অতিরিক্ত গরম থেকে বাঁচার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন
ভূমিকা
গ্রীষ্মের শুরুতেই যে গরম পড়া শুরু হয়েছে তাতে এই গরম থেকে বাঁচতে কে না চায়। আমরা বিভিন্ন প্রয়োজনে রাস্তাঘাট কিংবা বাইরে গিয়ে থাকে। তাতে রোদের অতিরিক্ত গরমে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এটা আরো বেশি সমস্যা দায়ক। শরীর অসুস্থ পাশাপাশি কাজের প্রতি অনিহাও জন্ম দেয়।
অতিরিক্ত গরমের ফলে শরীরে সর্দি কাশি পানিশূন্যতা ডাইরিয়াসহ সৃষ্টি হয় বিভিন্ন সমস্যার। কিছু পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাই অবশ্যই আপনার জানা দরকার অতিরিক্ত গরম থেকে বাঁচার উপায়
শরীরে অতিরিক্ত গরম লাগার কারণ
- শরীরের ওজন বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলেও বেশি গরম লাগতে পারে। কারণ এক্ষেত্রে শরীরে থাকা আরো বেশি গরম করে তোলে।
- গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে গর্ব অবস্থায় অথবা বাচ্চা জন্ম দেওয়ার পর এক ধরনের হরমোনের জন্য তাদের অতিরিক্ত গরম লাগে।
- বিভিন্ন গবেষণায় দেখা গেছে শারীরিক আকৃত্বিও হতে পারে অন্যদের তুলনায় আপনার শরীরে গরম লাগার কারণ।
- এছাড়াও যাদের প্রেসার রয়েছে তাদের অতিরিক্ত গরম হতে পারে।
- পাতলা পোশাক পরার থেকে যদি মোটা ভারী কাপড় পড়ে থাকা হয় তাহলে বেশি গরম লাগতে পারে।
- কিছু ওষুধ এমন রয়েছে যেগুলো খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার ফল হিসেবে গরম অনুভূত হয়।
- যদি বেশি বেশি মদ পান করা হয় তাহলে শরীরে গরম লাগতে পারে।
- জ্বর হওয়ার কারণে ও শরীরের তাপমাত্রা বাড়ে আর যে কারণে গরম লাগতে পারে।
অতিরিক্ত গরম থেকে বাঁচার উপায়
গরমকালে গরম তো থাকবেই এটাই স্বাভাবিক। গরমের ভয়ে যদি কাজকর্ম ছেড়ে দেওয়া হয় তাহলে তো আর জীবন চলে না। তাই অবশ্যই জানার প্রয়োজন অতিরিক্ত গরম থেকে বাঁচার উপায় কি। যা আমরা আপনাকে জানাবো। তাহলে এসব উপায় গুলো জানতে পোস্টটি পড়তে থাকুন।
- খাবার স্যালাইনঃ এ কথাটি আমরা প্রায় সকলে জানি যে গরমের সময় শরীর থেকে ঘাম বের হয় আর তার সাথে বের হয়ে যায় শরীরে থাকা প্রয়োজনীয় লবণ। আর এ কারণে শরীর ও দুর্বল হয়। যার সমাধান হিসেবে খাবার স্যালাইন খাওয়া যায়। আপনি যদি গরম থেকে বাঁচতে বিকেলের সময়ে খাবার স্যালাইন তৈরি করে খান।
- খাবার স্যালাইন অতিরিক্ত গরমে শরীর সতেজ থাকে। মুখের তৃপ্তির জন্য বিভিন্ন ধরনের স্বাদযুক্ত স্যালাইন না খেয়ে ওর স্যালাইন খান। কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।
- পানি পানঃ অতিরিক্ত গরম থেকে বাঁচতে হলে বেশি বেশি পানি পান করার কোন বিকল্প নেই। কারণ অতিরিক্ত গরমে শরীর থেকে খুব সহজেই ঘাম হয়ে পানি বের হয়ে যায়। এর ফলে দেখা দেয় পানি শূন্যতা। বিভিন্ন ক্ষেত্রে শরীরে যদি পানির পরিমাণ কম থাকে তো সে ক্ষেত্রে শরীরে ডি হাইড্রেশন হয়। তাই অবশ্যই গরম থেকে বাঁচতে বেশি বেশি বিশুদ্ধ পানি পান করুন ।
- প্রতিদিন গোসলঃ গরম থেকে বাঁচতে হলে অবশ্যই প্রতিদিন গোসল করতে হবে। গরমের পরিমাণ যদি অতিরিক্ত হয় তবে সে ক্ষেত্রে দিনে দুইবার গোসল করা যেতে পারে। কিন্তু বাইরে রোদ থেকে এসে সাথে সাথে গোসল না করে একটু বিশ্রাম সেরে নিয়ে গোসল করুন। কেননা বাইরে থাকা প্রচন্ড রোদ থেকে এসে সাথে সাথে গোসল করলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে ।
- পাতলা সতী কাপড় পড়াঃ গরমের সময় মোটা কাপড় না পড়ে পাতলা সতী কাপড় ব্যবহার করতে হবে। পাতলা সুতি কাপড় ব্যবহার করার ফলে তাপ কম শোষণ হয় আর যে কারণে গরম ও কম লাগে।
- টক দইঃ শরীরের স্বাভাবিক তাপমাত্রা ঠিক রাখতে টক দইয়ের ভূমিকা অনেক। গরমে রোদের প্রচণ্ড তাপ থেকে শরীরকে একটু হলেও রক্ষা করে টক দই। তাই অতিরিক্ত গরমে শরীর সুস্থ রাখতে টক দই খাওয়া যায়।
- ঘরেই অবস্থান করাঃ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। কারণ বাইরের প্রচণ্ড রোদের থেকে বাড়িতে থাকা ভালো। বাইরে বের হওয়ার সময় ছাতার ব্যবহার করবেন।
- টক জাতীয় ফলঃটক জাতীয় ফল খাওয়ার ফলে প্রচন্ড গরমেও স্বস্তির পাওয়া যায়। তবে বেশি বেশি টক জাতীয় ফল খাওয়া ঠিক না। এছাড়াও লেবুর শরবত খেতে পারেন।
- ধুমপান না করাঃ ধূমপানের ফলে শরীরের তাপমাত্রা আরও বেশি বার যে কারণে বেশি গরম লাগে। তাই ধুমপান করা ছেড়ে দিন।
- ডাবের পানি পানঃ অতিরিক্ত গরম থেকে বাঁচতে ডাবের পানি পান করুন। ডাবের পানি পান করার ফলে সেটা আমাদের শরীরে সব ধরনের পানিশূন্যতা দূর করে এমনকি শরীর ও ঠান্ডা রাখে।
- শীতল জায়গায় বিশ্রামঃ এমন অনেকের রয়েছে যারা কাজে তাকিদে প্রচন্ড রোদেও বাইরে কাজ করে থাকে। এক্ষেত্রে কাজের ফাঁকে ফাঁকে গাছের শীতল ছায়াতলে বিশ্রাম নেওয়া দরকার।
অতিরিক্ত গরমে কি কি সমস্যা হয়
- পানি শূন্যতাঃ অতিরিক্ত গরমের ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়। আর সেই সাথে শরীর থেকে পানিও বের হয়েছে যে কারণে সৃষ্টি হয় পানি শূন্যতা। শরীরে পানি শূন্যতা হয়ে গেলে শরীর দুর্বল হয়ে যায় এবং কখনো কখনো অজ্ঞান হয়ে যায় অনেকে।
- ত্বকের অসুখঃ অতিরিক্ত গরমের কারণে সূর্যের প্রচুর তাপে অনেকেরই ত্বকে এলার্জি দেখা যায়। ঘামাচি সমস্যা তো ওই সময় লেগেই থাকে। এছাড়াও বিভিন্ন সময় ত্বকের লাল ভাব ও চুলকানি হয়।
- জ্বর হয়ঃ অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন সময় শরীর এতটা খারাপ হয় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর এই সময়ে ভাইরাসের আক্রমণে তারা বেশি বেশি জ্বর হওয়ার সম্ভাবনা থাকে।
- ফুড পয়জনিংঃ তীব্র গরমের অতিরিক্ত তাপে অনেক সময় আমরা রাস্তায় চলাফেরা করার সময় বাইরের অপরিষ্কার পানি ও সরবত খেয়ে থাকি। আর এই অপরিষ্কার পানি বা শরবত খাওয়ার ফলে অনেক সময় বমি আক্রান্ত হতে হয়।
- ডায়রিয়াঃ কখনো কখনো অতিরিক্ত গরমের রোদের তাপ শরীরে লাগার ফলে ডায়রিয়াজনিত সমস্যা হয়
- হেট স্ট্রোকঃ বিভিন্ন সময় দেখা যায় অতিরিক্ত গরম লাগার ফলে মানুষের হিট স্ট্রোক ও হয় । প্রায় শোনা যায় যে হিট স্ট্রোকে মানুষ মারা গেছে।
- শ্বাস -প্রশ্বাসের সমস্যাঃ অতিরিক্ত গরম লাগার ফলে মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি হয়। কখনো কখনো ফলাফল মৃত্যু পর্যন্ত হতে পারে।
- শরীর দুর্বলঃ অতিরিক্ত গরমের ফলে মানুষের শরীর প্রায় সময় দুর্বল হয়ে যায। অতিরিক্ত গরমের ফলে মানুষের ঘুম ও ভালোভাবে হয় না যার ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়।
শরীরের গরম কমানোর উপায়
কি খেলে শরীর ঠান্ডা হবে
- বেলের শরবতঃ অতিরিক্ত গরমে শরীর যদি ঠান্ডা রাখতে চান তাহলে অবশ্যই বেলের শরবত খান। কারণ বেলের শরবত আমাদের পাকস্থলী ঠান্ডা রাখতে সাহায্য করে আর যে কারণে শরীর ও থাকে ঠান্ডা।
- পানিঃ শরীল ঠান্ডা রাখতে পানি খাওয়ার গুরুত্ব অনেক। কারণ পানে খাওয়ার ফলে আমাদের শরীর থেকে অনেক ঠান্ডা। পানি খাওয়ার ফলে শরীরে খনিজ পটাশিয়ামের মাত্রা ঠিক পরিমাণে থাকে। তাই প্রতিটা মানুষের উচিত গরমের সময় অন্তত পক্ষে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া।
- আখের শরবতঃ আখের শরবত আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য অনেক উপকারী। তাই গরমের সময় যদি আপনি শরীর ঠান্ডা রাখতে চান তাহলে অবশ্যই আখের শরবত পান করুন।
- পুদিনা পাতাঃ আপনি যদি শরীর ঠান্ডা রাখতে চান তাহলে অবশ্যই পুদিনা পাতা দিয়ে সরবর কিংবা সালাতের সাথেও খেতে পারেন। এছাড়াও চায়ের সঙ্গে মিশেও খাওয়া যায়।
- ডাবের পানিঃ তীব্র গরমে স্বস্তি পেতে ডাবের পানি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। কারণ ডাবের পানি আমাদের শরীরে এনার্জি বাড়ানোর সাথে সাথে শরীর ও ঠান্ডা রাখে।
- তরমুজঃ তরমুজ এমন একটি ফল যেখানে পানির পরিমাণ থাকে প্রচুর পরিমাণ।এছাড়াও তরমুজে রয়েছে অনেক ভিটামিন। তাই তরমুজ খাওয়া হলে সেটা শরীর ঠান্ডা রাখে।
- শসাঃ শসাতে রয়েছে আশি শতাংশর বেশি পানি। তাই শরীর ঠান্ডা রাখতে হলে শসা খাওয়ায় পেতে পারেন অনেক উপকারিতা।
- টক দইঃ গরমকালে শরীর ঠান্ডা রাখতে টক দই খেতে পারেন। কারণ এর ভেতরে এমন কিছু উপাদান থাকে যা আপনার জন্য অনেক উপকারী।
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url