেন তাহলে ৭২ ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট, ক্যাশ আউট সেন্ড মানি সহ বিকাশের আরো যত সুবিধা রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন।
অ্যাপ দিয়ে নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আপনি কি অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানেন ? যদি না জেনে থাকেন তাহলে
চিন্তার কারণ নেই কারণ এখন আমরা জানবো অ্যাপ দিয়ে নতুন বিকাশ একাউন্ট খোলার
নিয়ম। চলুন এবার বিস্তারিত জানা যাক।
- আপনাকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
- আপনি যে বিকাশ অ্যাপ ডাউনলোড করেছেন তার লগইন বা কিংবা রেজিস্টার করতে হবে হবে। এজন্য এ অপশনে ক্লিক করুন।
- আপনি যে ফোন নাম্বার দিয়ে বিকাশ করতে চাচ্ছেন সে ফোন নাম্বারের অপারেটরটি বেছে নিন।
- তারপর আপনার ফোনে একটা OTP কোড আসলে এই কোডটি বসাতে হবে।
- বিকাশের যে সত্য বলে রয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে এবার এগিয়ে চলুন সামনের দিকে।
- এবার ফোনের ক্যামেরা দিয়ে জাতীয় পরিচয় পত্রের দুইপাশের ছবি প্রবেশ করাতে হবে।
- আপনার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার ঠিকানা নামসহ সবকিছু ভালোভাবে বসান।
- এ সময়ের লক্ষ্য করবেন বিকাশ অ্যাপে একটি ক্যামেরার মত থাকবে সেটা দিয়ে আপনি নির্ধারিত মাপে আপনার ছবি তুলুন।
- যেসব তথ্য তারা চাচ্ছে সেগুলো সাবমিট করুন।
আপনি যদি ঠিকভাবে এসবও তথ্যগুলো দিতে পারেন তাহলে ভেরিফিকেশন এর জন্য অপেক্ষা
করুন। এ সকল তথ্য দ্বারা যাযাব করার পর আপনাকে ৪৮ ঘণ্টার মধ্যে একটা ভেরিফিকেশন
এসএমএস পাঠাবে। তারপর আপনাকে আপনার বিকাশের পিন বা পাসওয়ার্ডটি সেট করতে হবে আর
এজন্য আপনাকে বিকাশে গিয়ে সেখানে ট্যাপ করে ৫ ডিজিটের একটি পিন বা পাসওয়ার্ড
দিতে হবে। তাহলে আপনার বিকাশ একাউন্টটি ব্যবহারের জন্য উপযুক্ত ভাবে গণ্য হলো।
এভাবেই আপনি পিন দিয়ে লগইন করার মাধ্যমে বিকাশ একাউন্টটি খুলবেন। তবে সব সময়
এটা মনে রাখতে হবে বিকাশের পিন বা পাসওয়ার্ড দিয়ে কারো সাথে শেয়ার করা যাবে
না। নয়তো আপনার বিকাশ একাউন্টে থাকা সকল টাকা অন্য কেউ তুলে নিতে পারবে।
বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
এতক্ষণ আমরা অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সহ বিভিন্ন কিছু জানলাম।
অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট দেখার সহজ হলেও অনেকের বাটন ফোনে বিকাশ রয়েছে। এজন্য
জানতে হবে বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম।তাই আমরা এখন আপনাকে জানাবো কিভাবে
আপনি বাটন ফোনে বিকাশের টাকা দেখবেন। চলুন তাহলে জেনে নিন।
আপনার শুনলে খুশি হবেন যে বিকাশে টাকা দেখার নিয়ম হচ্ছে বাটন এবং স্মার্টফোনে
একইভাবে। বাটন ফোনে টাকা দেখতে হলে আপনাকে ডায়াল করতে হবে *247# এবং এটি
ডায়াল করার পরে আপনি my bKash যেখানে আছে তা সিলেক্ট করুন। এরপর দেখবেন একটি
নাম্বার প্লেট আসবে সেখান থেকে আপনি এক নম্বরে চেক ব্যালেন্স আছে তা সেন্ড করে
দিন। এরপর আপনাকে বিকাশের পিনটি বসাতে হবে। আর এভাবেই আপনি দেখতে পাবেন বাটন
ফোনের মাধ্যমে বিকাশে টাকা দেখতে পারবেন।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আ্যপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমরা তো জানলাম ই। কিন্তু আপনি কি
জানেন জন্ম নিবন্ধন দিয়ে একাউন্ট খোলা যায়। যদি না জেনে থাকেন তাহলে এখনি জেনে
নিন। এখন আমরা আলোচনা করব জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম। ১৮ বছর
বয়স না হলে তো আর Nid পাবেন না তাই না। এক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়েও
খুলতে পারবেন বিকাশ একাউন্ট।
আপনার পাসপোর্ট, Nid না থাকলে বিকাশ একাউন্ট খুলতে জন্ম নিবন্ধন দিয়ে। তবে
অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল হতে হবে। তবে এক্ষেত্রে জন্ম নিবন্ধন
অনুযায়ী আপনার বয়স অবশ্যই ১৮ কিংবা তার বেশি হতে হবে। আপনার জন্ম নিবন্ধন
কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তা আপনার এলাকায় থাকা বিকাশ এজেন্ট এর কাছে
যেতে হবে।
এসকল তথ্যগুলো আপনাকে বিকাশ এজেন্ট এর কাছে দিতে হবে। এরপর তারায় আপনাকে সাহায্য
করবে বিকাশ একাউন্ট খোলার জন্য। আর এইভাবে আপনি এনআইডি ছাড়াও জন্ম নিবন্ধন দিয়ে
খুলতে পারেন বিকাশ একাউন্ট।
বিকাশ ক্যাশ আউট চার্জ ২০২৪
অনেকে জানতে চেয়েছেন বিকাশে ক্যাশ আউট চার্জ সম্পর্কে । তাই এখন আমরা আপনাকে
জানাবো বিকাশ ক্যাশ আউট চার্জ নিয়ে। আপনি যদি চান কম খরচে ক্যাশ আউট করবেন তাহলে
এক্ষেত্রে আপনি প্রিয় এজেন্ট করে নিবেন।কারণ প্রিয় আযান করলে ক্যাশ আউট চার্জ
অনেক কম কাটে। প্রতি হাজারে চার্জ কাটে ১৪.৯০ করে।
তবে আপনি ক্যাশ আউট করার ক্ষেত্রে একটি মাসেই শুধুমাত্র একটি প্রিয় এজেন্ট সেট
করতে পারবেন। প্রিয় এজেন্ট না করে যদি ক্যাশ আউট করতে চান তাহলে এই ক্ষেত্রে খরচ
পড়ে ১৮ টাকা ৫০ পয়সা। আশা করছি বুঝতে পেরেছেন।
বিকাশ অ্যাপ ব্যবহারের সুবিধা
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে তো আপনারা জানলেন ই। কিন্তু আপনি
কি জানেন বিকাশ অ্যাপ ব্যবহারের সুবিধা কি ? আমাদের অনেকের মনেই এ প্রশ্নটা জাগে
যে বিকাশ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়। তাই আজকে আর্টিকেলের এই অংশে
আমরা আলোচনা করব বিকাশ অ্যাপ ব্যবহারের সুবিধা গুলো।
- বিকাশ অ্যাপে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি কন্টাকে থাকার লিস্ট থেকে খুব সহজে নাম্বার সিলেক্ট করতে পারবেন।
- আপনি যদি নিজের ফোন নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান তাহলে এই ক্ষেত্রে রিচার্জ করার ক্ষেত্রে আপনি অটো সিলেক্ট অপশন এর মাধ্যমে খুব সহজে রিচার্জ করতে পারবেন।
- ব্যালেন্স চেক করা একদমই সোজা আর সব থেকে উপরেই রয়েছে এই ফিচারটি।
- কেনাকাটার ক্ষেত্রে আপনি পেমেন্টের সময় QR টি স্ক্যান করার মাধ্যমে নাম্বার টাইপ না করেও খুব সহজে মার্চেন্ট কে পেমেন্ট করতে পারবেন।
- আপনি বিকাশ অ্যাপ থেকেও রেফার ফ্রেন্ড এর মাধ্যমে খুব সহজেই অন্যদেরকে অনুরোধ পাঠাতে পারেন বিকাশে ব্যবহার করার জন্য।
- বিকাশ অ্যাপ থেকে আপনি খুব সহজে বিদ্যুৎ বিল সহ আরো অনেক ধরনের বিল খুব সহজে পরিশোধ করতে পারবেন।
কিভাবে বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করবেন
অনেক সময় বিভিন্ন কারণে আমাদেরকে বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করতে হয়।
তাই এখন আমরা কিভাবে বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে হবে।
- সর্বপ্রথম আপনাকে বিকাশের যে হেল্পলাইন হয়েছে সেখানে কল করতে হবে। তাদের কাস্টমার কেয়ার হেল্প নাম্বার টি হচ্ছে 16247।
- বিকাশ হেল্পলাইনে যে ব্যক্তি নিয়োজিত রয়েছে সে আপনার অ্যাকাউন্টের সত্যতা যাচাই করবে অর্থাৎ আপনিও এই একাউন্টের মালিক কিনা এমন সকল তথ্য। আপনার বিকাশ একাউন্টের নাম্বার কি, কি নামে বিকাশ একাউন্ট খোলা ছিল এমন ধরনের সবকিছু তারা জানতে চাইবে।
- এগুলো ঠিকভাবে যাচাই-বাছাই হওয়ার পর তিনি আপনার সমস্যা জানবে।
- তারপর আপনি হেল্প লাইনে থাকা ব্যক্তিকে বলবেন আপনার এখন নাম্বার পরিবর্তন করার কথা। তারপর তিনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি যদি পরিবর্তন করার সময় হয় তাহলে তিনি নিজেই করে দিবে।
বিকাশ পিন লক হলে করণীয় কি । বিকাশ পিন লক খোলার উপায়
বিভিন্ন সময়ে আমাদের থেকে বিকাশের পিন লক হয়ে যায়। তখন আমাদের প্রয়োজন হয়
বিকাশের পিন লক খোলার। তাই এখন আমরা আপনাকে জানাবো কিভাবে বিকাশে পিন লক হলে
করনীয় বা পিন লক খোলার উপায়।
- আপনি এই বিকাশের কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার মাধ্যমে বিকাশের একাউন্ট পিন রিসেট দিতে পারবেন।
- এছাড়াও আপনার ফোনে *২৪৭# ডায়াল করার মাধ্যমে আপনি পিন রিসেট দিতে পারবেন।
- বিকাশের প্রেম রিসেট করা হয়ে গেলে আপনার ফোনে একটি টেম্পোরারি পিন মেসেজের মাধ্যমে আপনার ফোনে।
- তারপর আপনার ফোনে আসা এই পিনটি দিয়ে আপনি ফোনের ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টের নতুন পিনটি সেট করতে পারবেন।
আমাদের পরামর্শ
যখনই আপনি একাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনাকে সতর্কতার সাথে
পাসওয়ার্ডটি বসাতে হবে। আপনার বিকাশের পাসওয়ার্ডটি অন্য কারো সাথে শেয়ার করবেন
না। না হলে আপনার বিকাশ একাউন্টে টাকা অন্য কেউ তুলে নিতে পারে। আজকের আর্টিকেলে
আমরা জানাচ্ছিলাম অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সহ বিভিন্ন বিষয়ে
বিস্তারিত।
প্রিয় পাঠক, আমি আশা করছি আপনি বিস্তারিতভাবে সবকিছু বুঝতে পেরেছেন। আর্টিকেলটি
যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন। আপনাদের উৎসাহ
আমাদেরকে সহযোগিতা আপনাদের সামনে নতুন কিছু নিয়ে উপস্থিত হওয়ার জন্য। আর অবশ্যই
নিহত ভিজিডকরুন করুন আমাদের এই Www.multiplebd.com ওয়েবসাইটটি। ধন্যবাদ।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url