বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা

বায়োইনফরমেটিক্স এর সুবিধা ও অসুবিধা  ও ব্যবহার জানতে এখানে চাপ দিনআজকের আর্টিকেলে আমরা আলোচনা করেছি বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা সহ বায়োমেট্রিক্স নিয়ে বিভিন্ন বিষয় বিস্তারিত। তাই আপনি যদি বায়োমেট্রিক সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি হতে যাচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
multiplebdবায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা
নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার এবং ডিজিটাল এক মাত্রা যোগ করেছে বায়োমেট্রিক্স। যা অনেকেই জানেনা। তাই এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পারবেন বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা সম্পর্কে। এছাড়াও আরো জানতে পারবেন বায়োমেট্রিক্স এর প্রকারভেদ সম্পর্কেও। তাই অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

ভূমিকা 

বর্তমান সময়ে বায়োমেট্রিকস খুব আলোচিত একটি বিষয়। আমাদের প্রত্যেক দিনের কাজে আমরা বিভিন্নভাবে বায়োমেট্রিক্স ব্যবহার করে থাকি। আপনি যদি না জেনে থাকেন বায়োমেট্রিক সম্পর্কে তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। বায়োমেট্রিক্স এর সুবিধা ও পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। চলুন তাহলে বিস্তারিত জেনে দিন আর্টিকেলে।

বায়োমেট্রিক্স এর কাজ কি

বায়োমেট্রিক্স কথাটি তো আমরা সবসময়ই শুনে থাকি। আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন বায়োমেট্রিক্স এর কাজ কি ? আপনিও হয়তো এ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। তাইতো আমরা এখন আলোচনা করব বায়োমেট্রিক্স এর কাজ কি এ সম্পর্কে। চলুন তাহলে এখন আমরা জেনে আসি বায়োমেট্রিক্স এর কাজ নিয়ে বিস্তারিত। বায়োমেট্রিক্স এর কাজগুলোকে সাধারণত দুইটি ভাবে প্রকাশ পায়।
যেমন - ১. ব্যক্তিকে সনাক্তকরণের জন্য বা ব্যক্তির এর জন্য এবং ২.ব্যক্তির সত্তাকে নির্ধারিত করার জন্য বা ভেরিফিকেশন এর জন্য। এই শব্দগুলোকে কেউ কেউ এক মনে করলেও এগুলোর ভেতরে অনেক পার্থক্য আছে। মনে করুন এর জন্য সরাসরি আপনাকে সেখানে উপস্থিত হতে হয়। বিষয়টি উদাহরণ দিলে আপনি ভাল বুঝতে পারবেন।

ধরুন আপনি কোন একটা কোম্পানিতে জব করেন। তাহলে এক্ষেত্রে আইডেন্টিফিকেশন জন্য। আপনারা হাতের ছাপ কিংবা ফেস ব্যবহার করতে হয়। এছাড়াও আমাদের ব্যবহার করা ফোনগুলোকে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। যার মাধ্যমে আপনাকে প্রত্যক্ষভাবে উপস্থিত হয়ে কাজটি করতে হয়।

আর ব্যক্তির সত্তাকে সত্য নির্ধারণ করা কিংবা ভেরিফিকেশনটি হচ্ছে আপনার তথ্যগুলো পূর্ব থেকে কোন একটি পেজ কিংবা ডাটাতে সংযুক্ত থাকে সেখান থেকে আপনার তথ্যকে যাচাই বাছাই করার মাধ্যমে দেখা হয় যে এই তথ্যটি সঠিক কিনা। আর এই কাজগুলোর মাধ্যমে সম্পূর্ণ করা হয় ভেরিফিকেশন। আশা করছি আপনি ভালোভাবে জানতে পেরেছেন। বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা জানতে নিচের দিকে পড়ুন।

বায়োমেট্রিক্স এর প্রকারভেদ

এতক্ষণ তো জানলেন বায়োমেট্রিক এর কাজ কি সম্পর্কে। বায়োমেট্রিক এর কিছু প্রকারভেদ রয়েছে যেগুলো আপনার জানা উচিত। তাইতো আমরা আজকের আর্টিকেলের এই অংশে আলোচনা করব বায়োমেট্রিক্স এর প্রকারভেদ সম্পর্কে। চলুন তাহলে আমরা এবার বিস্তারিতভাবে সবকিছু জেনে আসি। বায়োমেট্রিক এর প্রকারভেদ সাধারণত দুইটি যেমন -
  • শারীরিক অথবা শরীরগত বৈশিষ্ট্য ।
  • আচরণগত কিংবা আচরণের বৈশিষ্ট্য ।
শারীরিক বৈশিষ্ট্য
  • ফিঙ্গারপ্রিন্টঃ বায়োমেট্রিক্স এর ব্যবহারের অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কিন্তু খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অল্প সময়ের ভিতরে শনাক্ত করতে পারা সম্ভব হয় না। কারণ ব্যক্তি যদি চামড়া উঠে কিংবা হাতে ময়লা জমে থাকে তাহলে এক্ষেত্রে শনাক্ত করতে বেশ সমস্যার সৃষ্টি হয়।
  • মুখঃ মুখের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য যেমন- চোখ, নাকের অবস্থান, মুখ প্রভৃতি সব ব্যবহার কর শনাক্ত করে থাকে। তবে এক্ষেত্রে প্রয়োজন হয় পর্যাপ্ত আলোর।
  • আইরিসঃ পর্যাপ্ত আলোর মাধ্যমে চোখের আইরিশের বিভিন্ন নকশা ব্যবহার করে সনাক্ত করা হয় ব্যক্তিকে। তবে এক্ষেত্রে যদি অন্ধকার থাকে তাহলে শনাক্ত করতে অনেক সমস্যা সৃষ্টি হয়।
  • ডিএনএঃ ডিএনএ বলতে ব্যক্তির যে নিজস্ব জীনগত তথ্য থাকে তা ব্যবহার করার মাধ্যমে শনাক্ত করা হয়।
  • রেটিনাঃ ব্যক্তির চোখের ভিতর থাকা রেটিনা থেকে রক্তনালীর নকশার ব্যবহার করার মাধ্যমে সনাক্ত করা হয় খুব সহজেই।
  • হাতের তালুর শিরাঃ শনাক্তকরণ ক্ষেত্রে খুব সহজে ব্যক্তির হাতে থেকে তালুর শিরার নকশাকে ব্যবহার করে সনাক্তকরণ করা হয়।
আচরণগত বৈশিষ্ট্য
  • হাঁটার ধরনঃ ব্যক্তির চলাফেরা কিংবা হাঁটার ধরন এ সম্পর্কিত বিষয়গুলোই ব্যবহার করে সনাক্ত করা হয়।
  • কণ্ঠস্বরঃ বায়োমেট্রিক্স এর এ পদ্ধতিতে ব্যক্তির যে কণ্ঠস্বর থাকে সেই কণ্ঠস্বরের বৈশিষ্ট্যটি ব্যবহার করার মাধ্যমে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
  • হাতের স্বাক্ষরঃ বাইকের হাতের স্বাক্ষর কিংবা সিগনেচারের সাথে অন্যান্য স্বাক্ষর কিংবা নকশা গুলো ব্যবহার করে শনাক্তকরণ করা হয় ব্যক্তিকে। আশা করছি বুঝতে পেরেছেন।

বায়োমেট্রিক্স কি । বায়োমেট্রিক্স কাকে বলে 

প্রিয় পাঠক, আপনি কি জানেন বায়োমেট্রিক্স ? বায়োমেট্রিকের সুবিধা গুলো জানতে হলে তার আগে অবশ্যই আপনার জানা দরকার বায়োমেট্রিক্স কি। তাই এ বিষয় সম্পর্কে এখন আমরা আলোচনা করব। চলুন তাহলে আমরা এবার জেনে নেই বায়োমেট্রিক সম্পর্কে। বায়োমোটিক হলো এমন একটি বৈজ্ঞানিক প্রযুক্তি যার মাধ্যমে বায়োলজিক্যাল ডাটা গুলোকে মাপা হয় এবং বিশ্লেষণ করা হয়। 

Bio শব্দটি মূলত গিরিক শব্দ থেকে যার অর্থ হচ্ছে জীবন। এবং metric যার মানে হলো পরিমাপ। এগুলো থেকে মূলত বায়োমেট্রিক এর উৎপত্তি। বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি কিংবা কৌশল যার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব শারীরিক কাঠামো গুনাগুন আচার-আচরণ ইত্যাদির দ্বারা সনাক্তকরণ করা হয় নির্দিষ্ট ব্যক্তিকে।

প্রত্যেকটা মানুষেরই যে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে সেটা খুঁজে বের করা এবং সেই বৈশিষ্ট্যের আলোকে ভিন্ন ভিন্নভাবে পৃথকভাবে চিহ্নিত করতে সাহায্য করায় মূলত বায়োমেট্রিকের আসল কাজ। অর্থাৎ সর্বোপরি বলা যায় যে, ব্যক্তির বিভিন্ন ধরনের শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ গুলোর গঠন কিংবা এসব আচরণগত বৈশিষ্ট্য গুলোর উপর নির্ভর করে নির্দিষ্ট কোন এক ব্যক্তিকে শনাক্তকরণ পদ্ধতিটি হচ্ছে বায়োমেট্রিক্স।

বায়োমেট্রিক্স এর সুবিধা

আজকের আর্টিকেলে আমাদের আলোচনার মুখ্য বিষয় ছিল বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধাসম্পর্কে। এতক্ষণ তো বায়োমেট্রিক্স কি বায়োমেট্রিক্স এর প্রকারভেদসহ বিভিন্ন বিষয়ে জানলেন। চলুন আমরা এবার যেনে নিই বায়োমেট্রিক্স এর সুবিধা গুলো। যেটা আপনার জানা উচিত। বায়োমেট্রিক্স এর সুবিধা গুলো হলো-
  • বায়োমেট্রিক্স সিস্টেম সম্পূর্ণ অনুভূতিহীন। এজন্য নিরাপত্তার ক্ষেত্রেও কোন ধরনের পক্ষপাতিত্বের অপশন কিংবা সুযোগ থাকে না।
  • বায়োমেট্রিক্স এর নিরাপত্তা অত্যন্ত নিখুঁত ভাবে হয়ে থাকে।
  • প্রাথমিকভাবে খরচ একটু বেশি হয়ে থাকলেও এর খরচ কম হয় সার্বিকভাবে।
  • বায়োমেট্রিক্স পদ্ধতিতে জাল করো অথবা নকল কিংবা চুরি করা একদম অসম্ভব কর। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো হয়।
  • বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট এর জন্য যে সকল ডিভাইস ব্যবহার হয় তার তুলনামূলক দাম কম। বায়োমেট্রিক্স ব্যবহারকারীদেরকে শনাক্ত করতে কোন ধরনের ম্যানুয়াল ইনপুট এর দরকার থাকে না। এর কারণ হচ্ছে বায়োমেট্রিক্স এ প্রক্রিয়াটাকে করে তুলে আরো অনেক বেশি দক্ষ।
  • বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা অনেক সহজ এবং খুব দ্রুত হয়। এই পদ্ধতিতে ব্যবহার করার জন্য কোন ধরনের পিন অথবা পাসওয়ার্ড মনে রাখতে হয় না।
  • বায়োমেট্রিক্স  পদ্ধতিতে বৃহৎ পরিমাণ ব্যবহারকারীর জন্য খুব সহজেই স্কেল করা হয়।
  • বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করার ফলে নিরাপত্তা ব্যবস্থা কি আরো উচ্চতর করে তোলা হয়।

বায়োমেট্রিক্স এর  অসুবিধা

প্রত্যেকটা জিনিসেরই ভাল দিকের পাশাপাশি কিছু খারাপ দিক থাকে বায়োমেট্রিক্স এর অসুবিধা। এর জন্য বায়োমেট্রিক এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধার দিকও রয়েছে। আজকের আর্টিকেলের এই অংশটি পড়ে আপনি সে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে আমরা এবার জেনে আসি বায়োমেট্রিকের অসুবিধা গুলো।
  • বায়োমেট্রিক পদ্ধতিতে একটি সমস্যা হচ্ছে আলোর প্রতিফলনের ফলে মুখমণ্ডলের ছবিতে প্রভাব পড়ে। এ কারণে এই সিস্টেমের মাধ্যমে মুখমন্ডল চিনতে সমস্যা হয়। কখনো কখনো চিনতেই পারে না।
  • আমাদের শারীরিক ফিটনেস এর প্রভাবে যখন কণ্ঠ স্বরের ওঠা নামো হয় তখন কোন কোন সময়ে বায়োমেট্রিকের এই সিস্টেম ঠিকমতো চিনতে পারেনা আমাদের কণ্ঠস্বরকে।
  • আমরা যখন স্বাক্ষর করি তখন প্রত্যেকটি স্বাক্ষরের মাঝে একটু এমন তেমন থাকে। এজন্য স্বাক্ষরের এই ভিন্নতার কারণে এখানেও রয়েছে বায়োমেট্রিকের অসুবিধা।
  • বায়োমেট্রিক্স সিস্টেমের জন্য ইনস্টলেশন খরচ টা বেশি হয়।
  • দক্ষ লোক প্রয়োজন হয় বায়োমেট্রিক্যাল এ সিস্টেমটি পরিচালনা করতে।
  • কখনো কখনো বায়োমেট্রিকের এই ডিভাইস গুলো ভুল করার সম্ভাবনা থাকে। যেমন - ব্যক্তিদের চিহ্নিতকরণে মাঝে মাঝে ভুল করে এবং অস্বীকার করার সম্ভাবনা থাকে।
  • আঘাতপ্রাপ্ত ব্যক্তি কিংবা যারা বয়স্ক মানুষ তারা বায়োমেট্রিক্স এর স্ক্যানার ব্যবহার করার ক্ষেত্রে অক্ষম হওয়ার সম্ভাবনা থাকে।
  • যারা বায়োমেট্রিক্স ব্যবহার করে অনেক সময় তাদের মধ্যে সমস্যা হয় ফিঙ্গারপ্রিন্ট এর।
  • কম্পিউটার কিংবা অন্য সব ভয়েস রেকর্ড ব্যবহার করে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে ভয়েজ নকল করার সম্ভবত থাকে। এজন্য এ পদ্ধতিতে অনিরাপত্তার সম্ভাবনা থাকে।
  • বিভিন্ন কর্মজীবী মানুষ এর ক্ষেত্রে বিশেষ করে হাতুড়ি পেটানো কাজ করে যারা। এ ধরনের লোকদের জন্য বায়োমেট্রিকের এই সিস্টেমটি একদমই ভালো না। এর কারণ হলো হাতুড়ি পেটানোর জন্য ফিঙ্গারপ্রিন্ট কখনো কখনো নষ্ট হতে পারে। আশা করছি বিস্তারিত জানতে পেরেছেন।

বায়োমেট্রিক্স এর ব্যবহার

আজকের আর্টিকেল টি পড়ার মাধ্যমে নিশ্চয় আপনি জেনে গেছেন বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা গুলো সম্পর্কে। অনেকে জানতে চেয়েছেন বায়োমেট্রিকের ব্যবহার কি। কোন কোন ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার হয়। তাই আজকে আর্টিকেলের এই পর্বে আমরা জানবো বায়োমেট্রিক এর ব্যবহার সম্পর্কে। চলুন তাহলে জেনে আসা যাক।

বায়োমেট্রিক সাধারণত ব্যবহৃত হয় ২ ধরনের কাজের জন্য। যেমন - ব্যক্তি সনাক্তকরণ, সত্যতা যাচাই। চলুন এখন বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে আসি।

ব্যক্তি শনাক্তকরণ

বায়োমেট্রিক পদ্ধতিতে কোন একটি ব্যক্তির অদ্বিতীয় বৈশিষ্ট্যকে শনাক্তকরণ করে তা ঐ মানুষের বিপরীত সিস্টেমের সংরক্ষিত করে রাখা হয় কেন্দ্রীয় ডেটাবেজে। এটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের শনাক্তকরণে যেমন- এন আই ডি, লাইসেন্স ইত্যাদিতে ব্যবহার হয়। এছাড়াও কম্পিউটার সিস্টেমের ভেতরে তিন নম্বর অথবা ইউজার নামে এটা ব্যবহার করা হয়।
multiplebdবায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স -এর ১০ টি সুবিধা ও অসুবিধা
বায়োমেট্রিক্স পদ্ধতির ব্যবহার হয় কম্পিউটারে বিভিন্ন ধরনের নিরাপত্তা জনিত বিষয়ে। এই পদ্ধতিটির মাধ্যমে মানুষের যে বায়োলজিক্যাল যেটা থাকে তা মূলত সারাক্ষণ করা হয় কম্পিউটার ডেটাবেজ এর মাধ্যমে। খেয়াল করে দেখবেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের দরজাতে রয়েছে এক ধরনের ফিঙ্গারপ্রিন্ট এর সেন্সর। এই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কোন ব্যক্তি প্রবেশ করতে পারে।

এই পদ্ধতিতে আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট কে নিয়ে নিরাপত্তার সাথে কম্পিউটারের এক ধরনের সফটওয়্যার এর ডাটাবেজের ভেতর সংরক্ষণ করা হয়। ব্যক্তির যখন দরজার সামনে দাঁড়ায় তখন সেই শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে এটি কাজ করে। আশা করছি বুঝতে পেরেছেন।

সত্যতা যাচাই

বায়োমেট্রিকের এই সত্যতা যাচাই পদ্ধতিতে আগে থেকেই মানুষের এক কিংবা ও ও দ্বিতীয় বিভিন্ন ধরনের বায়োমেট্রিক বৈশিষ্ট্য। এবং পরে তা বর্তমান বায়োমেট্রিক যে ডেটটাও আসে সেই ডেটার সঙ্গে মিল করে ওই ব্যক্তির সত্যতাকে নির্ধারিত করা হয়। যেমন - ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার। এই পদ্ধতিতে আগে থেকেই মানুষের ফিঙ্গারপ্রিন্ট রেখে দেওয়া হয় এবং পরে তা মিল করে যাচাই করা হয় সত্যতা।

বায়োমেট্রিক্স ও বায়োইনফরমেটিক্স এর পার্থক্য

আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা সম্পর্কে। আচ্ছা আপনি কি জানেন বায়োমেট্রিক্স ও বায়োইনফরমেটিক্স এর পার্থক্য কি ? মূলত বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিক্স এর কিছু পার্থক্য আছে। যে বিষয়গুলোর সম্পর্কে আমরা এখন জানবো। চলুন তাহলে জেনে নিই।

বায়োমেট্রিক্স 

বায়োইনফরমেট্রিক্স 

বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহার হয় মানুষের বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ডাটা কে। যেমন - ব্যক্তির বিভিন্ন আচার-আচরণ, শারীরিক গঠন, ব্যক্তির বিভিন্ন গুনাগুন এবং বৈশিষ্ট্য চিহ্নিত করার মাধ্যমে শনাক্ত করা হলো বায়োমেট্রিক্স পদ্ধতি। 

জীব বিজ্ঞানের বিভিন্ন ধরনের সমস্যা গুলোকে যখন সমাধান করার জন্য কম্পিটিশনাল প্রযুক্তি  ব্যবহার হয় তখন তাকে বলা হয় বায়োইনফরম্যাট্রিক্স। 

বায়োমেট্রিক প্রযুক্তিতে শনাক্তকরণের জন্য ব্যবহার হয় ব্যক্তির চেহারা, রেটিনা ও আইডির, হাতের মাপ, কণ্ঠস্বরসহ ইত্যাদি কিছু বিশ্লেষণ করে।

বায়োলজিক্যাল ডাটা গুলোকে এনালাইসিস করতে এখানে কম্পিউটার প্রযুক্তি, গাণিতিক জ্ঞান এবং বিভিন্ন ইনফরমেশন থিওরি কে ব্যবহার করা হয় । 

এটি মূলত ব্যবহৃত হয় ব্যক্তিকে শনাক্তকরণ  এবং নিখুঁত নিরাপত্তার জন্য। 

এটি মূলত ব্যবহার করা হয় মলিকুলার অর্থাৎ আনবিক জেনেটিক্সের ভিজুয়ালাইজেশন সম্ভব করে তোলার কাজে। 

বায়োমেট্রিক্স  পদ্ধতিতে ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা কে আগে থেকেই কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে সে ডেটা গুলো ইনপুট ডেটার সাথে ম্যাচ করা হয়। ডাটাগুলো যদি মিল হয় তাহলে তা অনুমতি পায় এবং বৈধ বলে বিবেচনা করা হয়। 

এটি সাহায্য করে অনেক পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপরাধবৃত্তিমূলক তথ্যগুলোকে সংরক্ষণ করতে। এখানে  বিভিন্ন ধরনের প্যাটার্ন রিকগনিশন অ্যালগরিদম ডেটা গুলোকে মাইনিং করা হয়ে থাকে। 

বায়োমেট্রিক্স এই পদ্ধতি তুলনামূলক কম ব্যয় বহুল এবং ব্যবহারিত হয় অনেক বেশি। 

বায়ো ইনফরম্যাট্রিক্স এই প্রযুক্তিটি অনেক ব্যয়বহুল। তাই এই প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য অনেক অর্থের দরকার হয়।

বায়োমেট্রিক সিস্টেম কীভাবে কাজ করে ?

বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা সম্পর্ক সহ আরো অনেক বিষয় নিয়ে আমরা এতক্ষন জানলাম। আচ্ছা আপনি কি জানেন বায়োমেট্রিক সিস্টেম কীভাবে কাজ করে ? যদি না জেনে থাকেন তাহলে চিন্তার একদমই কারণ নেই। কারণ আজকের আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করেছি বায়োমেট্রিক্স সিস্টেম কিভাবে কাজ করে সে বিষয় নিয়ে।

চলুন তাহলে আমরা জেনে নিই। বায়োমেট্রিক্সের যে অথেন্টিকেশন সিকিউরিটি থাকে তা মূলত কাজ করে থাকে তুলনার বা মিলকরণের ভিত্তিতে। বায়োমেট্রিক্স সিস্টেমটিতে স্টোর করে রাখা হয় একটি নির্দিষ্ট ক্যারেক্টার। যা কন্সটেন্ট অবস্থায় থাকে সময়ের সাথে সাথে। উদাহরণ দিলে আপনি ভাল বুঝতে পারবেন যেমন - ফেসিয়াল রিগনিশন, ফিঙ্গারপ্রিন্ট ।
multiplebdবায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স- এর ১০ -টি সুবিধা ও অসুবিধা
রেটিনা , ভয়েস রেকর্ড সহ ইত্যাদি সেভ অবস্থায় থাকে ডিভাইসে। আর যখন আপনি লক খুলতে নির্দিষ্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন তখন, পূর্বের রেখে দেয়া এই ডেটার সাথে মিল করণ করা হয়। ডেটা যদি মিল হয় তাহলে তখন এক্সেসের পারমিশন দেওয়া হয়। মূলত প্রত্যেকটি বায়োমেট্রিক্স সিস্টেমটি গঠিত থাকে ৩ টি Basic কম্পনেন্ট সমন্বিত হয়ে। আর এগুলো হচ্ছে -
  • একটি রিডার কিংবা সেন্সর। যা ব্যবহার করা হয়ে থাকে ডেটা রেকর্ড করার জন্য এবং আইডেন্টিফিকেশন করার জন্য বায়োমেট্রিক্স ফ্যাক্টরি স্ক্যান করে।
  • একটি সফটওয়্যার অথবা প্রোগ্রাম ব্যবহার হয়। যা স্ক্যান কিংবা রেকর্ড করা ডেটটা গুলোকে কনভার্ট করে ডিজিটাল ফরমেটে। এবং এ ডাটা গুলোকে কম্পেয়ার করে নতুন ডেটার সঙ্গে।
  • রয়েছে একটি ডাটাবেস। বায়োমেট্রিক্স সকল ডেটা গুলোকে স্টোর করে রাখে এটি।

বায়োমেট্রিক্স এর অপর নাম কি

আচ্ছা আপনি কি জানেন বায়োমেট্রিক্স এর অপর নাম কি বায়োমেট্রিক্স কি ? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন আর্টিকেলের এই অংশটি পড়ে। আর নিশ্চয়ই আপনি এতক্ষণ জেনে গেছেন বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা সহ বায়োমেট্রিক্স এর বিভিন্ন তথ্য সমূহ। চলুন তাহলে আমরা এখন জেনে আসি বায়োমেট্রিক্স এর অপর নাম কি।

বিশেষজ্ঞদের মতে বায়োমেট্রিক্স এর অপর নাম হচ্ছে মানব বৈশিষ্ট্য এক ধরনের পরিমাপ বিদ্যা। এটি মূলত ব্যক্তির শরীরের বিভিন্ন ধরনের অঙ্গ পতঙ্গ অথবা বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্যকে যাচাই-বাচার কিংবা এর উপর ভিত্তি করার মাধ্যমে নির্দিষ্ট কোন এক ব্যক্তিকে শনাক্তকরণ করার একটি পদ্ধতি। বিভিন্ন গবেষকগণ বায়োমেট্রিক্স এর আরো বিভিন্ন ধরনের নাম বলেছেন । যেমন - জিবমেট্রিক্স, বিহেভিয়ার ম্যাট্রিক্স। এই বিহেভিয়ার ম্যাট্রিক্স কে বাংলাতে মানব আচরণের পরিমাপ বিদ্যা বলা হয়।

বায়োমেট্রিক্স এর সুবিধা অসুবিধা শেষ কথা 

বায়োমেট্রিক্স ব্যবহার করে বিভিন্ন ধরনের শনাক্তকরণ সহ নিরাপত্তা জোরদার করতে ব্যবহৃত হয়। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করেছি বায়োমেট্রিক্স কি ? বায়োমেট্রিক্স এর ১০ টি সুবিধা ও অসুবিধা সহ বিভিন্ন বিষয়ে। তাই আশা করছি আপনি বিস্তারিত বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছেন। আর যদি না জেনে থাকেন তাহলে আর্টিকেলটি মনোযোগ দিয়ে সম্পন্ন পড়ুন।

প্রিয় পাঠক আজকের আর্টিকেলটি পরে যদি আপনি উপকৃত হয়ে থাকেন কিংবা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিন এ সকল তথ্য সেবা অন্যদেরকেও পেতে। আর হ্যাঁ সকল তথ্য সেবা পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের এই www.multiplebd.com ওয়েবসাইটটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url