গরমে ঘর ঠান্ডা রাখার সেরা ৯ টি উপায় সম্পর্কে জানুন
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায়গরমে ঘর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে আজকের পোস্টে আমরা আলোচনা করতে যাচ্ছি । আপনি কি গরমে টিনের ঘর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে
জানতে চান ? তাহলে চলুন এ বিষয় টি সহ জেনে গরমে ঘর ঠান্ডা রাখার উপায় ।
ইদানিং যে গরম পড়া শুরু হয়েছে তাতে বাইরের প্রচন্ড রোদ ও গরম মানিয়ে নিলেও সবাই চায় দিনশেষে বাড়ি ফিরে একটু শান্তিতে থাকতে। তাহলে আর দেরি কিসের, চলুন জেনে নিন এসব উপায় সম্পর্কে। বিস্তারিত জানতে পোস্টটা সম্পূর্ণ পড়ুন।.
ভূমিকা
গরমে ঘর ঠান্ডা রাখতে হলে অবশ্যই ঘরে আলো বাতাস প্রবেশ করতে হয়। গরমে যদি ঘর
ঠান্ডা না থাকে তাহলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ছোট বাচ্চা ও
প্রেসার রোগীদের জন্য এটা অনেক সমস্যা দায়ক। তাই অবশ্যই আপনার জানা দরকার গরমে
ঘর ঠান্ডা রাখার উপায় কি এ সম্পর্কে। নইতো গরমে ঘর ঠান্ডা না থাকার কারণে
সম্মুখীন হতে পারেন বিভিন্ন সমস্যার। তাই গরমে ঘর ঠান্ডা রাখার দরকার ।
গরমে ঘর ঠান্ডা রাখার সেরা উপায়
রাস্তাঘাটে যে গরমের তাপ তাতে বাড়ি ফিরে একটু ঠান্ডা পরিবেশ কার না ভালো লাগে।
কিন্তু গরমে ঘর ঠান্ডা না থাকার কারণে সে শান্তিটাও পাওয়া যায় না বাড়ি ফিরে।
তাই এবার জানুন গরমে ঘর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে -
- গরমে ঘর ঠান্ডা রাখার জন্য অবশ্যই যেন দুপুরে সূর্যের প্রচন্ড তাপ যেন ঘরে না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আপনার ঘরের যে জানালাগুলো দিয়ে সূর্যের আলো সরাসরি ঘরে আসে সে জানালাগুলো পদ্মা দিয়ে ঢেকে রাখুন।সবচেয়ে ভালো হয় জানালা বন্ধ করে রাখা
- ঘরে ঠান্ডা বাতাস যেন আসতে পারে সেজন্য রাত্রেবেলা ঘরের জানালা খোলা রাখুন।
- গরমে যদি ঘর ঠান্ডা রাখতে চান তাহলে অবশ্যই ঘরের আশপাশেক কিছু গাছ লাগানো দরকার যেন গাছপালার ছায়াতলে বাড়ি থাকে ছায়াযুক্ত।
- ঘর রং করার সময় উচিত হবে ঘরের রং হালকা করে দেওয়া যেন ঘরের আদ্রতা ঠিক থাকে। কারণ যদি গাড়ো রং ব্যবহার করা যায় সেক্ষেত্রে ঘরের আদ্রতা স্বাভাবিক এর তুলনায় বেশি হয়।
- ঘর ঠান্ডা রাখতে সিলিং ফ্যান এবং বেশি সুবিধা পেতে এসির ব্যবহার করুন।
- ঘরে যখন ফ্যান চালাবেন তার পেছনে ভেজা কাপড়, ঠান্ডা কিছু বরফ ও এমনকি পানির ঠান্ডা বোতল রাখা হলে সেখান থেকে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ে সাড়া ঘরে। আর এভাবে ঘর ঠান্ডা রাখতে সহায়তা করে।
- ভারী কাপড় ব্যবহার না করে টেবিলে ও বিছানায় যদি সুতীর কাপড় ব্যবহার করেন তাহলে বাসায় বাতাস ঢোকার ফলে ঘর বিছানায় ঠান্ডা থাকে।
- দিনের বেলাতে বাড়িতে অতিরিক্ত ঝকঝকে লাইট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।যেন বাল্বের অতিরিক্ত তাপে ঘর গরম না হয়।
- বেশি ভালো হয় যদি এলইডি বাল্ব ব্যবহার করা যায়।
- রান্না করা শেষ হলে সাথে সাথে চুলা বন্ধ করতে হবে। কারণ এই চুলার অতিরিক্ত গরমে ঘর আরো বেশি গরম হয়।
- ঠান্ডা পানি দিয়ে ঘরের মেঝে মুছে নিন। এতে ঘরের মেঝে ঠান্ডা থাকে। আর এই কারনে সুবিধা পাওয়া যায় পুরো ঘরেও।
- আপনার বাড়ি যদি ছাদের হয়ে থাকে তাহলে ঘর ঠান্ডা রাখার জন্য বাড়ির ছাদে পানি দিয়ে ভিজেয়ে দিন। এতে ঘর ঠান্ডা থাকে। আশা করছি আপনি গরমে ঘর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন।
রুমের গরম বাতাস বের করার উপায়
গরমে ঘর ঠান্ডা রাখতে হলে অবশ্যই রুমের গরম বাতাস বের করার প্রয়োজন। কারণ ঘরের বাতাস যদি বাইরে বের না হয় সেক্ষেত্রে রুম আরও বেশি গরম থাকে। কিন্তু আপনি কি জানেন রুমের গরম বাতাস বের করার উপায় কি। যদি না জেনে থাকেন তবুও চিন্তার কারণ নেই। কারণ আর্টিকেলে আপনি পেয়ে যাবেন রুমের গরম বাতাস বের করার উপায় সম্পর্কে।
রুমের গরম বাতাস যদি বের করতে হয় তাহলে অবশ্যই রুমের কোন ধরনের অতিরিক্ত সামগ্রী রাখা ঠিক না। কারণ রুমে যদি অতিরিক্ত পরিমাণে বেশি আসবাবপত্র থাকে তাহলে রুমে থাকা গরম বাতাস বাইরে বের হতে পারে না আর যে কারণে রুম গরম হয়। তাই অবশ্যই রুমে বেশি বেশি অতিরিক্ত সামগ্রিক রাখবেন না।
আরও পড়ুনঃ অতিরিক্ত গরম থেকে বাঁচার উপায় যেনে নিন
রুমের দরজা জানালা বেশি বেশি খোলা রাখার চেষ্টা করুন। যেন বাইরে সতেজ হাওয়া রুমে আসতে পারে। যদি সম্ভব হয় তো গ্যাস ফ্যান ব্যবহার করুন। এর ফলে খুব সহজেই রুমের গরম বাতাস বাইরে বের হয়। ঘর থেকে যেগুলো অপ্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে সেগুলো দূর করে ফেলুন। ঘরে থাকা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র সুইচ বন্ধ রাখুন কাজ হবার সাথে সাথেই।
গরমে টিনের ঘর ঠান্ডা রাখার উপায়
গরমে ঘর ঠান্ডা রাখার উপায় আমরা জেনেছি। বর্তমান সময়ে টিনের ঘর তৈরি করার চেয়ে মানুষ ইট দিয়ে ঘর বাড়ি বানাচ্ছে।
কিন্তু তবুও এখননো অনেকাংশ টিনের বাড়ির লক্ষ্য করা যায়। তাই অনেকে জানতে চান
গরমে টিনের ঘর ঠান্ডা রাখার উপায় কি । তাই চলুন এবার জেনে আসুন গরমে টিনের ঘর
ঠান্ডা রাখার উপায় সম্পর্কে -
- টিনের ঘর ঠান্ডা রাখার সহজ একটি উপায় হচ্ছে ঘরের আশপাশে অনেক সংখ্যক কলাগাছ লাগানো। যাতে করে এর ছায়াতলে বাড়ি ঠান্ডা থাকে।
- টিনের চালের উপর যদি পানিতে ভেজানো খড়ের আঁটির দেওয়া যায় তাহলে ঘর থেকে ঠান্ডা। এক্ষেত্রে প্রতিদিন কিছু করে পানি দিন টিনের উপরে রাখা পানিতে ভেজানো সেই খরের উপর।
- টিনের তৈরির বাড়িতেও পর্যন্ত পরিমাণ জানালা থাকতে হবে। যাতে করে জানালা দিয়ে আলো বাতাস যাওয়া আসা করতে পারে।
- সিলিং ফ্যান ব্যবহার না করে সম্ভব হলে টেবিল ফ্যান ব্যবহার করুন।
- পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর ব্যবহার করুন।
- রাত্রিবেলায় যদি জানালা খুলে দেওয়া নিরাপত্তা জনক হয় তাহলে জানালা খুলে রাখুন।
- এছাড়াও টিনের ঘর ঠান্ডা রাখার জন্য ঘরের মেঝে মোছার সময় ঠান্ডা পানি ব্যবহার করুন।
ঘর ঠান্ডা রাখার যন্ত্র
গরমের হাত থেকে বাঁচতে কিছু যন্ত্র ব্যবহার করার ফলে ঘর ঠান্ডা রাখা যায়।
কিন্তু আপনি কি জানেন এসব যন্ত্র সম্পর্কে। না জেনে থাকলে চলুন আপনাকে
জানিয়ে ঘর ঠান্ডা রাখার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা উচিত। ঘর ঠান্ডা রাখতে
হলে অবশ্যই ঘরে সিলিং ফ্যান ব্যবহার করা দরকার।এতে করে বাতাস এক জায়গায় না
থেকে সমস্ত ঘরে ছড়িয়ে যাবে খুব সহজে।
যদি সম্ভব হয় পারলে এসি ব্যবহার করা যায়। কারণ এসির শুফল হচ্ছে অতি গরমেও
ঘরকে খুব ঠান্ডা রাখতে পারে। এছাড়াও ঘরে ঠান্ডা রাখার যন্ত্র হিসেবে ব্যবহার
করতে পারেন বিভিন্ন ধরনের ফ্যান । যেমন- গ্যাস ফ্যান, কুলিং ফ্যান ইত্যাদি।
ঘরে যদি ফ্রিজ ব্যবহার করা যায় তাহলে ঘর ঠান্ডা থাকে। তাই ঘর ঠান্ডা রাখতে
এসব যন্ত্র ব্যবহার করতে পারেন।
যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এয়ার কুলার কিনতে পারেন। কারণ ঘর ঠান্ডা রাখতে এয়ার কুলারেট রয়েছে অনেক সুবিধা। কিছু ধরনের এয়ার কুলার যেগুলো বিদ্যুৎ না থাকলেও চলে অর্থাৎ ব্যাকআপ চার্জে আবার কিছু রয়েছে যেগুলো যেগুলো বিদ্যুতের সাহায্যে চলে।
রান্নাঘর ঠান্ডা রাখার উপায়
এতক্ষণ আমরা জানলাম গরমে ঘর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে । আগুন দিয়ে রান্না করা এমনিতেই অনেক গরমের বিষয়। তবে রান্নাঘর যদি আরো ছোট হয় সে ক্ষেত্রে সেটা আরো কঠিন হয়। তাই আপনার জানা দরকার রানাঘাট ঠান্ডা রাখার উপায় সম্পর্কে। তাহলে চলুন এবার জেনে আসা যাক রান্না করা ঠান্ডা রাখার উপায় নিয়ে-
- দুপুর বেলা রান্না করার থেকে যদি একটু সকাল সকাল রান্না করে নেন। তাহলে রান্না করার সময় আগুনের অতিরিক্ত গরম ও দুপুরের প্রচন্ড সূর্যের রোদে রান্নাঘর গরম হবে না।
- রান্নাঘর ঠান্ডা রাখতে হলে অবশ্যই সেখানেও বাতাস চলাচল জরুরি আর যে কারণে রান্না করে একটা জানালা রাখুন। এবং জানালাটি খোলা রাখতে হবে।
- ঘরের পাশাপাশি রান্না করো ফ্যানের ব্যবস্থা রাখুন।
- আগুন দিয়ে রান্না করার চেয়ে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন এতে দ্রুত রান্না হয় আর যে কারণে রান্নাঘরের গরম ও কমে।
- বর্তমানে রান্না করার জন্য এমন কিছু ইলেকট্রিক জিনিসপত্র তৈরি হয়েছে যেগুলো দিয়ে রান্না করতে হলে আগুনের প্রয়োজন হয় না। কান্নার কাজে সেই আধুনিক যন্ত্র গুলো ব্যবহার করুন।
- রান্নাঘর সব সময় বেশি বেশি পরিষ্কার রাখুন।
- বিনা কারণে রান্নাঘরে আগুন জ্বালানোর যাবে না।
- রান্নাঘরে অতিরিক্ত চুলার ব্যবহার থেকে বিরত থাকুন। এক্ষেত্রে একটি চুলা ব্যবহার করা যায়।
- দিনের সময় রান্না করার ক্ষেত্রে আলো ব্যবহার না করা উচিত। এটা করে লাইটের অতিরিক্ত আলোর তাপে রান্নাঘর গরম হবে না।
আমাদের পরামর্শ
ঘরে অতিরিক্ত গরম থাকলে সেটা আমাদের সবার জন্যই অনেক সমস্যার কারণ হয়। তাই ঘর
ঠান্ডা রাখার জন্য অবশ্যই অতিরিক্ত আলোর ব্যবহার থেকে বিরত থাকুন যেন লাইটের
অতিরিক্ত তবে ঘর গরম না হয়। ঘরে আলু বাজার চলাচলের ব্যবস্থা রাখুন। আজকের
পোস্টে তো গরমে ঘর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে অনেক কিছুই জানলেন। আশা করছি
আপনি এ বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন।
আজকের পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিন এবং
শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিন আপনার বন্ধু কিংবা আশপাশের মানুষদের সকল তথ্য
সেবা পেতে। আর হ্যা এ সকল তথ্য সেবা নিয়মিত পেতে ভিজিড করুন আমাদের এই
WWW.multiplebd.com ওয়েবসাইটটি। কারণ আমরা নিয়মিত নিত্য নতুন পোস্ট লিখে
থাকি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ
মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়
comment url