বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম
পোস্ট সূচিপত্র
উপায় একাউন্ট কি
উপায় একাউন্ট দেখার নিয়ম
উপায় একাউন্ট খোলার নিয়ম জানলেও আমরা অনেকেই জানিনা উপায় একউন্ট দেখার নিয়ম সম্পর্কে। বিভিন্ন সময় আবার আমরা ভুলে যাই যে উপায় একাউন্ট দেখব কিভাবে। তাই এখন আমরা আপনাকে জানাবো কিভাবে উপায়ে একাউন্ট দেখবেন। আপনি যদি উপায়ে একাউন্ট দেখতে চান তাহলে আপনি দুইটি উপায়ে দেখতে পারবেন। আর সে পদ্ধতি গুলো হচ্ছে -
- ডায়াল কোড এর মাধ্যমে
- উপায় অ্যাপ ব্যবহার করে
- আপনার যদি এন্ড্রয়েড ফোন না থাকে এক্ষেত্রে যদি আপনি ডায়াল কোড এর মাধ্যমে উপায় একাউন্ট দেখতে চান তাহলে আপনাকে ফোনের ডায়াল প্যাড থেকে *268# ডায়াল করতে হবে ।
- তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে সিমে আপনি উপায় একাউন্ট খুলেছেন সেই সিম দিয়ে ডায়াল করবেন।
- এভাবে আপনি ডায়াল করার পরে আপনার সামনে একটি নাম্বার প্লেট আসবে, সেখান থেকে আপনি 7 নম্বরে থাকা My Upai সিলেক্ট করুন।
- এজন্য আপনাকে 7 ডায়াল করে Send করতে হবে।
- এরপর আপনি Check Balance এ গিয়ে অর্থাৎ 1 ডায়াল করে send করুন।
- তারপর আপনি উপায়ে একাউন্টে যে পিন অথবা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পিন ব্যবহার করুন। এবার নিজেই দেখে নিন আপনার উপায় একাউন্ট। আশা করছি বুঝতে পেরেছেন।
উপায় অ্যাপ ব্যবহার করে
- উপায় অ্যাড দিয়ে যদি একাউন্ট চেক করতে চান এজন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে উপায় অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
- ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনি উপায় অ্যাপটি ওপেন করে ফেলুন।
- তারপর আপনি আপনার উপায় একাউন্টের নাম্বার বসিয়ে লগইন করুন।
- লগইন করার জন্য অবশ্যই আপনাকে উপায়ে জেপিন বা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পিন বা পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর আপনি দেখবেন ব্যালেন্স চেক অথবা ব্যালেন্স দেখুন নামে অপশন আছে সেখানে চাঁদ দিয়ে দেখে নিন আপনার উপায় একাউন্ট।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম
- সর্বপ্রথম আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *268# ডায়াল করুন।
- আপনি যে ফোন নাম্বার দিয়ে উপায় একাউন্ট খুলতে চাচ্ছেন অবশ্যই ডায়াল করার আপনার ফোনের সেই ফোন নম্বরে থাকা সিমটি সিলেক্ট করে ডায়াল করুন।
- *268# ডায়াল করার পর আপনার সামনে একটি মেসেজ আসবে সেখানে Yes অথবা No অপশন আছে। এটা মূলত আপনার এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ করার জন্য। এক্ষেত্রে আপনাকে অবশ্যই Yes সিলেক্ট করে অনুমতি দিতে হবে।
- এ সকল কার্যক্রম শেষ করার পরে আপনার ফোনে একটি টেম্পোরারি পিন আসবে। যে পিনটি আপনাকে সেট করতে হবে ২৪ ঘন্টার ভেতরে।
- তারপর আবারও আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *268# ডায়াল করে আপনার ফোনে পাঠানো সেই টেম্পোরারি পিন বসিয়ে পাঠিয়ে দিন।
- এরপর দেখবেন আপনার ফোনের নতুন পিন সেট করার জন্য একটি অপশন আসছে সেখান থেকে আপনি চার ডিজিটের একটি নতুন পিন নাম্বার বসিয়ে সেন্ড করে দিন।
- সবকিছু যদি ঠিকঠাকভাবে করে থাকেন তাহলে আপনার ফোনে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি সঠিকভাবে উপায় একাউন্ট খুলেছেন। আর এভাবেই আপনি বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানলেন এবং উপায় একাউন্ট খুলে ফেললেন।
উপায় অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি
উপায় অ্যাপ দিয়ে উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম
- উপায় অ্যাপ ব্যবহার করে যদি আপনি উপায় এখন খুলতে চান এজন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে উপায় অ্যাপ ইন্সটল করতে হবে।
- আপনি যদি না জেনে থাকেন কিভাবে উপায় লিখে সার্চ করবেন তাহলে আমরা আপনাকে জানাচ্ছি। আপনি সার্চ করুন Upai লিখে।তাহলে আপনার সামনে উপায় অ্যাপ চলে আসবে।
- উপায় অ্যাপ ইন্সটল হবার পরে আপনি ওপেন করুন। পারমিশন চাইলে অবশ্যই Allow করে দিন।
- এবার আপনি যে ফোন নাম্বার দিয়ে উপায় একাউন্ট খুলতে চান অবশ্যই সে নাম্বারটি দিয়ে Verify Number এ ক্লিক করুন ।
- এরপর আপনাকে Allow পারমিশন করে দিতে হবে। দেখবেন আপনার ফোনে একটি otp code এসেছে। এটা অটোমেটিকলি বসে যাবে অথবা আপনি বসিয়ে দিন।
- এখন আপনি যে ব্যক্তির নামে একাউন্ট খুলতে চাচ্ছেন অবশ্যই তার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের দুই অংশের ছবি তুলুন এবং সাবমিট করুন।
- ভেরিফিকেশন যদি সাকসেসফুল হয় তাহলে এরপর পরবর্তী ধাপে আপনি যে সকল তথ্য চাইছে অর্থাৎ আপনার লিঙ্গ আপনার পেশা এবং যে সকল তথ্য চাইছে সেগুলো সিলেক্ট করুন।
- এ সকল কার্যক্রম ঠিকভাবে হয়ে গেলে এবার আপনি শক্তিশালী একটা পিন অথবা পাসওয়ার্ড সেট করুন যাতে করে আপনার উপায় একাউন্ট অন্য কেউ লগইন করতে না পারে।
- আর এভাবেই আপনি এ সকল পদ্ধতি অনুসরণ করে আপনার ফোনে উপায় অ্যাপ ব্যবহার করে উপায় একাউন্ট খুলে ফেললেন।
উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম
বিভিন্ন সময় আমাদের উপায় অ্যাকাউন্ট বন্ধ করার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানে না কিভাবে উপায় একাউন্ট বন্ধ করতে হবে।যেটা অবশ্যই আমাদের জানা দরকার। তাই এখন আমরা জানব উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে। তাহলে দেরি কেন চলুন বিস্তারিত জেনে আসা যাক। আপনি যদি উপায় একাউন্ট বন্ধ করতে চান তাহলে -
আরো পড়ুনঃ বিকাশ একাউন্ট দেখার নিয়ম - বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানুন
অবশ্যই আপনার ফোনে উপায় একাউন্ট এর ব্যালেন্স শূন্য করে নিবেন। উপায় এখন বন্ধ করার জন্য আপনার বেশ কিছু কাগজপত্র লাগবে আর সেগুলো হচ্ছে আপনারা জাতীয় পরিচয় পত্র। আপনি যে ফোন নাম্বার দিয়ে উপায় একাউন্ট খুলেছেন সচল অবস্থায় কোন ফোনে সেই ফোন নাম্বারটি। মনে রাখতে হবে আপনি উপায় একাউন্ট খোলার সময় যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র ব্যবহার করেছেন অবশ্যই সে ব্যক্তিকে সঙ্গে নিয়ে উপায় কাস্টমার কেয়ারে যেতে হবে।
সেখানে গিয়ে উপায় কাস্টমার কেয়ারে যে ব্যক্তি দায়িত্বে রয়েছেন তার কাছে গিয়ে আপনার সমস্যা বলতে হবে এবং বলুন যে আপনি উপায় account বন্ধ করতে চাচ্ছেন। এরপর তিনি আপনার থেকে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে যাচাই-বাছাই করবে। সকল তথ্য যদি ঠিকঠাকভাবে যাচাই-বাছাই হয়ে যায় তাহলে তিনি আপনার উপায় একাউন্ট বন্ধ করে দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন।
উপায় একাউন্ট এর সুবিধা সমূহ
- আপনি যদি উপায় অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন তাহলে এই ক্ষেত্রে বোনাস এবং ক্যাশওয়াড পেতে পারেন।
- উপায় একাউন্ট এর মাধ্যমে আপনি খুব সহজে ঘরে বসেই আপনার ফোনে মোবাইল রিচার্জ করতে পারবেন।
- বাইরে কোথাও না গিয়ে ঘরে বসে থেকে আপনি যেকোনো সময় যেকোনো স্থানে টাকা লেনদেন করতে পারবেন।
- আপনি যদি এটিএম বুথ থেকে ক্যাশ আউট করেন তাহলে এক্ষেত্রে ক্যাশ আউট চার্জ মাত্র ৮ টাকা হারে পাবেন।
- উপায় একাউন্ট এর মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন এবং ফি অনেক কম কাটে।
- আপনি যদি উপায় অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করেন তাহলে এক্ষেত্রে চার্জ কাটে মাত্র ১৪ টাকা।
- উপায় অ্যাপ ব্যবহার করে আপনি যেকোনো ধরনের কেনাকাটার মূল্য পরিশোধ করতে পারবেন।
উপায় ডায়াল কোড
উপায় পিন নম্বর পরিবর্তনের পদ্ধতি
- আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *268#।
- তবে ডায়াল করার সময় অবশ্যই যে নাম্বার দিয়ে উপায় একাউন্ট খুলেছেন সেই নাম্বার দিয়ে ডায়াল করুন।
- এরপর দেখবেন একটি নাম্বার প্লেট আসবে সেখান থেকে বেছে নিন Change pin মেনুটি। এবার সেখানে প্রবেশ করতে হবে।
- পিন চেঞ্জ করার পর যে আপনাকে আগের পিন নম্বরটি বসাতে হবে।
- এরপর নতুন একটি পিন নাম্বার বসান যেটি আপনি প্রিন হিসেবে সেট করতে চাচ্ছেন।
- আপনাকে পিন নম্বরটি নিশ্চিত করার জন্য পুনরায় আবার সেই পিনটি ব্যবহার করতে হবে।
- আর এভাবেই আপনি খুব সহজেই উপায় একাউন্ট এর পিন পরিবর্তন করে ফেললেন।
উপায় ক্যাশ আউট চার্জ
- আপনি যদি ক্যাশ আউট করার জন্য উপায়ে এজন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে এক্ষেত্রে আপনার চার্জ কাটবে হাজার প্রতি ১৪ টাকা করে।
- কিন্তু এক্ষেত্রে যদি উপায় এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে চার্জ আরো অনেক কম হয়।
- উপায় এটিএম থেকে ক্যাশ আউট চার্জ পরে প্রতি হাজারে শুধু ৮ টাকা।
- আপনি যদি ফোনের ডায়াল প্যাড থেকে ইউএসডি কোড ব্যবহার করে ডায়াল করেন তাহলে এক্ষেত্রে উপায় ক্যাশ আউট চার্জ পরে ১০০০ এ মাত্র ১৪ টাকা।
- আশা করছি বুঝতে পেরেছেন উপায় ক্যাশ আউট যার সম্পর্কে।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url