নগদ একাউন্ট দেখার নিয়ম কি - নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানতে চাপ দিনআপনি কি নগদ একাউন্ট দেখার নিয়ম কি - নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় সম্পর্কে
জানতে চাচ্ছেন ? তাহলে একদম জায়গা মতো এসেছেন। কারণ আজকের এই পোস্টে আমরা আলোচনা
করব নগদ একাউন্টের এসব বিষয় নিয়ে। বর্তমানে নগদ একাউন্ট খুব জনপ্রিয়। তাই
অবশ্যই আপনার অজানা সকল তথ্যগুলো জানতে পোস্টটা শেষ পর্যন্ত পড়ুন।
আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা জানে না কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়। অনেকেই
এটা নিয়ে চিন্তায় রয়েছে যে নগদ একাউন্ট দেখব কিভাবে। চিন্তার কোনই কারণ নেই
আজকের পোস্টে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আজকের পোস্টে আমরা
আপনাকে আরো জানাবো নগদ একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন। বিস্তারিত জেনে নিন
আজকের এই পোস্টে।
পোস্ট সূচিপত্র
বর্তমান সময়ের লেনদেনের অন্যতম একটি সহজ মাধ্যম হিসেবে বেশ জনপ্রিয় নগদ।কিন্তু
অনেকেই রয়েছে যারা জানে না কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় নগদ এখন কিভাবে
দেখতে হয় একাউন্ট খুলতে কি
কি লাগবে ইত্যাদি বিষয়গুলো। যা আমরা আলোচনা করেছি আজকের পুরো পোস্ট জুড়ে। তাহলে
দেরি কিসের চলুন এবার জেনে নিন আপনার প্রয়োজনীয় সকল তথ্যগুলো।
নগদ একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন
আপনি কি নগদ একাউন্ট খোলার কথা ভাবছেন ? আপনি কি জানেন না নগদ একাউন্ট খুলতে কি
কি প্রয়োজন হয়। তাহলে একদমই চিন্তার কোন কারণ নেই। কারণ এখন আমরা আপনাকে জানাবো
নগদ একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন। তো চলুন এবার জেনে আসি।
- আপনি যদি ফোনের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই একটি ফোন লাগবে।
- আপনার নাম সার্টিফিকেট অনুযায়ী।
- সার্টিফিকেট অনুযায়ী আপনি যত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই জন্ম তারিখ।
- আপনার এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয় পত্র লাগবে।
- আপনার ছবি লাগবে এবং তা হবে পাসপোর্ট সাইজ।
- আপনার মোবাইল নাম্বার লাগবে।
নগদ একাউন্ট দেখার নিয়ম কি
এখন প্রায় প্রত্যেকটা মানুষেরই নগদ একাউন্ট খোলা আছে। কিন্তু তবুও অনেকে নগদ এখন
খোলা থাকার পরেও জানে না নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে। কিন্তু নগদ একাউন্ট
খোলার নিয়মটা বেশ সহজ। তাহলে আর দেরি কিসের। এবার জেনে আসি নগদ একাউন্ট দেখার
নিয়ম কি ?
*167# কোড ব্যবহার করেঃ অ্যাপ ছাড়াও কোড ব্যবহার করে আপনি বাটন কিংবা
এন্ড্রয়েড ফোনে নগদ একাউন্ট দেখতে পারেন। নগদ একাউন্ট চেক করার জন্য আপনাকে এমন
একটি ফোন নিতে হবে যে ফোনে নগদ একাউন্ট খোলা রয়েছে।এরপর মোবাইলে *167# ডায়াল
করতে হবে। তারপর একটা নাম্বার প্লেট আসবে।
খেয়াল করে দেখবেন 7 নাম্বারে My Nagad লিখা আছে। এজন্য আপনি 7 নাম্বার লিখে
সেন্ড করে দিবেন। তারপর একইভাবে আরেকটি নাম্বার প্লেট আসবে। সেখান থেকে Balance
Enquiry মানে 1 নম্বর লিখে সেন্ড করুন।এবার একটি ফাঁকা বক্স আসবে সেখান থেকে আপনি
আপনার নগদের পিন বসিয়ে দিন। তাহলে আপনি দেখতে পাবেন আপনার নগদ একাউন্টে কত টাকা
আছে।
নগদ অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স চেক করার নিয়মঃ লেনদেনের অন্যতম এক
মাধ্যমে হিসেবে বর্তমান নগদ অ্যাকাউন্ট সবার কাছেই জনপ্রিয়। আপনি যদি নগদ অ্যাপ
ব্যবহার করে ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করে
সেখান থেকে Bangladesh Post Office এর যে নগদ অ্যাপস রয়েছে সেটা ইন্সটল করে নিতে
হবে।
ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন লিখা আছে সেখানে ক্লিক করুন। ওপেনে ক্লিক করলে
অ্যাপসটি আপনার ফোনে ওপেন হয়ে যাবে। এরপর যে ফোন নাম্বার দিয়ে আপনি নগদ
অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটা বসান ও লগইন অপশনে ক্লিক করুন। তারপর আপনার
পিন কোডটি বসিয়ে দিন এবং সাইন ইন করে দেন। দেখবেন তারপর একটি কোড এসেছে।
সেই কোডটি আপনাকে বসাতে হবে অথবা আপনি অ্যালো অপশন ক্লিক করলে সেটা অটোমেটিকলি
বসে যাবে। এরপর আপনি উপরে থেকে ব্যালেন্স জানতে টাইপ করুন নামে একটি অংশ রয়েছে
সেখানে ক্লিক করুন। ব্যাস তাহলে আপনি দেখতে পাবেন আপনার একাউন্টে কি পরিমান টাকা
আছে।
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
আপনি মনে মনে ভাবছেন নগদ একাউন্ট থাকলে কত সুবিধা হতো। কিন্তু আপনি জানেন না নগদ
এখন কিভাবে খুলতে হয়। তাহলে চিন্তার কারণ নেই কারণ এখন আমরা আপনাকে জানাবো নগদ
একাউন্ট কিভাবে খুলতে হয়।
- অ্যাপ ডাউনলোডঃ নগদ একাউন্ট খোলার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপ টি ডাউনলোড করে নিতে হবে।
- নগদ অ্যাপ রেজিস্টার করতে হবেঃ আপনি যে নগদ অ্যাপ ইন্সটল করলেন সেটা ওপেন এ ক্লিক করার মাধ্যমে আ্যপে প্রবেশ করুন। নিবন্ধের নামে যে বাটনটি আছে সেখানে ক্লিক করুন। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার ঠিকানা, নাম, জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- পিন সেট করুনঃ উপরের যেসব তথ্যের কথা বললাম এগুলো সব ঠিকঠাক ভাবে হয়ে গেলে আপনাকে একটি পিন সেট করতে হবে। যে তিনটি সেট করলেন তা আবার পুনরায় সেট করে অ্যাকাউন্ট ওপেন নামক এবার টোন রয়েছে তাতে ক্লিক করুন।
- তথ্য হালনাগাদ ( KYC ) করুনঃ নগদ একাউন্ট খুলতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এটি। এভাবে আসার পর আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র দুই পাশের ছবি দিতে হবে। মোবাইল ফোনের সামনের ক্যামেরা অন করে সেখানে আপনাকে ফেস এবং ছবি দেওয়া লাগবে।
- অ্যাকাউন্ট ভেরিফিকেশনঃ উপরে বলায় সকল তথ্য যদি আপনি ঠিকভাবে দেন তাহলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হতে আপনার ৩০ মিনিটের মতো সময় লাগবে। তারপর আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে সফলভাবে আপনার নগদ একাউন্টে খোলা হয়েছে।
নগদ কোড নাম্বার
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করছিলাম নগদ একাউন্ট দেখার নিয়ম কি - নগদ একাউন্ট
কিভাবে খুলতে হয় । অনেকেই জানতে চেয়েছেন নগদ এর কোড নাম্বার কি। যা এখন আমরা
আপনাকে জানাতে যাচ্ছি। বর্তমানে নগদ লেনদেনের জন্য খুব জনপ্রিয় একটি মাধ্যম।
প্রত্যেকটা একাউন্টে যেরকম একটা কোড থাকে ঠিক তেমনি নগদ একাউন্ট এর ক্ষেত্রেও
রয়েছে একটি কোড।
এ কোড ব্যবহার করার মাধ্যমে আমরা নগদ একাউন্ট খুলতে এবং নগদ কাউন্টের বিভিন্ন
তথ্য বিস্তারিতভাবে জানতে পারি। নগদে কোড নাম্বারটি হচ্ছে *১৬৭# ( *167#) আশা
করছি আপনারা বুঝতে পেরেছেন।
নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন বর্তমানে নগদের মাধ্যমেও নেওয়া হচ্ছে। কিন্তু
অনেকেই জানে না কিভাবে নগদে উপবৃত্তির টাকা দেখতে হয়। অনেকে আবার জেনে থাকলেও
মাঝে মাঝে ভুলে যাই। চিন্তার কারণ নেই, কারণ এখন আমরা জানবো নগদে উপবৃত্তির টাকা
দেখার নিয়ম।
- আপনার ফোনে যে সিম দিয়ে নগদ একাউন্ট খুলেছেন সেই সিম থেকে ডায়াল করুন *১৬৭#।
- ডায়াল করার পর একটি নাম্বার প্লেট আসবে সেখান থেকে 7 নম্বরে থাকা My Nagad ওপশনটি সিলেক্ট করতে হবে।
- সিলেক্ট করা হয়ে গেলে তারপর একটি অপশন আসবে সেখান আবার একে নিয়ে সিলেক্ট করুন 1 নম্বরে থাকা Balance Enquiry অপশনটি।
- তারপর নগদ একাউন্টে আপনার যে পিন রয়েছে সেই পিন কোডটি বসান।
- ব্যাচ হয়ে গেলো। এবার আপনি নিজের চোখে দেখে নেন আপনার একাউন্টে উপবৃত্তির কত টাকা এসেছে।
আপনি চাইলে আ্যপ ব্যবহার করেও নগদে উপবৃত্তির টাকা দেখতে পারেন । এক্ষেত্রে
আপনাকে প্লে স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করার পর ইন্সটল করে দিতে হবে। এরপর
লগইন করার পর আপনি নগদ একাউন্টে গিয়ে সেখান থেকে ব্যালেন্স চেক করে দেখতে
পারবেন। এছাড়াও লেনদেনে গেলেও আপনি দেখতে পারবেন আপনার উপবৃত্তির কত টাকা ইন
হয়েছিল।
নগদের একাউন্টের সুবিধা কি
নগদ একাউন্ট দেখার নিয়ম কি - নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় এগুলোর আগে সবার
মনে একেও প্রশ্ন জাগে যে নগদের সুবিধা কি? কেন আমি নগদ একাউন্ট খুলব। তাই আপনার
এ প্রশ্নের উত্তরগুলো থাকছে আজকে আর্টিকেলের এই অংশে। তো চলুন জেনে নিন নগদের
একাউন্টের সুবিধা কি।
- নগদ একাউন্ট খোলা খুবই সহজ। বিভিন্ন সময়ে একাউন্ট খুললে অফারও পাওয়া যায়।
- অন্যান্য অ্যাপস এর থেকে নগদে ক্যাশ আউট চার্জ কম কাটে। অ্যাপস এর মাধ্যমে যদি ক্যাশ আউট করলে চার্জ পরে ১৩ টাকার ও কম।
- নগদে বিভিন্ন সময় অনেক ডিসকাউন্ট ও অফার পাওয়া যায়।
- নগদে সেন্ড মানি একদম ফ্রি। কিন্তু অনেক অ্যাপ রয়েছে যেগুলোতে সেন্ড মানি করতে টাকা লাগে। এক্ষেত্রে নগদে অ্যাপসের মাধ্যমে ২৫০০০ পর্যন্ত ফ্রিতে করা যায়।
- পেমেন্ট করার সুবিধা রয়েছে। এজন্য নগদ অনেক প্রচলিত।
- আপনি যে কোন ব্যাংক অথবা কার্ড থেকে সহজেই এড মনে করতে পারবেন।সুবিধাও রয়েছে অনেক।
- যেকোনো সময় যেকোনো জায়গাতে বসেই আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন খুব সহজে।
- আপনি বিদ্যুৎ বিল সহ বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারবেন এবং চার্জও অনেক কম কাটে।
নগদ একাউন্টের পিন ভুলে গেলে করনীয় কি ?
প্রিয় পাঠক, এতক্ষণ তো আপনারা জানলেন নগদ একাউন্ট দেখার নিয়ম কি - নগদ
একাউন্ট কিভাবে খুলতে হয় সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত। কিন্তু আপনি কি জানেন
নগদ একাউন্টের ভুলে গেলে কি করনীয় ? যদি না জেনে থাকেন তাহলে এবার জেনে নিন।
কারণ এখন আমরা আলোচনা করব নগদ একাউন্টের পিন ভুলে গেলে করনীয় কি ?
নগদ একাউন্টে যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার একাউন্টে থাকা
সর্বশেষ ব্যালেন্স মনে রাখতে হবে। এছাড়াও আপনাকে ভালো করে মনে রাখতে হবে আপনার
সঠিক জন্ম তারিখ এবং আপনার পিতার নামসহ আপনার পরিপূর্ণ ঠিকানা যেটা দিয়ে আপনি
নগদ একাউন্ট খুলেছিলেন। এরপর আপনাকে ফোন দিতে হবে 16167 নম্বরে।
কল করার পর তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নগদের শেষ ব্যালেন্স সহ আপনার জন্ম
তারিখ আপনার পিতার নাম সহ কিছু ইনফরমেশন যেগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে।
তাদের নিয়ম নীতি পূরণ হলে তারা আপনাকে আরেকটি নতুন পাসওয়ার্ড রিসেট করে দিবে।
এবং তারপরে আপনি পারবেন আপনার নগদের নতুন একটি পাসওয়ার্ডটি যোগ করতে।
নগদ একাউন্ট জিরো ব্যালেন্স করার উপায়
অনেকেই জানতে চেয়েছেন নগদ একাউন্টে কিভাবে জিরো ব্যালেন্স করা যায়। তাই আজকের
আর্টিকেলের এ অংশে আমরা আলোচনা করব নগদ একাউন্ট জিরো ব্যালেন্স করার উপায়
সম্পর্কে। আসুন তাহলে জেনে জেনে নিয়। আপনি যদি একাউন্ট ডিলিট বা বন্ধ করতে চান
তার আগে অবশ্যই জিরো ব্যালেন্স করা জরুরী।
অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করতে চাইলে আপনি সেন্ড মানি করে, ক্যাশ আউট করে,
অথবা মোবাইল রিচার্জ করে খুব সহজে নগদ একাউন্টে ব্যালেন্স জিরো করে দিতে পারেন।
এরপর আপনি চাইলে অ্যাকাউন্টটি বন্ধ করতে পারেন বা ডিলিট করতে পারেন। আশা করছি
বুঝতে পেরেছেন।
আমাদের পরামর্শ
নগদ লেনদেনের অন্যতম একটি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে লেনদেন অনেক
সহজ। খরচ অনেক কম কাটে। কিন্তু নগদ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকা
ভালো। আপনি যখন নগদের পিন সেট করবেন তখন চেষ্টা করবেন সেই পিন অথবা
পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয়। যেন হ্যাক হওয়ার সম্ভাবনা না থাকে।
কেননা অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার সকল ব্যালেন্স কেটে নিতে
পারে। প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম কি - নগদ
একাউন্ট কিভাবে খুলতে হয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আশা করছি আপনি বুঝতে
পেরেছেন। পোস্টটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন। আর
হ্যাঁ, এ সকল তথ্য সেবা পেতে নিহতে ভিজিট করুন আমাদের এই Www.multiplebd.com
ওয়েবসাইটটি।ধন্যবাদ।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url