সকালে আদা খাওয়ার উপকারিতা - আদা পানি খাওয়ার নিয়ম

কাঁচা রসুন খাওয়ার উপকার ও নিয়ম জানতে চাপ দিনআজকের পোস্টে আমরা আলোচনা করব সকালে আদা খাওয়ার উপকারিতা - আদা পানি খাওয়ার নিয়ম। আপনি যদি আদা খাওয়ার এসব উপকারী দিক সম্পর্কে না জেনে থাকেন তাহলে পোস্টটি হতে যাচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদা আমাদের শরীরে বিভিন্ন সমস্যা সমাধান করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
শুধু আদা না বরং আদা দিয়ে চা তৈরি করে খেলেও তা আমাদের শরীরে ক্লান্তি দূর করে এবং গলা ব্যথা সহ বিভিন্ন সমস্যার সমাধান করে। কিন্তু অনেকেই জানে না আদা খাওয়ার উপকারিতা সম্পর্কে। যা আলোচনা করা হয়েছে আজকের উপরও পোস্ট জুড়ে। এছাড়াও আমরা আপনাকে আরো জানাবো পুরুষদের জন্য আদার উপকারিতা সম্পর্কেও। বিস্তারিত জানতে পোস্টেই শেষ পর্যন্ত পড়ুন।

ভূমিকা 

রান্নার মসলা হিসেবে বা কাঁচা চিবিয়ে বিভিন্নভাবে আদার ব্যবহার রয়েছে। এতে সোডিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ সহ বিভিন্ন ধরনের উপাদান রয়েছে আমাদের শরীরের জন্য যা উপকারী। কিন্তু তবুও আধার কিছু ক্ষতি করে দিক রয়েছে। যা আলোচনা করা হয়েছে আজকের পুরো পোস্ট জুড়ে। তাই সকল তথ্য জানতে পোস্টটি পড়তে থাকুন।

পুরুষদের জন্য আদার উপকারিতা

পুরুষদের শারীরিক ক্ষমতা বৃদ্ধিতে আদা ম্যাজিকের মত কাজ করে। তাহলে চলুন চলে আসা যাক পুরুষদের জন্য আদার উপকারিতা ।

  • পুরুষদের শুক্রানু বৃদ্ধি করতে আদার রয়েছে অনন্য এক ভূমিকা।
  • আদা খাওয়া হলে তা পুরুষদের ফ্যার্টিলিটি বৃদ্ধি করে এবং রক্তচাপও কমায়।
  • আদা খাওয়া হলে তা পুরুষদের যৌন ক্ষমতাও বৃদ্ধি করে। এজন্য যারা অসময়েয় জনশক্তি হারিয়ে ফেলছেন তারা আদা খেতে পারেন।
  • পুরুষদের শারীরিক তাপমাত্রা বৃদ্ধি করতেও আদার রয়েছে ধারনিক ভূমিকা।
  • আদা খাওয়া হলে তা পুরুষেরসাথে যৌন হরমোন টেস্টোরেন্ট ভারতে অনেক ভূমিকা রাখে।
  • আদা খেলে শুধু পুরুষদের যৌন শক্তিই বৃদ্ধি পায় না বরং এর সাথে শুক্রাণুর ঘনত্ব বাড়ে।
  • আদা খাওয়ালে তা পুরুষদের মাইগ্রেন সমস্যা দূর করে।
  • আদাতে অনেক ধরনের ভিটামিনের উপস্থিতি থাকার কারণে পুরুষদের দ্রুত বীর্যপাত হওয়ার সমস্যা কে দূর করতে সাহায্য করে।

সকালে আদা খাওয়ার উপকারিতা

আদা আমরা বিভিন্ন সময়ে খেয়ে থাকি । কিন্তু অনেকেই জানেন সকালে আদা খাওয়ার উপকারিতা কি। তাই এখন আমরা জানবো সকালে আদা খাওয়ার উপকারিতা।
  • সকালে খালি পেটে আদা খাওয়া হলে মাথা ঘোরা কিংবা বমি ভাব হওয়ার সমস্যাসহ  বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে। 
  • বিশেষজ্ঞদের মতে, যাদের সারারাত ভালো করে ঘুম হওয়ার পরও ক্লান্তি পাচ্ছি হয় এই সমস্যায় আধা খেলে ভালো ফল মিলতে পারে। এর জন্য সকালে চা বা কফি খাওয়ার থেকে ১ কাপ আদার জল খেয়ে নিন তাহলে অনেক উপকার আসবে। 
  • সকালে যদি আদা খাওয়া হয় তাহলে সারাদিনের জন্য শরীরে ভরপুর এনার্জি পাওয়া যায়। 
  • সকালে যদি আধা চিবিয়ে কিংবা আদার জল করে খাওয়া হয় তাহলে নিয়মিত থাকে রক্তের শর্করা মাত্রা। 
  • পেট ফাঁপা কিংবা গ্যাস সহ এ ধরনের সমস্যার প্রতিরোধ করতে সকালে আদা খাওয়ার উপকারিতা অনেক। 
  • বিশেষজ্ঞরা বলছেন খালি পেটে যদি সকালে আদা খাওয়া হয় তাহলে তা হার্ট ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে। 
  • গবেষকদের মতে,আপনি যদি আদা থেকে সবচেয়ে বেশি উপকার পেতে চান তাহলে খালি পেটে খেলে মিলবে অনেক উপকার। 
  • সকালে আদা খাওয়া হলে বিভিন্ন ধরনের ব্যথা কমাতে সাহায্য করবে। এমনকি পিরিয়ডের সময়কালীন যে ব্যথা হয় তাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। 
  • খালি পেটে আদা খাওয়া হলে ত্বকের বিভিন্ন উপকার করে। তাহলে বুঝতেই পারছেন খালি পেটে আদা খাওয়ার উপকারিতা কত। 

আদা পানি খাওয়ার নিয়ম

আধা পানি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু তবুও অনেকেই জানিনা আধা পানি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে । শরীরের জন্য উপকার পেতে হলে অবশ্যই ঠিকভাবে আধা পানি খেতে হবে। তাহলে চলুন এবার জেনে আসা যাক আদা পানি খাওয়ার নিয়ম।
  • যে পরিমাণ পানি আপনি খেতে পারবেন আধা পানি খাওয়ার জন্য ঠিক ততটা আদা কুচি করে নিয়ে পানির ভেতরে দিয়ে দিবেন। 
  • তারপর পানি গরম করতে হবে যখন ফুটন্ত হয়ে যাবে তখন আগুন বন্ধ করে দিন। 
  • আগুন বন্ধ করার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিন। যখন ঠান্ডা হয়েছে ভাই তখন এর ভেতরে কিছুটা লেবু ও মধুর  মিশ্রণ করে  পান করুন । 
  • আপনার জন্য সকালে যদি আদা পানি খাওয়া সম্ভব না হয় তাহলে আপনি রাতে ঘুমানোর আগেও খেতে পারেন। 
  • আপনি যদি ওজন কমাতে চান তাহলে সকাল বেলাতেই আদা পানি খেতে পারেন এটা ওজন কমাতে ভূমিকা রাখবে। 
  • তবে আদা পানি বেশি বেশি খাওয়া ঠিক হবে না কারণ অতিরিক্ত কোন কিছুই ভালো না। 

প্রতিদিন কতটুকু আদা খাওয়া যায়

এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম সকালে আদা খাওয়ার উপকারিতা আদা পানি খাওয়ার নিয়ম সহ আদা খাওয়া নিয়ে বিভিন্ন বিষয়ে বিস্তারিত । কিন্তু অনেকেই জানে না প্রতিদিন কি পরিমান আদা খেতে হয়। যেটা আমাদের জানা উচিত তাই এখন আমরা জানবো প্রতিদিন কতটুকু আদা খাওয়া যায়। আদাতের রয়েছে অনেক আদা আমাদের জন্য অনেক উপকারী।

আদাতে যে উপাদানগুলো রয়েছে তা আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ দূর করে এছাড়াও শরীরে এনার্জি নিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ৫ গ্রাম করে আদা খাওয়া যায়। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য ১ গ্রাম আদা হতে পারে যথেষ্ট। কিন্তু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আদা খেতে হলে খুব বেশি পরিমাণ না খেয়ে আড়ায় গ্রাম পরিমাণ পর্যন্ত খাওয়া যায়।

আদা খাওয়ার উপকারিতা

আদা যে শুধু রান্নার মসলা হিসেবে ব্যবহার হয় বিষয়টা এমন না। আদা আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং রয়েছে এর অনেক ভেষজ গুণও।কিন্তু অনেকে জানে না আদা খাওয়ার উপকারিতা। তাই আজকের আর্টিকেলের এই অংশে আমরা জানবো আদা খাওয়ার উপকারিতা।
  • ব্যথা কমাতেঃ আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। এজন্য আদা খাওয়া হলে তা শরীরে বিভিন্ন জয়েন্টের ব্যাথা দূর করে এবং হাঁটুর ব্যথা পর্যন্ত কমায়। 
  • বমি বমি ভাব দূর করেঃ আপনি কি অধিকাংশ সময়ে বমি বমি অনুভব করেন ?  তাহলে আদা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদা খাওয়া হলে তা বলব বমি ভাব দূর করাবে। এজন্য আপনি আদা খেতে পারেন। আপনি চাইলে চায়ের সাথে আদার দু একটি ছোট্ট টুকরো দিয়েও খেতে পারেন। 
  • হজম ক্ষমতা বৃদ্ধি করেঃ আদা খাওয়া হলে তা হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা ও দূর করে। আদা খাওয়া হলে বদহজম সমস্যাও কমে যায়। এজন্য আপনি হজম ক্ষমতা বৃদ্ধি করতে আদা খেতে পারেন। 
  • কোলেস্টরলের মাত্রা কমায়ঃ গবেষকদের গবেষণা মতে, আদা সেবন করলে তা কোলেস্টেরল মাত্রা কমাতে ভূমিকা রাখে। তাহলে বুঝতেই পারছেন আদা খাওয়ার উপকারিতা কত। এজন্য আপনি আদা খেতে পারেন। 
  • রক্ত সঞ্চালন বৃদ্ধি করেঃ রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে আদার রসের রয়েছে অনন্য এক ভূমিকা। প্রতিদিন যদি আধা বা আদার রস খাওয়া হয় তাহলে হৃদযন্ত্রের ক্রিয়া ঠিক থাকে এছাড়াও কমে যায় হৃদরোগ হওয়ার সম্ভাবনা। 
  • বমি ভাবঃ গাড়িতে উঠলেই কি আপনার বমি হয়। এজন্য কি দূরে যাত্রাপথে যেতে পারছেন না। তাহলে আজ থেকে চিন্তা করা বাদ দিন। যাত্রাপথে ছোট ছোট করে কেটে  সঙ্গে রাখুন আদা। পুদিনা পাতা এবং এই আদা যদি চিবিয়ে খাওয়া হয় তাহলে বমি ভাব দূর হয়। 
  • মুখ পরিষ্কার করেঃ আদার ভেতরে থাকে এক ধরনের এন্টি  ব্যাকটেরিয়াল। যে কারণে আদা খাওয়া হলে তা মুখের ভেতরে থাকা জীবনকে মেরে ফেলতে ভূমিকা রাখে। এছাড়াও দাঁতের সুস্থতার জন্য অনেক উপকারী। 
  • মাইগ্রেনঃ মাইগ্রেনজনিত কারণে যদি মাথাব্যথা হয় তাহলে আদাপেস্ট বানিয়ে কপালে লাগান। দেখবেন আস্তে আস্তে আপনারা মাথা ব্যথা কমে যাচ্ছে। এছাড়াও আদার রস আমাদের শরীরে থাকা রক্তনালীর প্রদাহকে দমন করতে ভূমিকা রাখে। 
  • কোষ্ঠকাঠিন্য দূর করেঃ যারা কোষ্ঠকাঠিন্য নিয়ে সমস্যায় আছেন। তারা নিয়মিতভাবে আদা খান। কারণ আদা খাওয়া হলে তা কষ্ট কাঠিন্য সমস্যা সমাধান করে। এজন্য আদা খাওয়ার উপকারিতা অনেক। 
  • মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিঃ আদা কিংবা আদা চা খাওয়া হলে তা মস্তিষ্কের কার্যকারিতার বৃদ্ধি করে এবং মস্তিষ্ক রাখে শান্ত। এজন্য আপনি আদা খেতে পারেন। 

আদা খাওয়ার  অপকারিতা

প্রত্যেকটা জিনিসেরই ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও থাকে । আদাও এর ব্যতিক্রম কিছু নয়। একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে তাই অবশ্যই জানতে হবে আদা খাওয়ার অপকারিতা । তাহলে আর দেরি কিসের চলুন জেনে নিন আদা খাওয়ার অপকারিতা ।
  • অতিরিক্ত পরিমাণ যদি আদা খাওয়া হয়ে যায় তাহলে তার ডায়রিয়া কে ডেকে আনতে পারে। 
  • খুব বেশি পরিমাণ যদি আদা খাওয়া হয়ে যায় তাহলে তা আমাদের ত্বকে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা। এক্ষেত্রে ঠোট ফুলে উঠতে পারে এছাড়াও গলায় সৃষ্টি হতে পারে অস্বস্তির মতো সমস্যা ও। 
  • বিভিন্ন সময় দেখা যায় বেশি পরিমাণ যদি আদা খাওয়া হয়ে যায় তাহলে তা বুক জ্বালাপোড়া এবং পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে। 
  • যাদের ক্ষেত্রে রক্তে অ্যালার্জিজনিত সমস্যা আছে  থাকে তারা অবশ্যই চেষ্টা করবেন আদা কম পরিমাণ খাওয়া। নয়তো বেশি আদা খাওয়ার ফলে আপনার ফিরে যেতে পারে আ্যলার্জি  সমস্যা। 
  • বিভিন্ন সময় দেখা যায় বেশি পরিমাণ যদি আদা খাওয়া হয়ে যায় তাহলে তার পেটের আ্যসিডিটির  সমস্যা সৃষ্টি করতে পারে। 
  • গর্ভবতীদের জন্য আদা না খাওয়াই ভালো। কারন আদাতে রয়েছে অনেক ধরনের স্টিম্যুলেট যা শরীরের পিসিকে আরো বেশি মজবুত করে। এজন্য চিকিৎসকরা পরামর্শ দেন গর্ভাবস্তায় প্রথম ৩ মাস আদা না খেতে। 
  • হার্ট ভালো রাখতে যারা ওষুধ খাচ্ছেন তারা আদা না খাওয়াই ভালো। 
  • আদতে থাকা অনেক ধরনের শক্তিশালী উপাদান তৈরি করতে পারে পাকস্থলীর সমস্যা। 

আদা খাওয়ার নিয়ম

অনেকেই জানতে চেয়েছেন আদা খাওয়ার নিয়ম কি। তাই আজকের আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করব আদা খাওয়ার নিয়ম সম্পর্কে।  তাহলে চলুন এবার বিস্তারিত জেনে আসা যাক।
  • সকাল অথবা সন্ধ্যায় কিছু টুকরো আদা আপনি চিবিয়ে খেতে পারেন।
  • কুচি কুচি করে আদা কেটে আপনি চায়ের সাথে খেতে পারেন। বিভিন্ন ধরনের রান্নার ক্ষেত্রে মশলা হিসেবে আদা ব্যবহার করতে পারেন।
  • আপনি চাইলে আদা দিয়ে সিরাপ অথবা জুস তৈরি করেও খেতে পারেন।
  • ঠান্ডা অথবা সর্দি-কাশি সমস্যা কাঁচা আদা চিবিয়ে খান তাহলে সমস্যা অনেকটাই কমে যাবে।
  • ঘুম থেকে ওঠার পর সকালে খালি পেটে যদি কিছু টুকরো চিবিয়ে খাওয়া হয় তাহলে হার্ট ভালো থাকে এজন্য আপনি সকালে আদা খেতে পারেন।
  • প্রতিদিন আপনি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় গ্রাম পর্যন্ত আদা খেতে পারবেন। তা না হলে বেশি খাওয়ার ফলে বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন।

আদা চা এর উপকারিতা

এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম সকালে আদা খাওয়ার উপকারিতা - আদা পানি খাওয়ার নিয়মসহ আদা খাওয়া নিয়ে বিভিন্ন বিষয়ে বিস্তারিত । আমরা আদা দিয়ে চা খেলেও জানিনা এর উপকার সম্পর্কে। তাই এখন আমরা জানবো আদা চা এর উপকারিতা ।
  • আদা দিয়ে যদি চা তৈরি করে খাওয়া হয় তাহলে তা শরীরকে ডিহাইড্রেট করতে সাহায্য করবে।
  • বিভিন্ন সময় দেখা যায় খাওয়ার পর থেকে একটা অস্বস্তিকর ভাব সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আপনি চাইলে আধা চা খেতে পারেন তাহলে অনেক উপকার পাওয়া যায় এবং দূত খাবার হজম হয়।
  • যারা খুঁজ খুঁজে কাশি ও কফ সমস্যায় ভুগছেন তারা আদা দিয়ে যা করে খেলে এর সমস্যা থেকে অনেকটাই নিরাময় ঘটবে।
  • মোশন সিকনেসের সমস্যার জন্য এক কাপ আদা চা খাওয়া হলে তা উপকারী ভূমিকা পালন করবে। তাহলে বুঝতে পারছেন আদত আমাদের জন্য কত উপকারী।
  • আদা দিয়ে চা তৈরি করে খাওয়া হলে তার শরীরের ক্লান্তি দূর করবে এবং শরীরকে চাঙ্গা করে তুলবে।
  • আদা চা খাওয়া হলে তা হাট ভালো রাখতে সাহায্য করে। এজন্য আদা চা খেতে পারেন।
  • আদা দিয়ে চা তৈরি করে খাওয়া হলে তা কোলেস্টেরলের মাত্রা কমে এবং রক্ত জমাট বাধাকেও নিয়ন্ত্রণ রাখে।
  • পিরিয়ডের সময়ে মধু এবং তার সাথে আদা দিয়ে চা খেলে অনেকটাই স্বস্তি পেতে পারেন।
  • মানসিক চাপ কমাতে আদা চায়ের রয়েছে অন্যান্য এক ভূমিকা। এছাড়াও আদা চা খাওয়া হলে এর ভেতরে থাকা আ্যন্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে।

আদা পানি খাওয়ার উপকারিতা

রান্না করা কিংবা শ আদা দিয়ে চা খাওয়ার ক্ষেত্রেই ব্যবহার হয় না । আদা পানির ও রয়েছে বিশেষ এক ব্যবহার আদা। আপনি কি কখনো এই আদাযুক্ত পানি খেয়েছেন। এর উপকার সম্পর্কে কি আপনি জানেন। যদি না জেনে থাকেন তাহলে চলুন এবার জেনে নিন পানি খাওয়ার উপকারিতা।
  • ত্বকের জন্য উপকারীঃ আদা পানি খাওয়া হলে তার শরীরের জমে থাকা বিষাক্ত টক্সিন এবং ময়লা দূর করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ফুসকড়ি ও ব্রণ ইত্যাদি সমস্যা কমাতেও ভূমিকা রাখে।
  • ওজন কমাতে সাহায্য করেঃ আদা পানি খাওয়ার ফলে তা শরীরে বিপাকক্রিয়াকে বাড়ায়। আধা পানিতে প্রাকৃতিকগতভাবেই শরীর ডিটক্রিফাই করতেও ভূমিকা রাখে।
  • ডায়াবেটিস রোগির জন্যঃ ডায়াবেটিস রোগীরা আদা পানি খাওয়ার ফলে অনেক উপকার পেতে পারেন। খালি পেটে যদি আদা পানি খাওয়া হয় তাহলে এটা রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাই ডায়াবেটিস রোগীরা আদা পানি খেতে পারেন।
  • হজম শক্তি বৃদ্ধি করেঃ প্রতিদিন দিনে যদি একবার করে আধা পানি খাওয়া হয় তাহলে তা পাচনতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখে এবং বদহজমসহ বমি বমি ভাব এবং বিভিন্ন সমস্যা দূর করে। বৃদ্ধি করে হজম শক্তি।
  • কোলেস্টোরেল লেভেল কমায়ঃ শরীরে যদি অনেক মাত্রায় খারাপ কোলেস্টরেল থাকে তাহলে তা স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।এজন্য কোলেস্টোরেলের মাত্রা নিয়ন্ত্রণ করতে চাইলে আপনি আদা পানি খেতে পারেন। আদা পানি কোলেস্টেরলের মাত্রা কে নিয়ন্ত্রণ করতে পারে।
  • গ্যাস ও এসিডিটি কমায়ঃ গ্যাস এবং এসিডিটি প্রায় আমাদের লেগে থাকে। এ অবস্থায় আমরা অনেক ধরনের গ্যাস্ট্রিক ট্যাবলেট খেয়ে থেকে যা নিয়মিত খাওয়া হলে বিভিন্ন ধরনের ক্ষতিকর ফেলতে পারে আমাদের লিভারে। এজন্য গ্যাস্ট্রিক সমস্যায় সমাধান করতে বেছে নিন আদা পানি। প্রতিদিন সকালে যদি আধা পানি খাওয়া হয় তাহলে এই সমস্যা দ্রুত কমে যাবে।

আমাদের পরামর্শ

আদা খাওয়া আমাদের জন্য অনেক উপকারী। সর্দি-কাশি গলা ব্যাথা সহ বিভিন্ন সমস্যায় আদা চা খেলে অনেক উপকার পাওয়া যায়। কিন্তু তবুও অতিরিক্ত পরিমাণ আদা খাওয়া হলে কারো কারো ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। বুক জ্বালা পুরা সমস্যা ও সৃষ্টি করতে পারে। এর জন্য স্বাস্থ্যবিধির মেনে যতটুকু খা আপনার জন্য ভালো ঠিক ততটা খান।

প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা আলোচনা করছিলাম সকালে আদা খাওয়ার উপকারিতা - আদা পানি খাওয়ার নিয়ম সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত। আমি আশা করছি আপনি সবকিছু ভালোভাবে জানতে পেরেছেন। পোস্টটি আপনার ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিন। আর হ্যাঁ এ সকল তথ্য পেতে নিয়মিত ভিজিড করুন আমাদের এই Www.multiplebd.com ওয়েবসাইটটি।ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url