যৌন রোগ কি ? এবং যৌন রোগ কিভাবে প্রতিরোধ করবেন

ডায়াবেটিস কমানোর ঘরোয়া পদ্ধতি যেনে নিনআপনি কি যৌন রোগ কি ? এবং যৌন রোগ কিভাবে প্রতিরোধ করবেন এ বিষয়ে জানতে চাচ্ছেন? তাহলে একদম ঠিক ওয়েবসাইটে এসেছেন। এ পোস্টে আমরা আপনাকে জানাবো যৌন রোগ কি ? এবং যৌন রোগ কিভাবে প্রতিরোধ করবেন বিষয় নিয়ে বিস্তারিত। যৌন সংক্রমিত রোগ আজকের পৃথিবীর একটি অন্যতম প্রধান সমস্যা। কিন্তু আপনি কি জানেন না যৌন রোগ কি ? তাহলে পোস্টটি আপনার জন্যই। তাই আপনার অজানা এ বিষয়গুলো জানতে অবশ্যই পোস্টটি সম্পন্ন পড়ুন ।
নারী-পুরুষের যৌন মিলন স্বাভাবিক হলেও যৌন রোগব্যাধির পরিনিতি মারাত্মক আকার হতে পারে। যেগুলো থেকে বাঁচতে অবশ্যই আপনার জানতে হবে যৌন রোগ কি ও যৌন রোগ কিভাবে প্রতিকার করবেন সম্পর্কে যেগুলো আমরা এ পোস্টে আপনাকে জানাতে যাচ্ছি। শুধু কি তাই,এ পোস্টে আমরা আপনাকে আরো জানাবো, যৌন রোগের চিকিৎসা সহ বিস্তারিত বিষয় সমূহ। তাহলে দেরি কিসের চলুন শুরু করা যাক -

ভূমিকা 

বর্তমান বিশ্বে অনেক মারাত্মক এক রোগ ধারন করেছে এই যৌন রোগ। নারী-পুরুষের মিলনের মাধ্যমে খুব সহজেই প্রবেশ করতে পারে একজনের থেকে অন্যজনের শরীরে। তাই অবশ্যই এই বিষয় সম্পর্কে আপনার সচেতন থাকা দরকার। যৌন রোগের চিকিৎসা সম্পর্কে জানতে হলে তার আগে আপনাকে জানতে হবে যৌন রোগ কি ও যৌন রোগের কারণসমূহ। তাহলে চলুন জেনে নিন আপনার অজানা বিস্তারিত বিষয়সমূহ।

যৌন রোগের কারণ কি

যৌন রোগের প্রতিকার করতে হলে তার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যৌন রোগের কারণ কি। আর তা হচ্ছে- যৌন সংক্রামক বিভিন্ন জীবাণু দ্বারা হয়ে থাকে। সাধারণ নারী-পুরুষের মাঝে যৌন মিলন খুব স্বাভাবিক একটা বিষয়। নারী পুরুষের এ যৌন মিলনের মাঝে যৌন সংক্রামক রোগ গুলো একজনের শরীর থেকে অন্য জনের শরীরে প্রবেশ করে। এছাড়া রক্ত বা জীবাণুমুক্ত ইনজেকশন এর মাধ্যমে সংক্রমিত হতে পারে। 

আরও পড়ুনঃ AIDS কি.? AIDS কিভাবে ছড়াই..এবং | AIDS প্রতিরোধের উপায়সমুহ | 

যৌন রোগ কি

বর্তমান বিশ্বে যতগুলো মারাত্মক ধরনের রোগ সংক্রমিত হয়েছে তারমধ্যে যৌন রোগ অন্যতম।  অনিরাপদ যৌন মিলনে হতে পারে আত্মঘাতী। তাহলে চলুন জানা যাক যৌনরোগ কি ? 

যৌন রোগঃ যেসব রোগ জীবাণু দ্বারা হয় এবং শারীরিক মিলন বা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় যৌন রোগ বলে। যৌন রোগ সাধারণত নারী-পুরুষের মাঝে অবাদ ও নিরাপদ মেলামেশার মাধ্যমে। ১৯৮৩ সালের ১ এ থেকে ৭ নভেম্বর জেনেভাতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলের সবাই যৌন রোগের নামের পরিবর্তে যৌন সংক্রামক ব্যাধি ( sexually transmitted disease - STD) নাম দেওয়া হয় ।

যৌন সম্পর্কের মাধ্যমে যখন প্রজননতন্ত্রে যৌনাঙ্গের সংক্রমণ হলে তাকে বলে। বিভিন্ন গবেষণায় গবেষক অনুসন্ধান করে বলেছেন যে- অন্তত ২৫টি রোগ সরাসরি যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। কোন কোন সময় এগুলো আবার রোগীর সংস্পর্শে আসা কোন দূষিত রক্তের মাধ্যমেও হতে পারে। এ ২৫টি রোগের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ হচ্ছে -

  • ক্লামাইডা
  • এইডস
  • ভাইরাসজাত যকৃত প্রধাহ
  • গনোরিয়া 
  • যৌনাঙ্গের জারপিস
  • সিফিলিস 

বর্তমান সময়ে কোন কোন বিশেষজ্ঞ জ্বরে ওর ক্যান্সার কেউ যৌন রোগ বলে গণ্য করেছেন। যৌন রোগ হলে শরীরে বিভিন্ন অসুখ হতে পারে। যেমন - সিফিলিস ও গনেরিয়া হলে যৌনাঙ্গে ঘা হয়। এমনকি এর সাথে চামড়া, গর্ভজাত শিশু ও হৃৎপিণ্ডও আক্রান্ত হতে পারে। এইডস হেপাটাইটিস বি নামে কিছু যৌন যৌন রোগ রয়েছে যেগুলো হলে যৌনাঙ্গ অসুখ হয় না কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দেয়।

যৌনবাহিত রোগ কিভাবে ছড়ায় 

যৌন রোগগুলো সাধারণত নারী পুরুষের যৌন মিলনের মাধ্যমে একজনের থেকে অন্য জনের মাঝে ছড়ায়। এসব রোগ জীবনু বহন করে কোন পুরুষের সঙ্গে যদি কোন নারী মিলিত হয় তাহলে তাদের মাঝে এই জীবনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। স্বামী-স্ত্রীর মাঝে যদি একজনও এই জীবনের আক্রান্ত হয় তাহলে অপরজন তার অজান্তেই এ ধরনের জীবনুর আক্রমণ হতে পারে। এবার যেনে নিন রোগ কিভাবে ছড়ায়।

  • যৌন রোগ আছে এমন কারো রক্ত শরীরে প্রবেশ করলে।
  • একাধিক যৌনসঙ্গী থাকা।
  • ইনজেকশন নেওয়ার সময় সিরিন্জ জীবাণুমুক্ত না করা। 
  • যৌন আক্রান্ত মায়ের জন্ম দেওয়া সন্তানকে বুকের দুধ খাওয়ালে। 
  • যৌনকর্মীদের সাথে অনেকের যৌন মিলন হয়। তাই তাদের জন্য রোগ হয় এবং তাদের কাছ থেকে যৌন রোগ ছড়ানোর  বেশি ঝুঁকে থাকে। 
  • শিয়ার মাধ্যমে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা। 

সবশেষে বলা যায় যৌন সংক্রামনরোগ জীবনে দ্বারা হয়ে থাকে। কখনো কখনো আবার ভাইরাস ব্যাকটেরিয়ায় ইত্যাদি জাতের হতে পারে । একেক জাতের অনেকগুলো জীবাণু শরীর করলে যৌন রোগ ছড়ায়।

যৌন রোগ প্রতিরোধের  উপায়

যৌন রোগ শুরুতেই প্রতিরোধ করা ভালো। তাহলে সেটা আপনার জিবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতক্ষণ জানলেন যে যৌন রোগ কি ও যৌন রোগ কিভাবে ছাড়াই। তাহলে চলুন এবার জেনে এসে যাক যৌন রোগের প্রতিরোধের উপায় সমূহ

আরও পড়ুনঃ যক্ষ্মা রোগ  প্রতিরোধের উপায় সম্পর্কে জানুন 

  • যৌন রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে হলে অবশ্যই একাধিক যৌন মিলন করা যাবে না। 
  • যদি একজনের কারো মাঝে যৌন রোগের  সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই মিলনের সময় প্রটেকশন নিতে হবে। 
  • রক্ত নেওয়ার সময় অবশ্যই পরীক্ষা করে নিতে হবে তাতে যৌনরোগ আছে কিনা। 
  • শুরুতে যাতে রোগ ধরা পড়ে সেজন্য অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া। 
  • রোগের যৌনসাথীদের ও চিকিৎসা দিতে হবে। 
  • জনগণকে চিকিৎসা কেন্দ্র  সম্পর্কে জানাতে হবে। 
  • ঘরে বা অন্য কোথাও কোন শারীর তরল পদার্থ বা রক্ত যদি পড়ে তাহলে অবশ্যই এক ভাগ ব্লিচের সাথে দশ ভাগ পানি মিশিয়ে ধুয়ে ফেলুন। 
  • এইচআইভি আক্রান্ত মহিলাদের গর্ভধারণ করা উচিত নয, কারণ এক্ষেত্রে তার গর্ভে ধারণ করা সান্তন ও সংক্রমিত হতে পারে। তাই নিয়মিত চিকিৎসা করাতে হবে। 
  • ২১ বছরের নিচে যাদের যৌন সংক্রমের সমস্যা রয়েছে তাদের অবশ্যই চিকিৎসক কে সঠিক তথ্য দেওয়া। নয়তো চিকিৎসক সঠিক চিকিৎসা দিতে পারবে না। 
  • অপরের ব্যবহার করা ব্রাশ বা ব্লেড ইত্যাদি ব্যবহার করা থেকে নিজেকে  বিরত থাকতে হবে। 
  • যৌন অপরাধ যাতে কম সংগঠিত হয় এজন্য মহিলাদের উগ্র সাজসজ্জা  করা এবং রাস্তায় একা একা চলাফেরা করা থেকে বেঁচে থাকা উচিত। 
  • ইনজেকশন নেওয়ার সময় ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে। 
  • বিভিন্ন পর্যায়ে এসব যৌন সাঙ্গমনজনিত রোগ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। 

যৌন রোগের লক্ষণ সমূহ

অনেক সময় শরীরে যৌন রোগ থাকলেও শরীরে কোন লক্ষণ দেখা যায় না। সমস্যা না থাকায় যার যৌ রোগ আছে সে নিজেও বুঝতে পারি না যে তার এই রোগ হয়েছে। আবার অনেক যৌন রোগের লক্ষণ গুলো ভালোভাবে জানে না, তাই সে বুঝতেও পারে না যে তার যৌন রোগ হয়েছে। এরকম অবস্থায় যদি তার যৌন মিলন হয় তাহলে তার থেকে এ রোগ অন্যদের মাঝে ছড়িয়ে যায়। তাহলে চলুন জানা যাক জন্য রোগের লক্ষণ গুলো -

  • ছেলেদের সময় যৌন রোগের লক্ষণ হল প্রস্রাবের সময় জ্বালা ও  ব্যথা অনুভূত হয়। 
  • ঘনঘন প্রস্রাব হয়।
  • মেয়েদের যৌন রোগ হলে মাসিকের সময় মাসিকের রাস্তা দিয়ে হলুদ পূজের মতো স্রাব বের হয়।তবে বেশিরভাগ সময়ে কোন লক্ষণ থাকে না। 
  • ছেলেদের যৌন রোগ হলে যৌনাঙ্গ ও আশপাশে ঘা হয়। 
  • বেশিরভাগ ক্ষেত্রেই এর রোগের লক্ষণ দেখা যায় না প্রস্রাবের সময় অনেক জ্বালা হয় ।
  • যৌন রোগের লক্ষণে হারপিস ভোনিটালিয়া হলে ছোট ছোট ফোসকার মতো  যন্ত্রণাদায়ক ক্ষত হয়।
  • মহিলাদের যৌনিপথে পানির মতো স্রাব যাওয়া।
  • তাই অবশ্যই এই লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। 

যৌন রোগের চিকিৎসা 

যৌন রোগ অনেক মারাত্মক একটি রোগ। তাই যৌন রোগের শুরুতেই চিকিৎসা করা ভালো। তাহলে চলুন জেনে আসা যাক যৌন রোগের চিকিৎসা নিয়ে বিস্তারিত -

যৌন রোগের চিকিৎসাঃ যৌন রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে কিংবা যৌন রোগ হয়েছে এরকম মনে হলে দেরি না করে অতি দ্রুত প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। রোগাক্রান্ত অবস্থায় কোনো লক্ষণ থাকুক বা না না থাকুক যৌন মিলনের সময় অবশ্যই সতর্কতা থাকতে হবে নিরাপত্তা নিতে হবে। যাতে করে একজনের থেকে অন্য জনের মাঝে না ছাড়াই।

যত রকম সমস্যা আছে অবশ্যই সেটা ডাক্তারের কাছে খোলাখুলি ভাবে জানাতে হবে। নয়তো সঠিক চিকিৎসার সম্ভব না। তাই এ ব্যাপারে কোনরকম লজ্জা করলে চলবে না। ডাক্তার যেভাবে পরামর্শ নেয় সেভাবে নিজের এবং যৌন সাথির চিকিৎসা করতে হবে। রোগ ভালো হয়ে গেলেও ওষুধের পূর্ণমাত্রা শেষ করতে হবে। চিকিৎসা না করলে একজনের যোগ অন্য জনের মাঝে ছড়িয়ে যায়।

এ রোগের চিকিৎসা নির্ভর করে মূলত কোন ধরণের জীবনে দ্বারা একটি হয়েছে তার ওপর। যেমন - ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাংগাস প্যারাসাইট দ্বারা সৃষ্ট রোগ গুলো নিরাময় যোগ্য হয়ে থাকে। কিন্তু যদি ভাইরাস জাতীয় জীবনে দ্বারা এরকম হয় তাহলে সেটা পুরোপুরি নিরাময়যোগ্য হয় না। যেমন- এইডস।
রোগ হলে সঠিক ওষুধ এবং সঠিক মাত্রাই খেতে হবে। তাই এক্ষেত্রে যদি ভুল ওষুধ খাওয়া হয় কিংবা ওষুধের পরিমাণ ঠিক মতো নিয়মিত না খাওয়া হয় তাহলে শরীরের ভিতরে জীবাণু সুপ্ত অবস্থায় রয়ে যায়। তাই যৌন রোগের সমস্যা সমাধান করতে হলে অবশ্যই সঠিক ওষুধ পরিমাণ মতো খেতে হবে।

আমাদের পরামর্শ 

যৌন রোগ যেহেতু নারী পুরুষের অবাধ যৌন মিলন কিংবা রোগক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছড়ায় তাই অবশ্যই তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। অন্য কারো শরীর থেকে রক্ত নেওয়ার সময় অবশ্যই তা পরীক্ষা করে নিন ও জীবনমুক্ত সিরিঞ্জ ব্যবহার করুন । এ রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে সঠিক পরামর্শ নিন এবং সব সময় স্বাস্থ্যবিধির মেনে চলুন। 

প্রিয় পাঠক,এ পোস্টে তো আপনারা যৌন রোগের কারণ কি এবং যৌন রোগের চিকিৎসা সহ বিস্তারিত বিষয় সম্পর্কে জানলেন। আশা করছি আপনি অনেক কিছু জানতেন পেরেছেন। পোস্টটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। নিয়মিত এ সকল তথ্যগুলো পেতে অবশ্যই আমাদের এই WWW.multiplebd.com ওয়েবসাইটটি ভিজিট করুন। এ সকল তথ্যসেবা আপনার বন্ধু কিংবা আশপাশের মানুষদেরও পৌঁছে দিতে অবশ্যই ওয়েবসাইটটি শেয়ার করে দিন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাল্টিপল বিডির নিতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটা কমেন্ট রিভিউ করা হয়

comment url